![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে সামাজিক মিডিয়া
তুমি মোরে করেছ অসামাজিক
ঘরের কোনে খুপরিতে বসিয়া
আমি করি সব সামাজিক কাজ
কয়েক ইন্চি মনিটরে আমার সমাজ সামাজিকতা
ছবি সুন্দর?
লাইক
তেল মারতে হবে ?
কমেন্ট!
মারা গেছে?
আমিন!
দোয়া চাই?
আমিন!
আমার পক্ষের কথা?
হক কথা!
আমার বিরুদ্বে কথা?
রাবিশ!
উহ.. আহ,,, এটা হলো উটা হলো
সমাজ ভেসে গেল
আমি হেন তুমি তেন
সমাজের সামাজিকতা এখন
লাইক কমেন্ট আর আমিন
চার দেয়ালের মনিটরে সীমাবদ্দ
হে সামাজিক মিডিয়া
তুমি মোরে করেছ অসামাজিকতায়া আবদ্দ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২
সপ্নীল বলেছেন: জী ভাই, অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: চরম সত্যি কথা । আজকাল আমরা সবাই লোক দেখানো কাজ করি । কেউ যখন বলে খারাপ আছি তখন কিছু মুহূর্তে আগে দেয়া হাসি মাখা ছবি দেখে হতবাক হ ওয়া ছাড়া কিছু করার থাকে না ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
সপ্নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে। লোক দেখানোর জন্য আমরা এখন বের হই না দেখা করি না, মনিটরে বসে সামাজিকতা শেষ করে দেই। ব্যাতিক্রমও আছে তবে সংখায় খুব কম।
ভাল থাকুন নিরাপদ থাকুন।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: একদম ঠিক বলেছেন । আমি অনেক কষ্টে ফেসবুকের নেশা ছাড়তে সক্ষম হয়েছি । গল্পের আসরে আজকাল অধিকাংশ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
সপ্নীল বলেছেন: আবারও ধন্যবাদ।সহমত আপনার কথায়। ভাল থাকুন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
ত্রিকোণমিতি বলেছেন: কবি নিরব
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
সপ্নীল বলেছেন: ধন্যবাদান্তে আমিও নিরব!! ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
আবু তালেব শেখ বলেছেন: মিডিয়া এখন সানি লিয়নির কব্জায়