নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল

স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

সপ্নীল › বিস্তারিত পোস্টঃ

আমি কিছু বলি নাই!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

শুনো হে বাংলার জনগন
নতুন এক শিক্ষক এসেছে এ বাংলাায়
এসেছে নতুন বাণী
সহনশীল মাত্রায় খাও ঘুষ
ঘুষ খেতে গিয়ে হইও না বেহুস।

সহনশীল মাত্রায় করো চুরি
খুব বেশি বাড়িও না ভুরি
আমাকে দেখে শেখো
সব চুরি করো না কিছুটা আমার মত রেখো।

পরীক্ষায় প্রশ্ন ফাঁস কেন এত কথা?
উত্তরতো করিনা ফাঁস!
বেকুব মুর্খের দল বুঝিল না এটা।
তোমাদের কথা শুনে আমি শুধু হাসি
আহারে বেচারারা কষ্ট করে উত্তর লিখে
ওটাই তো অনেক বেশী।

শিক্ষিত হতে হলে শিখতে হবে ভাই
এনালগ এ কথার আজ কোন দাম নাই
ডিজিটাল মন্ত্রী আমি ডিজিটাল যুগে
শিক্ষিত নয়রে ভাই! শিক্ষার হারটাই আগে।

এর পরেও যদি বুঝতে না পারো
আগামি শিক্ষাবর্ষে করিব যোজন
চুরি বিদ্যা ঘুষবিদ্যা শিখিবার পঠন
শিখিও তোমরা সবে করিয়া যতন।












মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভাই। আমরা ধন্য যিনি এমন অমৃত বাণী দিয়েছেন। ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

শামীম জিপসী বলেছেন: এগিয়ে যান ভাই!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভাই। ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন?

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

নাদিয়া রহমান চুমকি বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সপ্নীল বলেছেন: ধন্যবাদ আপু ..

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভাই। ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

সাইন বোর্ড বলেছেন: তার মানে কি স্লিম ঘুষখোর হওয়ার কথা বলছে ?

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সপ্নীল বলেছেন: এইতো ভাই বুঝদার মানুষকে বুঝিয়ে বলতে হয় না। ঠিক ধরেছেন, উনি স্লিম ঘুষখোর বানানোর দায়িত্ব পেয়েছেন।
ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন?

ধন্যবাদ ভালো থাকুন।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

আখেনাটেন বলেছেন: চারিদিকে যখন অনিয়মই নিয়মে পরিণত হয়, তখন মন্ত্রী-টন্ত্রীরা একটু-অাধটু ভুল বকলে বাচ্চাদের মুখ ফুলিয়ে থাকা উচিত না। :(

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সপ্নীল বলেছেন: জী ভাই ঠিক বলেছেন। এ জন্যই তো ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন? আর চুরি বিদ্যা ঘুষ বিদ্যা সিলেবাসে চাই ...

ধন্যবাদ ভালো থাকুন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নূর-ই-হাফসা বলেছেন: ওনি কিভাবে এই কথা টা বললেন ভাবতেই অবাক লাগে । কয়েক বছর ধরে মারাত্মক আকারে প্রশ্ন ফাঁস হচ্ছে । আজকাল কেউ ভালো রেজাল্ট করলেও মনে সন্দেহ জাগছে অনেকেরি ।
কবিতা টা সুন্দর হয়েছে

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সপ্নীল বলেছেন: ধন্যবাদ আপু। সন্দেহ করে কোন লাভ নেই, কাগজে কলমে তো উনি জাতিকে শিক্ষিত করে তুলছেন সব গোল্ডেন প্লাস দিয়ে...সব চেয়ে মজার ব্যাপার হল, আমরা সবাই বুঝতে পারছি উনি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধংসের পথে নিয়ে যাচ্ছেন, তার পরেও ওনারা ভাল তবিয়তে !!
ভাল থাকুন...

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আখেনাটেন বলেছেন: এ জন্যই তো ভবিষ্যতে উত্তর পত্র ফাঁস চাই ওনার কাছে কি বলেন? আর চুরি বিদ্যা ঘুষ বিদ্যা সিলেবাসে চাই ... -- মন্দ বলেন নি। যেভাবে শুরু হয়েছে তাতে অনাগত দিনে এই সব থাকলেও অবাক হওয়ার কিছু নেই। বাচ্চারা তালিয়া বাজাও। ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

সপ্নীল বলেছেন: জী ভাই তালিয়া বাজানো ছাড়া এ জাতির আর কিছু করার নাই আপাতত....

ধন্যবাদ, ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.