![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা দিবস খুঁজো
এটি এক ব্যাবসা আজি ,পন্য সে কি বুঝো?
মাকে ভালবাসতে কেন লাগবে একটি দিন
মা কি আমায় ভালবাসে শুধু একটি দিন?
নাড়ী ছেড়াঁর পর থেকে সেই মায়ের ভালবাসায়
নিত্য দিন হচ্ছো বড়, মায়ের মমতায়।
বাবা তোমার হাতটি ধরে সেই ছো্ট্ট থেকে
করছে বড় দেখে শুনে দিনটি নাহি গুনে
নিজের শখ দেখেনি সে তোমার আমার তরে
আজকে তুমি বেশ শিখেছ ভালবাসো একটি দিনে!
দুটি প্রানের একই সুরে হয় যে ভালবাসা
তাকে নিয়েো করছে আজ
বণিক শ্রেনী ব্যাবসা।
দিবস মানে ব্যাবসা অতি বুঝে বণিক শ্রেনি
বুঝলাম না আমরা শুধু হুজুগ মানব শ্রেনি।
তোমার আমার ভালবাসার দিবস নিয়ে খেলে
তেলের মাথায় তেল ঢালছি উঠছে তারা ফুলে।
মা নিয়ে আজ ব্যাবসারে ভাই, বাবা, প্রিয়জন
আসবে আরো নি্ত্য নুতন দেখতে থাকো মন।
ভালবাসতে চাই না কোন বিশেষ দিনক্ষণ
চাই শুধু ভালবাসার মত একটা মন
দিবস রজনী ছাড়িয়ে তবেই সে ভালবাসা
করে নেয় দুটি প্রান অতি আপনজন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সপ্নীল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন নিরাপদ থাকুন।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
বরফ গলা তুষার বলেছেন: Vai Akta Informetion Deben ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
সপ্নীল বলেছেন: কি ইনফরমেশন ভাই?
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
বরফ গলা তুষার বলেছেন: Prothom patay ki lekhar sujug sobsr hoy !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সপ্নীল বলেছেন: না ভাই, আমি যতটুকু জানি, আপনাকে সেফ ব্লগার হতে হবে প্রথম পাতায় লেখা প্রকাশের জন্য। নতুন ব্লগার হলে কিছুদিন অপেক্ষা করতে হয় তবে ভালো লেখা লিখতে থাকলে হয়ত দ্রুত প্রথম পাতায় প্রকাশ পেতে পারে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন।