![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পায়েতে নুপুর তোর
বুকেতে বাজে মোর
রিনঝিন অবিরত
সকাল দুপুর।
আবিরে রাংগানো ঠোট
দিলেতে লাগিছে চোট
ফেরাতে আঁখি।
তব পানে চেয়ে বুঝি
চাঁদ গেছে চুরি
তোমাকে সুর্য ভেবে
আমি তাই ঘুরি।
শাড়ি পড়ে আজ
কেন এত লাজ
লাগছেতো অপরূপ সুন্দরী
কি যে বলো ধুর ,
এ তো বহুদুর, বাধেনা কিছুতে তাই
লাজে মরি ধুত্তরি।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
জাহিদ অনিক বলেছেন:
লাজে মরি ধুত্তুরি !
বাহ !
প্রেম কাব্য !
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
সপ্নীল বলেছেন: ধন্যবাদ ধুত্তুরি !! অনেক অনেক ভাললাগা আপনার মন্তব্যে রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল