নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

প্রভুর প্রার্থনাঃ তুমি না চাইলেও, জগতের সকল প্রাণী সুখী হোক

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:৫৮

(লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে)

হায়! ঈশ্বর! এতো মৃত্যু দিও না
শেষমেশ তোমার সদাজ্ঞাবাহী যমদূত ও না অনীহা প্রকাশ করে
তোমার অসম্মান হবে তাতে
জানোই তো ইসরাইলীরা তোমার মান্না সালওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল
হায়! ঈশ্বর! দয়া করে এতো মৃত্যু দিয়ো না
শেষে তোমার অস্তিত্বই সঙ্কটাপন্ন হয়ে উঠতে পারে
যদি এতো এতো মৃত্যুতে তোমার গুণকীর্তনের কেউই অবশিষ্ট না থাকে
দোহায়! ঈশ্বর! এতো মৃত্যু কাম্য নই
শেষতক তোমার শৃঙ্খলিত রাজ্যে বিদ্রোহ দেখা দিবে
জানোই তো অত্যাচারী রাজা চির অধঃপতিত
ফ্রাংকেইনস্টাইনের সৃষ্টিই দানব হয়ে উঠেছিল

হায়! ঈশ্বর! কেন এত মৃত্যু দাও
কোন শিল্পীকে তো তাঁর শিল্পের বিনাশ ঘটাতে দেখি না
একমাত্র ক্ষ্যাপাটে শিল্পী ছাড়া
তোমাকে তোমার শিল্প পাগল ঘোষণা করতে পারে
তোমার রাজ্যের বিস্তার রোধ হবে
তোমার নাম পবিত্র বলে মান্য হবে না

এতো এতো মৃত্যু দিও না, ঈশ্বর
তোমার মহান নামের অগৌরব হবে

আমরা একমাত্র তোমারই আরাধনা করি
এবং শুধুমাত্র তোমার কাছেই অনুগ্রহ যাচনা করি, প্রাণনাথ
তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য আইসুক
তুমি না চাইলেও, জগতের সকল প্রাণী সুখী হোক।
(আমীন)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.