নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল

স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য-৩৬

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩


কাছে আসলে পথের দূরত্ব কমে
দূরে গেলে কমে মনের দূরত্ব।

কাছ থেকে তোমাকে দেখি ভাবার সময় কই
দুরে গেলে তাই ভাবনার সময়টুকু পাই শুধু তোমাকেই।

কাছে থেকে মন যতটা না ছোঁয়া যায়
দুর থেকে তারও বেশি মন ছুঁয়ে রয়।

মন থেকে মনের দূরত্ব পৃথিবীতে সবচাইতে কম
তোমার জন্য ভালবাসা তাইতো সমগ্র পৃথিবীসম।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর অনুকবিতা ।+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

সপ্নীল বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। আমার একজন প্রিয় মানুষের ছবি আপনার প্রোফাইলে। ভাল থাকুন নিরন্তর।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

কামরুননাহার কলি বলেছেন: কাছে আসলে পথের দূরত্ব কমে ।

হাহাহহাহা ভাইয়া বুঝলাম না
আচ্ছা বুজাতে হবে না ।
জাস্ট মজা করলাম
হুম তবে কবিটাটি কিন্তু হেব্বি হয়েছে। ভাইয়া। +++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

সপ্নীল বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। এ পথ পায়ে হাটা পথ নয় আপু, এ পথ কাছে আসার পথ।এ দুরত্ব যারা কাছে নেই তারাই বুঝে!!
ভাল থাকুন নিরাপদ থাকুন নিরন্তর।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

মোঃ কবির হোসেন বলেছেন: বাহ, অন্য রকম তো!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

সপ্নীল বলেছেন: অনেক ধন্যবাদ কবির ভাই। ভাল থাকুন নিরাপদ থাকুন সদা সর্বদা।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

করুণাধারা বলেছেন: ভাল লাগল।+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

সপ্নীল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন নিরাপদে থাকুন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

সপ্নীল বলেছেন: আপনার মত ব্লগার আমার ব্লগবাড়িতে মন্তব্য সহ। ধন্য আমি, ভলো থাকুন নিরাপদ থাকুন।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

জাহিদ অনিক বলেছেন: নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

সপ্নীল বলেছেন: আপনি আমার পোস্টে পড়েছেন এবং মন্তব্য করেছেন!! আমি ধন্য আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.