নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

না ভালোবাসা না মনে রাখা

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

হ্যাঁ, সেরকমই তো কথা ছিলো, না কী?



আমি বলেছিলাম, ধানমন্ডি সাতাশ

না, ছবির হাঁট, তুমি বলেছিলে

কেন আরণ্যক নই, দুজনেই বলেছিলাম।



তারপর আমাদের আরণ্যকে দ্যাখা হবারই তো কথা ছিলো

ট্রান্সপোর্ট এ খালার ময়লা কাপে তৃপ্তির চা চুমুক

তোমার ধানমন্ডির চা-বারে ও যে সুখ আমরা খুঁজে পায়নি

তারপর মেহের ভাইয়ের সাথে একটু দ্যাখা করার কথা ছিলো

কত কত দেখি না। আচ্ছা বল তো কতদিন হতে পারে, মেহের ভাই

নিশ্চয় মুক্তমঞ্চে একটা অনুষ্ঠান থাকবে, চলো

তার আগে সন্ধ্যাটা আমাদের সবুজের সমুদ্রে পার করি

আলী ভাইকে পরে ফোন দিই, সে জাম্বুরা তলায় আসবে



কী বললে, এখন তোমার ময়লা কাপে চুমুক দিতে ঘেন্না হয়!

কী? অই কাপে রিক্সালারা চুমুক দেয়?



বাহ ভালো তো। আমার আবার কেএফসিতে এলার্জি। পিজ্জাহাটে ঢুকলেই বমি চলে আসে

আমি আবার একটু অল্ডিষ্ট। তুমি তো প্রায়ই বলতে।

ভুলে গিয়েছিলাম।

তবুও বলি। শোন, আমাকে ভালো তোমার বাসতে হবে না

শুধু মনে রেখো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

আমিনুর রহমান বলেছেন:




পাঠে ভালো লাগা +++



তবুও বলি। শোন, আমাকে ভালো তোমার বাসতে হবে না
শুধু মনে রেখো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.