নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল

স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল › বিস্তারিত পোস্টঃ

বোধহীন আমি

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

দিনে দিনে আমি ভাবাবেগশুন্য হয়ে যাচ্ছি
আমার চারপাশে ঘটে যায়
হাজারটা ঘটনা
আমাকে স্পর্শ করেনা কিছুই।

ডাস্টবিনে কাকের বদলে ছিন্নমুল শিশু
কাকের আহারে ভাগ বসায় আমার ভাই কিংবা বোন
গায়ে আলখেল্লা পরে ভন্ডের দল সাজে মোল্লা পুরূত যিশু।

শকুনীর খোজ পাইনা সারা আকাশ জুড়ে
আমরাইতো শকুন হয়ে গেছি
খুজে খুজে সব শকুন খাওয়া হয়ত শেষ
আমরা যখন শকুন নিশ্চই রাখবনা কিছু আর অবশেষ।

কুকুরের চেয়ে আমরাই এখন বেশি ঘেউ ঘেউ করি
সভা সেমিনার করে নিজের জাত চেনাতে ব্যস্ত
কোথাও কোন সহনশীলতা নেই
পকেটের হিসাবটা কিংবা ভাগের কড়িতে কমতি হলেই
কুকুর হতেও দ্বিধা নেই।

দিনের আলোয় আমার বোনটি শিক্ষালয়ে
যেতে কেঁপে উঠে,
শিক্ষালয়ে এখন আর শিক্ষক কিংবা ছাত্র থাকেনা
কিছু পশুও থাকে, আর ঐসব পশুরা
উৎ পেতে থাকে আমার বোনের দিকে
আমার মায়ের দিকে
হায়ানারাও দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই
মানুষরূপী হায়ানাদের ভয়ে।

আমার চারপাশে যিশুরা ঘুরে
আমার চারপাশে কুকুর ঘুরে
আমার চারপাশে শকুনীরা উড়ে
হায়ানারা হাত তুলে দেখায় হিংস্র থাবা

কিছুই বলতে পারিনা, কিছুই করতে পারিনা
তুলে দিতে পারিনা এক মুঠো অন্ন ঐ শিশুটির মুখে
খুলে দিতে পারিনা ঐসব মোল্লা পুরূত যিশুদের মুখোশ
বাচাঁতে পারিনা শুকুনীর হাত থেকে আমার মাকে কিংবা মাটিকে
করতে পারিনা শিক্ষাংগনকে পশুমুক্ত

আমি নির্ভার
নির্লিপ্ত যাপন করছি আমার জীবন
হয়ে গেছি প্রতিক্রিয়াহীন
হয়তোবা আমিও কুকুর কিংবা হায়না প্রজাতির।
**********************************************************************************************************************

পাদটীকা : এটা একটা রিপোষ্ট।২০১১ সালে লিখা কিছু কথা মালা, খুব প্রাসংগিক মনে হচ্ছে আজকের এ দিনে, ১ম শ্রেনীর একটি শিশু যখন কিছু পুূরুষ রুপী হায়েনার হাত থেকে, দাওয়াত করে নিয়ে যেখানে ধর্ষণ করা হয় আমার বোনদের, মেয়ের ধর্ষনের বিচার চেয়ে প্রতিকার না পেয়ে যে সমাজে বাবা মেয়ে একসংগে আত্মহত্যা করে, সে সমাজে কি আসলেই কোন বোধ আছে আমাদের?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:০১

ধ্রুবক আলো বলেছেন: আসলেই আমরা বোধহীন হয়ে পড়ছি।
খুব লজ্জাজনক এ জাতির জন্য

১৮ ই মে, ২০১৭ রাত ১০:২২

সপ্নীল বলেছেন: জাতির লজ্জার মাসুল দিচ্ছে আমাদের চারপাশের অবহেলিত জনগণ। সমাজের বিচারহীনতাই আমাদের এ বোধহীনতার জন্য দায়ী। প্রতিটি ঘটনার সুস্ঠ বিচার হলে সমাজের অপরাধ প্রবনতা অনেক কমে যেত।

ধন্যবাদ, ভাল থাকুন নিরাপদ থাকুন।

২| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

মুমু পাখি বলেছেন: এই বোধহীনতার মূল্য আমরা প্রতিনিয়ত দিচ্ছি কিন্তু অনুভব করিনা ততক্ষন যতক্ষন নিজের সাথে হচ্ছে।

১৮ ই মে, ২০১৭ রাত ১০:২৩

সপ্নীল বলেছেন: একদম ঠিক কথা বলেছেন, আমরা ততক্ষন এ অনিয়ম আর অনাচার বুঝি না বা বুঝতে চাই না যতক্ষন না আমার নিজের কারো সংগে এটা ঘটছে।

ধন্যবাদান্তে ভাল থাকুন নিরাপদ থাকুন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই লেখাটা বেশ কয়েকজন চুরি কিরেছে!!!

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

সপ্নীল বলেছেন: ধন্যবাদ
তাই নাকি ভাই, আমার লেখা তো চুরি করার মত কোন লেখা না, আপনি কোথায় দেখেছেন। লিন্ক দিতে পারবেন কি?
ভাল থাকুন নিরাপদ থাকুন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন:

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

সপ্নীল বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই। আমি তো কখনো ওভাবে ভাবিনি যে আমার মত চুনোপুঠির লেখাও কেউ কপি/চুরি করবে। আপনি তো দেখি ব্লগে চোর ধরার মেশিন। সামু ব্লগের উচিৎ কিছু সার্চ এলগোরিধম বের করা যা যে কোন পোষ্ট করার আগে ডাটাবেজ এ খুজে দেখবে সিমিলার লেখা কেউ এর আগে প্রকাশ করেছে কিনা। এ ক্ষেত্রে আপনার পরামর্শ ওনাদের কাজে লাগতে পারে।
যদিও বিষয়টা সহজ না, তাছাড়া চোর পাহাড়া দিয়ে রাখা যায় না বিশেষ করে লেখালেখিতে।

অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকুন নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.