নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো চিঠি !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২



স্বপ্নময়ী,

তোমাকেই লিখছি , হেটে এলাম বহুদূর , তোমার নিঃশ্বাস , তোমার গন্ধ যে ভুলতে পারিনা , কি জানি রক্তে মিশে গেছ হয়তো ...অনুর্বর মস্তিস্ক টাও তোমার নাম্বার টি মুছে দেয়নি ! আগে , অনেক আগে আরেকটি দীর্ঘ চিঠি লিখেছিলাম তোমাকেই ! পরে দেখনি ...অর্থহীন প্রলাপ মনে হয়েছিল তোমার কাছে! ঐ চিঠি তে যেমন চাওয়ার কিছু ছিলনা , এখানেও নেই ! হারিয়ে ক্লান্ত আমি চাইতে ভুলে গেছি !

নির্বোধ আমি হুঠাহাট তোমায় মনে করে চোখের পাতা ভেজাই ! একা মুছকি হাসি অদ্ভুত সুন্দর সময়গুলোকে মনে করে ! ঝড়ের তো পূর্বাভাস থাকে , সে ঝড়ে কোন পূর্বাভাস ছিলনা , তাই সদ্য দেখা স্বপ্নভংগ মেনে নিতে পারিনা এতটা সময় পরে ও !



গুনে গুনে কতটা সময় একসাথে থাকা যায় , ভালোলাগার আবেগী অনূভুতিগূলোকে যখন প্রকাশ করার শব্দ খুঁজে পাওয়া যায়না , বিশ্বাসের পারদ যেখানে সর্বোচ্চ উচ্চতায় সেখানে ভালোবাসার শূন্যতা আমায় ভাবতে বসায় ! কত শত প্রশ্ন জেগেছিল মূহুর্তে নির্বোধ আমি ভুলে গেছি সব ! কেবল ভুলতে পারিনা তোমার রুদ্দুর হাসি , আমায় ঘিরে তোমার ভালো লাগাগুলো !



জানো এখন আর আমি ঐ প্রিয় গান কটা শুনিনা , যা তোমায় উপহার দিয়েছিলাম , এখন আর আমি ঐ দোকানে চা খাইনা ! এখন আর তীব্র শীতে হাতে কিছু পড়িনা , কি হবে এসব করে ! নিঃস্ব , একা গাংচিল টা উড়তে থাকে সীমানারেখা না মেপেই , সমুদ্রের ঢেউ আর গর্জনে নিস্তব্দতা নেই ! আমিও হাটি কদম না গুনেই , পেছনে তাকিয়েই !



তোমার কি মনে আছে সেই নির্ঘুম রাতের কথা , অযথাই আমাকে নিয়ে দুশ্চিন্তায় না ঘুমিয়ে থাকার রাত ! নাকি ভুলে গেছ নতুন স্মৃতির যাতাকলে !



সিগারেটের ধোয়াগুলো নির্বোধের মত তাকিয়ে হাসে একা দীর্ঘরাতে !

চাঁদ টাকে বড্ড ভিবৎস মনে হয় ! আধাঁরটাকে কুতসিত মনে হয় ! আর আমি হেটে বেড়াই না ঘুমানোর দেশে , ঘুমোলেই তোমায় নিয়ে ঘুরতে যাওয়া , তোমায় হাসানোর কত শত আয়োজন , তারপর ঘুম ভাঙ্গলেই জেগে দুঃস্বপ্ন দেখা , একা !



এখানে কেউ নেই , আমি চাইওনা ! অর্থহীন থাকার উপহাস আমি চাইনা ! চারপাশে তোমার স্মৃতি নিয়ে মন্দ তো নেই !



আড়ালে দেখেছি সেদিন তোমাকে , নিস্পাপ মুখখানি ! এখন আর চোখে কাজল মাখনা কেন ? ক্লান্ত চোখজোড়া আমাকে কাছে টেনেছিল , অদৃশ্য এক দেয়াল এসে দাড়িয়েছিল ! ভাবছিলাম কি বলবো তোমাকে , শত কথার আড়ালে ঠাই খুজে পাইনি !



হয়তো হারিয়ে যাবার জন্যই এসেছিলাম , সাথে অনেক অনেক স্মৃতি ! তোমার কি আমায় মনে পড়ে যখন সে রাস্তায় হাটো , তোমার কি মনে পড়ে ! নাকি ভুলে গেছ একেবারেই !



চাওয়ার কিছুই নেই , গোল পৃথিবীতে আবারো দেখবো হয়তো , সেদিন তোমার চোখে কাজল চাই , কপালে লাল টিপ চাই , কানে রূপালী দুল চাই ! তোমায় আমার চাই কিনা জানিনা , কিন্তু খুব করে জানি ভালোবাসি !

তোমার স্বপ্নবাজ !

মন্তব্য ৭৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মশামামা বলেছেন: হুমম। আবেগী চিঠি।

চাওয়ার কিছুই নেই , গোল পৃথিবীতে আবারো দেখবো হয়তো , সেদিন তোমার চোখে কাজল চাই , কপালে লাল টিপ চাই , কানে রূপালী দুল চাই ! তোমায় আমার চাই কিনা জানিনা , কিন্তু খুব করে জানি ভালোবাসি ! - এই কথাগুলোকে এখন বোগাস মনে হয়। বয়সের আর সুন্দর সুন্দর কথার চর্বির নীচে কামনা বাস করে তাই হয়ত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

স্বপনবাজ বলেছেন: হয়তো তাই ! ধন্যবাদ মশামামা ! ইদানিং আপনার জ্বালায় ঘুমাতে পারিনা ! X( X( X(

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আশিক মাসুম বলেছেন: তোমায় আমার চাই কিনা জানিনা , কিন্তু খুব করে জানি ভালোবাসি !
তোমার স্বপ্নবাজ !



একটি সহজ সিকারুক্তি । ভাল বাসার যয় হোক। পৃথিবীর সব মানুষের হৃদয় জুড়ে বসত গড়ুক শুদ্ধ ভালবাসা।

+++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

স্বপনবাজ বলেছেন: তবে তাই হোক ! ধন্যবাদ মাসুম ভাই !

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ভাললাগল ++++ এর বেশী কিছু পরে বলব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

স্বপনবাজ বলেছেন: অপেক্ষায় থাকলাম ভাই ! অনেক ধন্যবাদ !

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

বাংলার হাসান বলেছেন: হয়তো হারিয়ে যাবার জন্যই এসেছিলাম , সাথে অনেক অনেক স্মৃতি !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

তারছেড়া লিমন বলেছেন: কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয়
ভালবেসে আজ তাই খুনী হযেছি.........









চিঠি অসাধারন হযেছে ভাই....

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ! আবেগের বাজারে আমাদের আবেগ গুলো সস্তা দামে বিক্রি হয় !

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

স্বপনবাজের এলোমেলো চিঠি ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক ! সাথেই থাকুন !

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ঘুড্ডির-পাইলট বলেছেন: ভালোবাসা ভালু না ।


















ভাড়া বেশি :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

স্বপনবাজ বলেছেন: বিবাহিত পুরুষরা এমন কথাই বলে !

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

বনলতা মুনিয়া বলেছেন: মুই ভালোবাসা hate করি :-P :-P :-P :-P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

স্বপনবাজ বলেছেন: গুড জব !

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন !

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

শিপন মোল্লা বলেছেন: খুব খুব আবেগি চিঠি মন উজার করে লিখা , ভালোবাসা যাকে খায় তাকে এভাবেই খায়।

কি বলবো তোমাকে , শত কথার আড়ালে ঠাই খুজে পাইনি !

+++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই !
ভালোবাসা যাকে খায় তাকে এভাবেই খায়।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা । ভালো লাগলো +++++++

ভালো থাকবেন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা !

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

ছোট্ট নিথী বলেছেন: ভালো লাগলো!! +++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ছোট্ট নিথী !

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

একজন আরমান বলেছেন:
তোমাকেই লিখছি , হেটে এলাম বহুদূর , তোমার নিঃশ্বাস , তোমার গন্ধ যে ভুলতে পারিনা , কি জানি রক্তে মিশে গেছ হয়তো ...অনুর্বর মস্তিস্ক টাও তোমার নাম্বার টি মুছে দেয়নি !

আচ্ছা সবার কষ্টগুলো কি একই রকম হয়?
আমি হয়তো আপনার মতো এতো সুন্দর করে কখনো চিঠি লিখতে পারবো না, কিন্তু আমার মনের কথাগুলোই যেন আপনার চিঠির মাঝে দেখতে পেলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: কষ্টগুলোর রং এক রকম হয়তো ! ভালো থাকবেন আরমান ভাই!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

আমি ইহতিব বলেছেন: স্বপ্নময়ীর জন্য কষ্ট হচ্ছে, এতো আবেগী ভালোবাসা পেয়েও যে হারিয়েছে তার জন্য কষ্ট ছাড়া আর কোন অনুভূতি অনুভব করছিনা।

চিঠি ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: স্বপ্নময়ীর জন্য কষ্ট লাগার জন্য ধন্যবাদ আপু !

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মাক্স বলেছেন: আমার প্রিয় টপিক চিঠি লিখসেন! দেরিতে দেখলাম+++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চিঠি!! বাহ এত্ত আবেগী চিঠি বহু দিন পড়ি না! ভাষার গাথুনি সুন্দর!

চিঠিতে প্লাস! নোটে রাখলাম আবারো পড়বো!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সিগারেটের ধোয়াগুলো নির্বোধের মত তাকিয়ে হাসে একা দীর্ঘরাতে !
চাঁদ টাকে বড্ড ভিবৎস মনে হয় ! আধাঁরটাকে কুতসিত মনে হয় ! আর আমি হেটে বেড়াই না ঘুমানোর দেশে , ঘুমোলেই তোমায় নিয়ে ঘুরতে যাওয়া , তোমায় হাসানোর কত শত আয়োজন , তারপর ঘুম ভাঙ্গলেই জেগে দুঃস্বপ্ন দেখা , একা !


কোথায় যেন আমার সাথে একটু মিল খুজে পেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

স্বপনবাজ বলেছেন: এমনি হয় মাঝে মাঝে !

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

সিয়ন খান বলেছেন: সুন্দর ++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ ভাইয়া, জায়গামতন দিলে আর কে ঠ্যাকায়! আপনি তো লালে লাল!! ;) ;) ;) +++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই ! যা কননা ! লজ্জা লাগতেছে !

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

মেহেরুন বলেছেন: ++++++ ভালো লাগলো ভাইয়া।

Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু !

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

মেহেরুন বলেছেন: Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

স্বপনবাজ বলেছেন: আবারো ধন্যবাদ আপু !

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

স্বদেশ হাসনাইন বলেছেন: আবেগী একটা পত্র

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ স্বদেশ হাসনাইন !

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

বটবৃক্ষ~ বলেছেন: হয়তো হারিয়ে যাবার জন্যই এসেছিলাম , সাথে অনেক অনেক স্মৃতি ! তোমার কি আমায় মনে পড়ে যখন সে রাস্তায় হাটো , তোমার কি মনে পড়ে ! নাকি ভুলে গেছ একেবারেই !

তোমাকেই লিখছি , হেটে এলাম বহুদূর , তোমার নিঃশ্বাস , তোমার গন্ধ যে ভুলতে পারিনা , কি জানি রক্তে মিশে গেছ হয়তো ...অনুর্বর মস্তিস্ক টাও তোমার নাম্বার টি মুছে দেয়নি !


কেন মুছে দেয়না??? এমন একটি ইরেজারের খোজ প্রয়োজন খুব...
পেলে জানাবেন।

আবেগী চিঠি পরে কখোন যেন চোখে জল এলো টের পাইনি!
অনেক ভালো থাকবেন.....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

স্বপনবাজ বলেছেন: আসলেই তো একটা ইরেজারের খুব দরকার ! নাম্বারের সাথে স্মৃতিগুলো ও মুছে দিত !

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

বটবৃক্ষ~ বলেছেন: তোমার কি আমায় মনে পড়ে যখন সে রাস্তায় হাটো ,
তোমার কি আমায় মনে পড়ে যখন আকাশে সেঈ চাঁদটা ওঠে????
মনে পড়ে যখন বৃষ্টি নামে আঁধার রাতে??????
তোমার কি মনে পড়ে ! নাকি ভুলে গেছ একেবারেই !

ভুলে গেছ কি একেবারেই????????????

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

স্বপনবাজ বলেছেন: হয়তো ভুলে যায় , হয়তো মনে থাকে নিছক আধার হয়ে ! মন্তব্যে প্লাস !

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: আমাকে তবে শিখিয়ে দাওনা কেমন করে ভুলতে হয়??!!! :( :(

সরি ভাইয়া,অনেক হাবিজাবি লিখে ফেললাম......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
সরি বলার জন্য মাইনাস !

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

বটবৃক্ষ~ বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।:)

কষ্টগুলোয় মাঝে মাঝে শান দিতে হয়তো...:(:(:(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

স্বপনবাজ বলেছেন: কষ্ট জিইয়ে রাখলে বুঝি সুখের সুর্য দেখা যায় ??
অনেক ধন্যবাদ !

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

লক্ষ্মীপেঁচা বলেছেন: ওরে ফাটাফাটি .....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

স্বপনবাজ বলেছেন: লক্ষ্মীপেঁচা মন্তব্যে + নেও !

২৮| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: মান্না দের গানটা মনে পড়ে গেলো......


তুমি কি সেই আগের মতই আছো?

নাকি অনেকখানি বদলে গেছো........

খুব জানতে ইচ্ছে করে .......

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

স্বপনবাজ বলেছেন: খুব জানতে ইচ্ছে করে .......
ধন্যবাদ আপু !

২৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল চিঠিটা পড়ে :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !

৩০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?


মশার আইপি সহ ব্যান চাচ্ছি ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

স্বপনবাজ বলেছেন: সম্পুর্ণ অপ্রাসংগিক এবং উস্কানিমূলক কমেন্ট দুটা মুছে দিয়েছি ! অন্য ব্লগারদের নিয়ে তার সমস্যার কথা সব জায়গাইয় বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা মাত্র ! মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি !

৩১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চিঠি দেখলেই আফসোস জন্মায়!
একটা চিঠি লিখতে চাই!!
কিন্তু এমনতর সুযোগ আসলোই না!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

স্বপনবাজ বলেছেন: এমন সুযোগ না আসাই তো ভালো মনে হয় ! শুভকামনা রইল !

৩২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

অবচেতনমন বলেছেন: তোমার কি মনে আছে সেই নির্ঘুম রাতের কথা , অযথাই আমাকে নিয়ে দুশ্চিন্তায় না ঘুমিয়ে থাকার রাত ! নাকি ভুলে গেছ নতুন স্মৃতির যাতাকলে !

হুম সুন্দর অতীতের কিছু নিংড়ানো স্মৃতির গন্ধ লেগে আছে চিঠির গায়ে। ভালো থেকো স্বপ্ন বাজ সাথে থেকো সবসময়

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ! স্মৃতিগুলো এমনি নাছোড়বান্দা ! শুভকামনা এক রাশ !আপনিও ভালো থাকুন !

৩৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ami valbasha valo pai

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

স্বপনবাজ বলেছেন: ভালোবাসা ঘিরেই আমাদের বেচে থাকা ! উপায় নেই , পালাবার পথ নেই ! ভালো থাকবেন সেলিম ভাই !

৩৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এলোমেলো চিঠিতে অনেক ভালোলাগা ... ... ... ......

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মৃত রাজকন্যা

৩৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

তানজিদ_রূপক বলেছেন: স্বপ্নবাজ আপনার চিঠি লেখার হাত চরম, লেখাটা খুব ভালো লেগেছে শুভকামনা রইলো।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !

৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

শ্রাবণ জল বলেছেন: ভালোলাগার আবেগী অনূভুতিগূলোকে যখন প্রকাশ করার শব্দ খুঁজে পাওয়া যায়না , বিশ্বাসের পারদ যেখানে সর্বোচ্চ উচ্চতায় সেখানে ভালোবাসার শূন্যতা আমায় ভাবতে বসায় !

তোমায় আমার চাই কিনা জানিনা , কিন্তু খুব করে জানি ভালোবাসি !

অনেক আবেগ চিঠিটায়। হৃদয়স্পর্শী।


সবার ভালবাসার গল্পের শেষে বিরহ কেন আসে?? বিরহ ছাড়া কি ভালবাসা খাঁটি হয়না?? সোনার মত না পুড়লেই কি নয়!!

চমৎকার চিঠি লিখেন আপনি।
বিরহ বাদ দিয়ে শুধু ভালবেসে একটা চিঠি লিখুন তো ভাইয়া!!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! আমার ধারণা বিরহ মানুষকে ভালোবাসার উপলদ্ধি বাড়িয়ে দেয় ! জিনিস টা জরুরী !
ঠিক আছে আপু এই পোষ্টের পরের ছোট গল্প টা লিখেছিলাম কান্ডারী ভাইয়ের কথায় , এবার আপনার কথায় একটা রোমান্টিক চিঠি লিখবো ! একটু ফ্রি হয়ে নেই !

৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চিঠি পড়লেই আমার মন খারাপ হয়।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

স্বপনবাজ বলেছেন: আহারে ! মাঝে মাঝে মন খারাপ হওয়া ভালো আপি !

৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

শিপু ভাই বলেছেন:
স্বপ্নরাজের স্বপ্ন পূরণ হোক!!!

+++++++++

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

স্বপনবাজ বলেছেন: শিপু ভাইয়ের মুখে ফুল চন্দন পরুক !

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

শ্রাবণ জল বলেছেন: আগেই তো পড়েছি।
আজ আবার পড়ে আবার ভাল লাগা জানিয়ে গেলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

স্বপনবাজ বলেছেন: এত দিন পরে প্রিয় পুরাতন নিকে স্মৃতি বিজরিত চিঠিতে কমেন্ট করে স্মৃতি নাড়া দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ !
দেখি আপনাদের মত চিঠিখোরদের জন্য এখনকার নিকেও চিঠি লিখা শুরু করতে হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.