![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ কোন কবিতা নয়
এ শুধু ভালবাসার কথা মালা
তুমি যে আমার সবটুকু প্রিয়
কে্উ না জানুক, জানেন খোদা-তালা।
**********************************
থেমে যেতে পারে চোখের পলক
ফুরিয়ে যেতে পারে তোমার রূপের ঝলক
ফুরাবেনা শুধু এ বুকের ভালবাসা
ঠিক যেমন জীবনের জন্য নিস্বাস।
**********************************
আমার মাঝে আমাকে খুজে
খুজে পাই শুধু তোমাকে
আমি কি তবে শুধুই ফানুশ
ভালোবেসে মিশেছি তোমাতে।
**********************************
আমার স্বপ্ন আমার বাস্তব
আমার সবকিছু যত
তোমার ভালবাসায় মিশিয়া গিয়াছে
আমার সকল আমিত্ব।
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫
সপ্নীল বলেছেন: লেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্য এবং শুভকামনার জন্য। সময় সুযোগ কম তবে ব্লগে আসি মাঝে মাঝে পাঠক হয়ে পাঠ করি শুধু। পোষ্ট দেবার মত যোগ্যতা আমার খুব একটা নেই, তাও মাঝে মাঝে এলোমেলো কথা লিখবো ভাবছি।
ভালো থাকুন নিরাপদে থাকুন।
২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: যা হয় কিছু দিয়ে একটি পোস্ট করুন। আমাদের সাথে সম্পর্কটা তো গড়ে উঠুক!
অনেক ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য।
ভাল থাকুন।
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
সপ্নীল বলেছেন: আবারও ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮
ধ্রুবক আলো বলেছেন: লেখা খুব সুন্দর হয়েছে, আশা করি লিখে যাবেন প্রতিনিয়ত।
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
সপ্নীল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন অনেক অনেক।
৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক চমৎকার ভালোবাসা ও স্বপ্নের কথামালা।
শুভেচ্ছা জানবে।
অনেক শুভকামনা।
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সপ্নীল বলেছেন: অফুরান ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন নিরন্তর।
৫| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
কানিজ রিনা বলেছেন: ভাললাগল
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সপ্নীল বলেছেন: ধন্যবাদান্তে আপনার ভাললাগাটুকু কুড়িয়ে নিলাম। ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: ৫ বছর পর পোস্ট দিলেন!!
ভাল খবর।
এখন থেকে নিয়মিত হন।
শুভকামনা রইল।
কবিতায় ++++।