![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !
কবিতার খাতাটা শুন্য ! ওখানে অলস আঁকিবুঁকি নেই, জীবনের রঙ নেই !
বিষাদের গল্পেরা ঘুমিয়ে আছে ! ছিন্ন সূতার নানা রঙের ঘুড়ি পিছু নেয় উড়ন্ত মেঘবন্ধুর !
হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার !
নীল ঘুড়িটা তোমায় দিলাম , ওটা তোমায় অপ্রাপ্তির গল্প শোনাবে !
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প !!
তোমায় শোনাবে অন্ধকার গিলে রাত্রি জয়ের গল্প ,!
বোকা গিটারের সুরের আস্ফালন আর অপেক্ষার নিদ্রালু গল্প !!
হাওয়া জলে একাকার লাল ঘুড়িকে পাঠিয়েছি গ্রীক দেবতার প্রেমের গল্প শুনে আসতে ।
সেই প্রেমিকের গল্প যার রক্তে লাল হয়েছে গোলাপ !
শুনে আসবে শব্দ বুনটের ঝর্ণাজলের গান , অরব অপেক্ষার দিনলিপি আর শব্দহীন জোছনার ব্যথিত প্রিয় সুর ।
নিয়ে আসবে বিশুদ্ধতম বিশ্বাস সাথে রবে পুষ্পবতীর চোখের অতলান্ত রাত্রিক্লান্ত সুর !
হলুদিয়া ঘুড়ি যাবে পালকের দেশে ! ঘাসফড়িঙের ডানার যন্ত্রণা ওর সঙ্গী !
যখন ফিরে আসবে সঙ্গে থাকবে আলোকিত সূর্যরেখা আর সোনালী পালকের পাখির দল ! জলতরঙ্গ থেকে খুঁজে নিয়ে আসবে আদি জ্ঞানের মুক্ত শিকারীর দল !
ওরা গাইতে থাকবে ব্যর্থ হৃদয়ের পূর্ণতার জয়গান সাথে থাকবে প্রিয়তমা নীলকন্ঠী আর টকটকে রক্তকরবি !
উৎসর্গঃ এই পোষ্টটি ব্লগার শ্রাবণজল আপুকে উপহার দিলাম ! ঘুড়িগুলো ও তার সাথে ঘুড়িগুলোর ভাবনা গুলো ও এখন তার সম্পত্তি !
১৬ ই জুন, ২০১৩ রাত ১:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ একজন আরমান ভাই ! দুইজন কবে হবেন ?
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ!!! দারুণ!!
১৬ ই জুন, ২০১৩ রাত ১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ! শুভকামনা সবসময়ের !
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪
বটবৃক্ষ~ বলেছেন: ৩য় এবং অনেক অনেক ভালোলাগা .....
তাহলে কবিতার খাতা ছিড়ে এখন ঘুড্ডি বানানো হচ্ছে!!
তাই তো বলি কবির কবিতা এতো দেরিতে পাচ্ছি কেন!!
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ ! ভালোলাগা আনন্দের সাথে গৃহীত হলো !
হুম কি আর করা ঘুড্ডি বানানো ছাড়া কিছু করার পাচ্ছিলাম না !
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৬
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কঠিন !!!
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রতিবাদীকন্ঠ০০৭ !
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। শেষ স্তবকটা বেশি সুন্দর।
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ! ভালো থাকুন !
৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৯
বোকামন বলেছেন:
ওয়াও !! খুব সুন্দর সম্মানিত স্বপ্নবাজ অভি,
অবশ্য আপনি সবসময়ই খুব ভালো লিখেন।
৬ষ্ঠ্য ভালোলাগা।
অনেক অনকে ভালো থাকুন :-)
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: উচ্ছ্বসিত ভালোলাগা মন্তব্যে বিব্রত বোধ করছি বোকামন ! ভালো থাকা হোক প্রতিটা ক্ষণ !
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর , শিরোনামে ভাল লাগা ।
১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের !
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৭
মায়াবী ছায়া বলেছেন: বোকা গিটারের সুরের আস্ফালন আর অপেক্ষার নিদ্রালু গল্প !!
.......সুন্দর লিখেছেন ।
১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া ! আমার ব্লগ বাড়িতে স্বাগতম ! শুভকামনা সবসময়ের !
৯| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৫
একজন আরমান বলেছেন:
আগে চাকরি তো পাই রে ভাই।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ওক্কে !
১০| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২১
মামুন রশিদ বলেছেন: নীল-লাল-হলুদ রঙের ঘুড়ির মীথ-কবিতা দারুন লাগলো ।
অনেক অনেক ভালোলাগা+++
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প
হাওয়া জলে একাকার লাল ঘুড়িকে পাঠিয়েছি গ্রীক দেবতার প্রেমের গল্প শুনে আসতে ।
এই দুটি লাইন কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। জানিনা আমার বোঝার ভুল হতে পারে তবে মনে হয়েছে কবি এখানে মনোনিবেশ করতে পারেন নাই।
তবে তোমার লেখার মানের কারনে কবিতাটি তার গুন ধরে রাখতে পেরেছে। কিছু কিছু স্থানে বিরাম চিহ্ন ব্যবহার করলে আরও চমৎকার হবে।
অন্ধকার থেকে মনের গহীনে ইচ্ছে ঘুরিগুলো এভাবেই আলোকিত হয়ে উড়ুক এই কামনা রইল।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী অথর্ব ভাই ! মনযোগ দিয়ে পড়েছেন বুঝা যাচ্ছে , তাই অসঙ্গত মনে হয়েছে ! আমার অবচেতনমনের লাইন দুটা ব্যাবহারের কিছু ব্যাখ্যা আছে ! আপনার কল্যাণে সে সুযোগ পাচ্ছি !
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প ! নীল ঘুড়িটাই তো ! নীল বিষাদের রঙ ! নীল পদ্ম খুবই দুর্লভ প্রকৃতির আকর্ষনীয় একটি ফুল ! একবার ভাবুন আপনার প্রিয়তমা জেদ করলো তার ১০১ টা নীল পদ্ম লাগবে ! আপনি খুঁজে খুঁজে ফিরে এসে দেখেন সেই নেই , বিষাদের রং নীল ঘুড়ি তাই শোনাবে অন্ধকার গিলে রাত্রি জয়ের গল্প !
হাওয়া জলে একাকার লাল ঘুড়িকে পাঠিয়েছি গ্রীক দেবতার প্রেমের গল্প শুনে আসতে । জানেন তো গ্রীক পূরানে প্রেমের দেবতার নাম এরিস ! ভালোবাসার জন্য আত্নত্যাগের স্বরুপ হয়ে এরিসের রক্ত পড়েছিল শুভ্র গোলাপের উপর ! সেই থেকেই লাল গোলাপ ভালোবাসার প্রতীক ! ঐ দেবতা পর্যন্ত যেতে হলে কয়টা আসমান পার হতে হবে একবভার ভাবুন হাওয়া জলে একাকার হবেনা কেন? যেহেতু লাল ভালোবাসার রঙ তাই এখানে সমাপ্তিতে নিয়ে আসবে বিশুদ্ধতম বিশ্বাস সাথে রবে পুস্পবতীর চোখের অতলান্ত রাত্রিক্লান্ত সুর !
আপনার জন্য শুভকামনা সবসময়ের !
১২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর লেখা - ভাল লাগছে পড়ে
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ! শুভকামনা সবসময়ের !
১৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার !
অত্যন্ত সুপাঠ্য।অসাধারণ লিখেছেন।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ! শুভকামনা সবসময়ের !
১৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২১
অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনাম চমৎকার !
ব্যথিত, সুতা, পুষ্পবতী, ব্যর্থ, হৃদয়ের --- বানান ঠিক করেন।
হৃদয়সংক্রান্ত এত সুন্দর লেখা লিখেও যদি হৃদয় বানানে সমস্যা থাকে তাহলে কেম্নে হবে
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! আপনার অপেক্ষায় ছিলাম ! ভুল বানান থাকলে বের হয়ে আসবে ! ব্যথিত, নিয়ে আমি নিজেই কনফিউসড ছিলাম , পুষ্পবতীর জন্য দুঃখিত , ব্যর্থ আপনার মত করেই লিখতে চেয়েছিলাম কিন্তু অভ্র রেফ নিতে চায়না , তাই য-ফলার পরে আকার দিতে বাধ্য হয়েছিলাম ! হৃদয়ের সমস্ত বানান সংক্রান্ত যন্ত্রণার জন্য অভ্র দায়ী , চেষ্টা করেও পারিনি ! আর সূতা ! আমি জানি এভাবেই ... আমাদের ডিজিটাল অভিধান মতে দুটাই লিখা যায় নাকি !
সত্যি বলছি আপনার অপেক্ষায় ছিলাম বানান গুলো ঠিক করার জন্য !
শুভকামনা সবসময়ের !
১৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮
IN THE NAME OF INNOCENCE বলেছেন:
ভালোবাসার কবিতা ভাল পেলাম। আসলে কাউকে খুব বেশী ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু জানি একদিন সুতা ছিঁড়ে আমার মনের সেই ঘুরি অন্যের জগতে হারিয়ে যাবে।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম নিস্পাপ সাহেব ! ধন্যোবাদ আপনাকে !
১৬| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: আমি নিজেও বানানে খুব একটা পটু না । তবে অনলাইনে পেলে ( আমাকে ফেবুতে পেলে ) কোনও বানান নিয়ে প্রব্লেম থাকলে নক করতে পারো । ঠিক করে দিব যদি ফ্রী থাকি সে সময় ।
byrtho > ব্যর্থ
hridoy >হৃদয়
pushpo >পুষ্প
এভাবে ট্রাই করলেই হবে অভ্রতে ।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: পুষ্প পেরেছি , বাকী দুটা শিখে গেলাম ! অনেক ধন্যবাদ আপু !
১৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ সাহেব !
১৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
আরজু পনি বলেছেন:
অনেক সুন্দর !
ঘুড়ির সাথে নিজেই ভাসতে লাগলাম
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন:
বলেন কি আপু ?? আমার ব্লগে আসার জন্য ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের !
১৯| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯
~মাইনাচ~ বলেছেন: ছোট কিন্তু খুব সুন্দর
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাইনাচ !
২০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১
অদৃশ্য বলেছেন:
ভাই অভি
বেশ ভালো লাগলো লিখাটি...
ব্যস্ততার কারনে এদিকে কম সময় দেয়া হচ্ছে... লিখতে থাকুন, পড়ে যাব...
শুভকামনা...
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! শুভকামনা সবসময়ের !
২১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।
লাল রক্তকরবি! রক্তকরবি লিখলে লাল বিশেষণ যোগ করার প্রয়োজন দেখি না। বিষেশনের দিত্ব্য ভালো লাগে না।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
আসলেই তো লাল বিশেষণ টা আসলেই দৃষ্টিকটু লাগছে !
বাদ দিয়ে দিচ্ছি !
২২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪
আমিনুর রহমান বলেছেন:
তোমার কবিতা পড়তে ইদানিং ভয় লাগে। মন্তব্য করার ভাষা খুঁজে পাই না।
বরাবরের মতই অসাধারণ ও অনন্য +++
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার মন্তব্যে বিব্রত বোধ করছি আমিন ভাই !
শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !
২৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭
একজনা বলেছেন: ্খুব সুন্দর। উড়ন্ত মেঘবন্ধুর পিছু নেয়া লাল নীল হলুদীয়া ঘুড়ির কবিতা ভালো লাগল।
ভালো থাকবেন।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ একজনা !
২৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর। +
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !
২৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৩
বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার অবচেতনমনের লাইন দুটা ব্যাখ্যা জেনে মনে হচ্ছে কবিতার সাথে একটা গল্প লিখলে মন্দ হতনা।
কবিতায় +++++
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দালাল সাহেব ! একটা কবিতা গল্পের চেয়ে কোন অংশে কম নয় ! হাজারটা ব্যাখ্যা হয় সাথে হাজারটা গল্প ! শুভকামনা !
২৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর !!!
একরাশ ভাললাগা।
+++++++
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব ! শুভকামনা সবসময়ের !
২৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৪
ওঁ বলেছেন: ++++++++++++++
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক গুলা + দেখি ! ধন্যবাদ !! ধন্যবাদ !!
২৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল ভাই।
ভাল লাগা জানবেন।
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুপম ! কষ্ট করে পড়ার জন্য !
২৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬
শুকনোপাতা০০৭ বলেছেন: ১০১টা নীল পদ্ম... অন্যরকম এবং অনেক ভালো লাগল
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ! শুভকামনা সবসময়ের শুকনোপাতা !
৩০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
রাইসুল নয়ন বলেছেন: ঘাসফড়িঙের ডানার যন্ত্রণা ওর সঙ্গী !
১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ধন্যবাদ নয়ন ভাই !
৩১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩
অবচেতনমন বলেছেন: নীল ঘুড়িটা তোমায় দিলাম , ওটা তোমায় অপ্রাপ্তির গল্প শোনাবে !
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প !!
অসাধারন, ভাললাগা রইল।
১৭ ই জুন, ২০১৩ রাত ২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের !
৩২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫
মাক্স বলেছেন: অসাধারণ!
অনেক ভালো লেগেছে!
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় মাক্স ! আপনার গল্প মিস করি ! তাড়াতাড়ি পোষ্টান !
৩৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০১
মাহতাব সমুদ্র বলেছেন: দুই বার পড়লাম। আমি কবিতা পড়ি। ভালো লাগলো। যেহেতু গ্রীক প্রেমের গল্প চলে এসেছে। আরেকট মনের খোরাক বাড়াতে পারতেন।।
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই ! পরবর্তী পোষ্টে মনের খোরাক বাড়ানোর চেষ্টা থাকবে !
৩৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩
শিপু ভাই বলেছেন:
সুন্দর সুন্দর শব্দমালায় অসাধারন ভাবের প্রকাশ!!!
খুব ভাল লাগলো কবিতা পাঠে!!!
+++++++++++++
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ! সুন্দর মন্তব্যের জন্য !
৩৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৩
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাই
১৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ বেশ ! ধন্যবাদ আপনাকে মিতা !
৩৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৫০
মুশাসি বলেছেন: সম্পূর্ণ সুন্দর
১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সবসময়ের !
৩৭| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪২
শ্রাবণ জল বলেছেন: আমি অসাধারণ শব্দটা খুব কম ইউজ করি।
বাট এই লেখাটা আসলেই অসাধারন হয়েছে ভাইয়া।
অরব কি নীরবের সমার্থক হিসেবে ব্যাবহার করেছেন??
১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শত জামেলার মাঝেও আমার ব্লগে আসার জন্য ! শুভকামনা থাকলো আপনার জন্য !
অরব ! শব্দটা লিখার সময় মাথায় ঘুরছিল অন্তহীন চাক্রিক একটা ব্যাপার স্যাপার ! কিংবা দীর্ঘ অপেক্ষা ! নীরব ও ভাবতে পারেন ! অরব অপেক্ষার দিনলিপি !
৩৮| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৮
তারছেড়া লিমন বলেছেন: বুঝতাছিনা হইছেডা কি সবাই এত্ত নীল লইয়া টানাটানি করতাছে কেনু......................কবিতা চখাম হয়েছে ভাই।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: নীলের লগে হলুদ আর লাল রেও টান দিসি !
ধন্যবাদ লিমন ভাই !
৩৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৮
চাচা মিয়া বলেছেন: অভি দা অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন। এত ছুটো কেন। আরও বড় করে লিখবেন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে চাচা মিয়া ! যথা আজ্ঞা , ধন্যবাদ আপনাকে !
৪০| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার লেখা খুব একটা পড়া হয়নি, ভাল লেখেন আপনি। অনুসরনে নিলাম।
২০ শে জুন, ২০১৩ রাত ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে ! আন্তরিক ধন্যবাদ ! শুভ হোক প্রতি ক্ষণ !
৪১| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
টুম্পা মনি বলেছেন: খুবই চমৎকার আপনার লেখা।
২০ শে জুন, ২০১৩ রাত ৮:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ! শুভকামনা থাকলো !
৪২| ২১ শে জুন, ২০১৩ রাত ২:১৪
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাইডি পারেনও....ঘুড়ি পাইতে মন চায় +++++++
২১ শে জুন, ২০১৩ রাত ২:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিকাছে আপু ! হলুদ টা আপনারে দিয়া দিলাম !
৪৩| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:৩০
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ধন্যবাদ
কিন্তু আমার তো আরেকজনের কাছ থেকে পাইতে ইচ্ছা করে :#> :#>
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: তার কাছ থেকে লাল রঙের টা নিয়েন আপু !
৪৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: পুষ্পবতীর চোখের অতলান্ত রাত্রিক্লান্ত সুর -- এই শব্দ কয়টা কেমন মনে গেথে গেল! অদ্ভূত সুন্দর লিখেছেন!
ওরা গাইতে থাকবে ব্যর্থ হৃদয়ের পূর্ণতার জয়গান সাথে থাকবে প্রিয়তমা নীলকন্ঠী আর টকটকে রক্তকরবি !
ভালো লাগা! ভালো লাগা!
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !
৪৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৩
অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দরম
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল !
৪৬| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩২
শ্রাবণ জল বলেছেন: ভাইয়া,
এই লেখাটা আমার খুব পছন্দ!!
আমাকে দিয়ে দিন না !!
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: এইভাবে বললে না দিয়ে পারা যায় ! যান দিয়েই দিলাম আপনাকে ! ঘুড়িগুলাও আপনার এখন , সাথে ওদের ভাবনাগুলো ও ! উৎসর্গ পত্র যোগ করলাম !
৪৭| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শ্রাবণ জল বলেছেন: কি যে খুশি হলাম, সে শব্দে প্রকাশযোগ্য নয়।
অনেক থ্যাংকস, ভাইয়া।
অনেএএএএএএএ....ক !
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: ইউ আর ওয়েলকাম ! শুভকামনা সবসময়ের !
৪৮| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। উৎসর্গও সুন্দর। ওই আইডিতে ১ বছর হয়েছে না? সেটার শুভেচ্ছা রইল।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বর্ণা আপু !
৪৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৬
রোজেল০০৭ বলেছেন: নীল ঘুড়িটা তোমায় দিলাম , ওটা তোমায় অপ্রাপ্তির গল্প শোনাবে !
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প !!
তোমায় শোনাবে অন্ধকার গিলে রাত্রি জয়ের গল্প ,!
বোকা গিটারের সুরের আস্ফালন আর অপেক্ষার নিদ্রালু গল্প !!
নিদারুন এক রাশ ভালো লাগা রইল।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
৫০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
আমি সাজিদ বলেছেন: বেশ ভালো লাগলো অভি ভাই।
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ !
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
একজন আরমান বলেছেন:
জলতরঙ্গ থেকে খুঁজে নিয়ে আসবে আদি জ্ঞানের মুক্ত শিকারীর দল !
দারুন।