নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

একটি অসমাপ্ত চিঠি !!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

প্রিয়

স্বপ্নময়ী ,

সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!



সেদিন পূর্নিমা ছিল ! রাত টা কেমন জানি জেগেই ছিল ! আমিও জেগেই ছিলাম !জোছনার প্লাবনে আমি তোমার ঘ্রাণ পেয়েছিলাম ! জেগে থাকা রাত সাথে জোছনার সাথী তারার দল মিলে আমাকে নিয়ে এলো তোমার দুয়ারে !



একি তুমি দেখি সেজে আছো জোছনার সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতে আমার সমস্ত ভ্রমণক্লান্তি নিমিষেই ম্লান !ঝুল বারান্দার বোকা ফুল গুলো জোছনায় মেতেছে পাল্লা দিয়ে তোমার দীঘল চুলের সাথে !!!

মুহূর্তে মাতাল আমি আরেকবার তোমার প্রেমে পড়ি সেই প্রথম দিনের মত !



" অনুরুধে রোমান্টিক চিঠি লিখতে শুরু করেছি সপ্তাহ খানেক আগে ! এই একটা সপ্তাহে আমি মোটেও ভালো নেই , খুব কাছের একজন বন্ধু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে , অভিমানের সাথে পাল্লা দিয়ে আমার মন টাও ভীষণ খারাপ , অনেক চেষ্টা করেও আর কোন শব্দ লিখতে পারছিনা , আবার চিঠি টা পোষ্ট করার লোভ ও সামলে রাখতে পারছিনা , তাই থেকে গেল অসমাপ্ত ! মন ভালো হলে আবার লিখবো হয়তো , সুন্দর একটা সমাপ্তিতে ! দোয়া চাই "

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

প্রিন্স হেক্টর বলেছেন: রোমান্টিক চিঠি লিখি নাই কুনো দিন, পাইও নাই :(

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

স্বপনবাজ বলেছেন: দুঃখজনক হেক্টর ! পাবেন আশা করি , অসমাপ্ত চিঠি কেমন লাগলো বললেন না !

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

আশিক মাসুম বলেছেন: সমাপ্তি চাই, শেষ না হলে কেমন জানি উশখুশ লাগে।



তবে অসমাপ্ত হলেও ভাল লেগেছে। +

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ! দোয়া রাখবেন !

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

শিপন মোল্লা বলেছেন: বাহ , চমৎকার একটি চিঠি ছুয়ে গেল বেস। শেষের কথা গুলোও ভাল লাগলো আশা করি অভিমানী বন্ধুর চখে এই চিঠি পরলে সব কিছু ভুলে ছুটে আসবে বন্ধুর কাছে।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

স্বপনবাজ বলেছেন: সত্যিকারের বন্ধু হয়ে আসুক !!


ধন্যবাদ অনেক !

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩

প্রিন্স হেক্টর বলেছেন: সমাপ্ত করেন, তারপর কমুনে। ;)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

স্বপনবাজ বলেছেন: ওকে ! তাইলে দোয়া করেন বেশী বেশী !

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর এক সমাপ্তি হোক এই প্রত্যাশা করি।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

স্বপনবাজ বলেছেন: হুম ! ধন্যবাদ ভাই ! সবাই দেখি সমাপ্তির অপেক্ষায় !

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

দোয়া করলাম সুন্দর একটি সমাপ্তির জন্য, আমিন।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

স্বপনবাজ বলেছেন: আমিন !

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ সুন্দর তো।
দ্বিতীয় অংশটা একটু বেশিই...

অসমাপ্ত হলে চলবে?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

স্বপনবাজ বলেছেন: সবাই চাইলে চলবে ! ধন্যবাদ অনেক অনেক !

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

মামুন রশিদ বলেছেন: মুহূর্তে মাতাল আমি আরেকবার তোমার প্রেমে পড়ি সেই প্রথম দিনের মত !

আবেগি চিঠি পড়তে ভালো লাগে । ভালোলাগা ।

আরও চিঠি।।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

এ্যাপোলো৯০ বলেছেন: আহাআআ, কতদিন চিঠি পাই না :(

( আমার সবচেয়ে ভালো ২জন বান্ধবী ( সোলমেট) দের সাথে আমার চিঠির মাধ্যমে যোগাযোগ হয়। অনেকদিন চিঠি লেখা হয়ে ওঠে না :(

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

স্বপনবাজ বলেছেন: আহারে ! লিখব নাকি একটা চিঠী ! =p~ =p~
ধন্যবাদ এ্যাপোলো !

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন:
এ অংশটা বেশ সুন্দর!
সমাপ্তি হয়তো আরও আবেগিত হবে, প্রত্যাশা করছি.........
++++

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

স্বপনবাজ বলেছেন: তাই যেন হয় ! অনেক অনেক ধন্যবাদ আপনাকে !

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

স্বপনবাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! শুভকামনা জানবেন !

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মাক্স বলেছেন: সম্বোধন আছে ইতি নাই। মানতে পারতেসি না!

লেখা ভাল্লাগসে!

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

স্বপনবাজ বলেছেন: তাই তো অসমাপ্ত !
সমাপ্তিতে ইতি থাকে !
ধন্যবাদ অনেক অনেক !

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা মনে হয় শেষ হয়নাই । সমাপ্তিমুলক কোন ওয়ার্ড লেখা নাই কেন ?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

স্বপনবাজ বলেছেন: শিরোনামঃ একটি অসমাপ্ত চিঠি !
নিচে কারণ ও লিখা আছে রাফাত ভাই !
দোয়া রাখবেন !

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগছে, সমাপ্ত হলে মনে হয় আরো ভাল্লাগতো।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

স্বপনবাজ বলেছেন: হুম !
এই ভালো লাগা টাও অন্যরকম !
চিঠিতে ছোটগল্পের সাধ !
ধন্যবাদ অনেক !

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

বটবৃক্ষ~ বলেছেন: আমি শতবার তোমার প্রেমে পড়তে চাই,
চাই সেই প্রথমবারের মতো……

লাইন দুটো আজি লিখছিলাম!এখনো শেষ করিনি!!
আপনি আগেই লিখে ফেললেন??....:)
এ্যাজ ইউজোয়াল...আচ্ছন্ন করার মতো লিখা...++++
নেক্সট দেন জলদি...!
মাক্স বলেছেন: সম্বোধন আছে ইতি নাই। মানতে পারতেসি না!
সহমত...

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

স্বপনবাজ বলেছেন: বেশী বেশী দোয়া করেন ! এমন রোমান্টিক কিছু লিখতে হলে মন ভালো থাকা লাগে !
খুব দ্রুত যাতে রোমান্টিক হয়ে যাই ! =p~ =p~
ধন্যবাদ আপনাকে !

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসমাপ্ত চিঠিতে ভালোলাগা।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

স্বপনবাজ বলেছেন: ধন্যোবাদ স্নিগ্ধ শোভন !

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

শ্রাবণ জল বলেছেন: দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!

ভাই, অনেক সুন্দর লিখেছেন। প্লিয, সময় করে চিঠির সমাপ্তি আনুন।
অপেক্ষায়।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
দোয়া রাখবেন !

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার। :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই !

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন একটা পোস্ট।
খুব ভালো লাগলো। ভিন্ন স্বাদের এবং সুন্দর লেখায় অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা জানবেন।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

শুকনোপাতা০০৭ বলেছেন: এতো সুন্দর করে চিঠি লিখেন... :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

স্বপনবাজ বলেছেন: :| :| :|
ধন্যবাদ আপনাকে অনেক !

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

বোকামন বলেছেন:






সম্মানিত লেখক,
অভিমান থাকুক ... তা যেন মানে পরিনত না হয় !
অসমাপ্ত ---- সমাপ্ত হোক ..

দোয়া রইলো ... শুভকামনা থাকলো ....
ভালোলাগা জানিয়ে গেলাম

ভালো থাকুন সবসময় ... খুব ভালো ....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন ! ভালো থাকুন সবসময় !

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো আবেগ মাখানো চিঠি ভালো লাগলো ভাই।

মন ভালো হয়ে যাক।

আর একটা আবদার করি।
একটা কবিতা লিখে ফেলেন। আমার কেন জানি মনে হয় মন খারাপ থাকলে ভালো কবিতা লিখা যায়। আমার নিজের ক্ষেত্রে এমনটা হয়। আপনার এই মন খারাপটাকে কাজে লাগিয়ে কিছু কবিতা লিখে ফেলেন। :)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ! আপনার কমেন্ট পড়ে মন অর্ধেক ভালো হয়ে গেলো ! হুম.।।।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

বাংলার হাসান বলেছেন: ভালোলাগা।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

শিপু ভাই বলেছেন:
বিয়ার পর রোমান্টিক কিছু আর ভাল্লাগে না!!!
রোমান্টিকতা সব বয়ের আগেই!!!

আপ্নে আছেন মজায়!!!

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

স্বপনবাজ বলেছেন: হুম ! বিয়ে মানে শেষ !
ধন্যবাদ শিপু ভাই !

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

স্বপনবাজ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !
শুভ হোক নতুন বছর !

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

লক্ষ্মীপেঁচা বলেছেন: খুব সুন্দর চিঠি। আফসোস এমন চিঠি কুনো দিন পাইলাম না। শেষে দোয়া ক্যান চাইলা বুঝলাম না।
ভালো থাকো।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক !
শুভ নববর্ষ !

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

একজন আরমান বলেছেন:
যাক শুনে ভালো লাগলো যে আমার কথাও কারো মন ভালো হতে সাহায্য করে। :)

শুভ নববর্ষ ভাই।
ভালো থাকা হোক সর্বদা। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

স্বপনবাজ বলেছেন: শুভ নববর্ষ

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল।

ডট দেবার সঠিক নিয়ম হল ... এই ভাবে পরপর তিনটা ডট দেয়া, বেশি ও না কম ও না

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

স্বপনবাজ বলেছেন: মনে থাকবে !
আপনাকে স্বাগতম আমার ব্লগে !

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

অদৃশ্য বলেছেন:




খুবই সুন্দর হয়েছে লিখাটি... জানতে মন চাইছিলো শেষটাতে কি হতো... বা কিভাবে শেষ করতেন...

আমার মন্তব্য করতে দেরি হয়ে যায়... কিন্তু আমি চেষ্টা করি পরিচিতদের ব্লগে সবসময় যাবার...

শুভকামনা...

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্বপনবাজ বলেছেন: আপনার জন্য ও শুভকামনা !
শেষ টা পোষ্ট করছি খুব দ্রুত ! হয়তো এক্ষুনি !

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.