নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শঙ্খবীর

ভোরের পাখি ...

শঙ্খবীর মর্ম

লিখার জগতে, নব্য পাগল ! পড়ছি প্রৌকশলী হতে আর নিজেকে মানুষ প্রজাতির কিছু বানাতে ! লিখছি, “আমি বলতে পারি” এটুকু নিজেকে জানাতে । এইতো, আমি ।

শঙ্খবীর মর্ম › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজা ও মিঃ রানা

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

সাভার অত্র অঞ্চলের পৌর মেয়র এবং নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, "বিল্ডিং এর প্ল্যানিং এর ত্রুটি ছিল" !



রানা প্লাজা'র মিঃ রানা যে সাভার ভবনটির মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. সোহেল রানা তা কি আমরা জানি ?

বিল্ডিং টি তৈরী করবার সময় সেই পেশী বা দলীয় শক্তি ব্যবহার করা দুর্নীতি যে করা হয়নি তা আমি বিশ্বাস করি না। এবং ফাটল দেখা যাবার পরও আজ এত ক্ষয়-ক্ষতি হবার পিছনে বা ভবনের কার্যক্রম চলমান থাকার অন্যতম কারণ উক্ত রাজনৈতিক পরিচয় !

আমি এটাই বিশ্বাস করি।



৩০ হোক বা ৩০০ জন এর মৃত্যু হোক, এই ক্ষয়ক্ষতির পিছনের সেই দুর্নীতি কি তদন্ত করা হবে ? গার্মেন্টস মালিক, বিল্ডিং মালিক এবং বিল্ডিং নির্মাণের অনুমতি দেয়া প্রকোশলিরা/পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কি দোষী সাব্যস্ত হবেন ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

সমস্যাটা কী? বলেছেন: আসলে এই মর্মান্তিক ঘটনার পর কিছুই বলার নাই

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

শঙ্খবীর মর্ম বলেছেন: :( :( :(

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

পথহারা সৈকত বলেছেন: রানার কোন চুলই কেউ ছিরতে পারবে না বলে মনে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

শঙ্খবীর মর্ম বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.