![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপি চুপি কাছাকাছি
মনে মনে কানামাছি
স্বরচিত গান
ভালবাসি অফুরান
হাতে হাত পাশাপাশি
আনমনে খুনশুটি
পায়ে পায়ে গুটি গুটি
আলতো ছোঁয়ায় ছুঁয়ে
খুব বেশী ভালবাসি।
তুমি আমি আমি তুমি
পথের প্রান্ত ছাড়ি
ফুলেল মেঠোপথে
ভালবাসা গড়াগড়ি।
এই আমি এই তুমি
বিনা তারে কথা বলি
টেলিপ্যাথি মনে মনে
প্রজাপতি মধুবনে
গুনগুন রিনঝিন
বুকের মাঝে বীণ
ভালবাসা সুর তুলে
বেজে চলে নিশিদিন।
২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
সপ্নীল বলেছেন: ধন্যবাদ কাব্যিক সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন নিরাপদ থাকুন।
২| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা 'ভালবাসার' চমৎকার একটা অনুরণন রেখে গেল।
কবিতায় ভাল লাগা + +
২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
সপ্নীল বলেছেন: ধন্য আমি আপনার মত লেখক আমার ব্লগবাড়িতে এসে মন্তব্য করেছেন। ভাল থাকুন নিরাপদ থাকুন।
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ, একেবারে হৃদয় ছুয়ে গেল। মনে হলো যেন আমি ওকে নিয়ে গ্রামের মেটো পথে হাটছি আর রাস্তার ধারে প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে।
..................ভালোলাগা জানিয়ে গেলাম
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২২
সপ্নীল বলেছেন: সুন্দর সাদা কথায় সাদা মনের মন্তব্য।প্রজাপতি গিয়ে বলুক আপনার ওকে আপনার ভালোলাগার অনুভুতি।
ধন্য আমি, ভাল থাকুন নিরন্তর।
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: সপ্নীল ,
সুন্দর একটি ছড়া ।
ভালোবাসা এমনি করেই সুর তুলুক নিশিদিন ।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩
সপ্নীল বলেছেন: অফুরান ধন্যবাদ এলোমেলো কথামালায় সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকুন নিরাপদ থাকুন নিরন্তর।
৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সপ্নীল বলেছেন: ধন্য আপনার ভাললাগায়। ভাল থাকুন নিরাপদ থাকুন।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার ছড়া।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাতে হাত পাশাপাশি
হয় যদি খুব ঠাসাঠাসি
হোলই নাহয় ঘেঁষাঘেঁষি
এইতো ভালবাসাবাসি।
ভালো লাগা রেখে গেলাম। সুন্দর।