নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

জীবন শুধুই ঝরা পড়া বকুলের

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

জীবন একদিন হয়ে উঠতে পারতো অন্য রকম
হয়ে উঠতে পারতো অন্য কারো জীবন
খুব ভোরে ঝরা পড়া বকুলের জীবন হয়তো হতে চেয়েছিলো

জীবন হয়ে উঠেছিলো নিঃশর্ত আত্মসমর্পণের, মানুষের
যারা চীৎকার করে শুধু আনন্দকেই উপভোগ করার সামর্থ্য রাখে
হাসির পরের নীরবতা ভাগাভাগি করতে গিয়ে আঁতকে উঠে
সঙ্গম নিরত দম্পতির মতন লেপ্টে থাকা অনাবশ্যক বেদনায়
কঁকিয়ে উঠে আর সবই ভাগ্য বলেই চালিয়ে দেয় নির্লজ্জের মতন।

একটা জীবন আর আর জীবনের মত হলে খুব কী ক্ষতি তাতে?
যদি কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার বুক চিরে অভিমান ভুলে তোমার ফিরে আসা দেখতে পেতাম
যেমন একদিন চান্নি পসর রাইতে তুমি চলে গিয়েছিলে
আর ভেবে উদ্বেলিত হয়েছিলাম চলে যাওয়া মানেই তো ফিরে আসা বিপরীত দিক থেকে

জীবন হবার কথা ছিলো শেষ বিকেলের, ফুল ও পাখির, ঘাস ফড়িঙের
জীবন হয়ে উঠলো মানুষের; যারা বিয়োগ ব্যথায় কাতর হয়ে পড়ে
প্রতিবার সম্ভোগের প্রাক্কালে সাবেক হওয়া প্রেমিকার কথা ভেবে ভেবে নিস্তেজ হয়ে পড়ে

জীবন হতে চেয়েছিলো মাঝরাতে শান্তিপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের হুইসেলের
রেললাইন ধরে কুয়াশায় মিলিয়ে যাওয়া অচেনা ছায়ার
জীবন হয়ে উঠলো মানুষের; যারা মৃত্যুর পরও ভালোবাসার জন্যে তৃষিত থাকে
প্রথমবার যেদিন হরমোন সিক্রিয়েশনের ক্লান্তিতে বেশ্যার বুকে ঘুমিয়ে পড়েছিল
সেদিন ভালোবাসা এসে ধরা দিয়েছিলো
ভালোবাসা বুঝে ওঠার আগেই বিদায় নেয়

আর মানুষের জীবন হয়ে উঠলো ভালোবাসার জন্যে তৃষার্ত একেলা ডাহুকের।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ স্নিগ্ধ এক কবিতা ভ্রাতা +

শুভকামনা :)

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.