![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !
আমি একটা বিষন্ন রাতের গল্প , যার তারাগুলো বিষাদের সুরে কাতর ! বাতাসে গভীর শুন্যতার ছায়া !
আমি লিখতে বসেছি অতৃপ্ত আত্বার গল্প সঙ্গী আঁধার আর মন খারাপ করা রাত !!
বসন্তের স্নিগ্ধ বিকেলের হাওয়ায় সবুজের আলোড়ন ,
যান্ত্রিক অবয়বে তোর আগমনে প্রকৃতিতে উচ্ছ্বাস ছিলনা !
আমার নিস্তব্দ সাঝবেলায় তখনো হাওয়ার ছাট লাগেনি ! ধীরে ধীরে মনোজগতে তোর অদৃশ্য দখলদারি ! আমার পাখিদের সুর তুই বুঝিস , আমার বিকেলের রোদ তোর হয়ে যায় , আমার নদীর বাকে তোর ছোট্ট কুটিরে জোছনা বিলাসের সমস্ত অধিকার তোর ই কেবল !
তারপর একদিন তোর চোখে আমি অপ্সরী ছায়া দেখতে পাই !
"And There will be companions with beautiful , big , And Lustrous eyes " !
আমার নদীর জল , আমার বিকেলের হাওয়া , আমার পাখিদের গান তোকে উপহার দেই রোজ ! বিনিময়ে পাই তোর আকাশের মেঘের ছায়া , তোর স্নিগ্ধ সকাল !
একদিন ঝুম বৃষ্টি নামলো আমার জানালার টুকরো আকাশ থেকে ! দু ফোটা বৃষ্টি জল আমায় ছুঁয়ে গেল ! তোর আকাশে তখনো কালো মেঘ ! বিষন্ন আকাশের হুংকার ! পাখিদের ওড়াওড়ি নেই , আমি জানিনা তোর আকাশ কি এখনো থমকে আছে বিষন্নতায় ??
আমার জানালার কান্না বন্ধ হলে আমি তাকাই তোর আকাশে !
কিন্তু হায় আমি দেখতে পাইনা তোর আকাশ , তোর স্নিগ্ধ সকালের মায়াবী রোদ !
আমার নদীর বাকে কুড়েঘরে জমে থাকা অভিমান ! নদীতীরে বসা একটা নিঃসঙ্গ চিলকে পাঠাই তোর খবর আনতে , সে চিল আর ফিরে আসেনা ! আরো চাপা অভিমান বুকে বাসা বাধে !
তারপর এক সাঝ বেলায় মৃত্যু এসে ভর করে আমার ঘুমে ! নিরস দেহটা পড়ে থাকে , মৃত্যূ হয় অভিমানী আত্বার !
আমি দেখতে পাই আমার মুঠোফোনে তোর অজস্র ডাক , দেখতে পাই মুঠোফোনে তোর পাঠানো কথা মালার আগমন !
আমি যে স্পর্শ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি , আমি সে কথামালা জানতে পারিনা , পারিনা জানিয়ে দিতে আমার অভিমানী আবেগ ! খুব জানতে ইচ্ছে করে কি হয়েছিল তোর , খুব জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের যে মরণ হয়েছে !
একটা চিল উড়ে যায় তর বাড়ির দিকে , আমি তাকে বলে দেই আমার হাওয়া হয়ে যাবার খবর ! চিল কি শুনতে পায় অভিমানী মৃত আত্বার কথা ????
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই ! আপনাকে উপহার দিতে চেয়েছিলাম !
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
আমি যে স্পর্শ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি , আমি সে কথামালা জানতে পারিনা , পারিনা জানিয়ে দিতে আমার অভিমানী আবেগ ! খুব জানতে ইচ্ছে করে কি হয়েছিল তোর , খুব জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের যে মরণ হয়েছে !
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই !
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।
ঘুমোতে যাবার আগে মুগ্ধ পাঠ।।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই ! ভালো থাকুন সবসময় !
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: আমার নদীর জল , আমার বিকেলের হাওয়া , আমার পাখিদের গান তোকে উপহার দেই রোজ ! বিনিময়ে পাই তোর আকাশের মেঘের ছায়া , তোর স্নিগ্ধ সকাল !
অসাধারণ সুন্দর !!!!
মন ছুঁয়ে গেলো। একরাশ ভালোলাগা রেখে গেলাম।
+++++++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২
সজিব তৌহিদ বলেছেন: বাক্যের গাঁথুনি আর শব্দচয়ন খুব ভালো লাগলো। অনেকটা কবিতার ভাষার মত মনে গলো ভিন্ন স্বাদের লেখা ।ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
শ্রাবণ জল বলেছেন: খুব জানতে ইচ্ছে করে কি হয়েছিল তোর , খুব জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের যে মরণ হয়েছে !
অনেক ভাল লাগল ভাই।
কত সুন্দর করে লিখেন!
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! ভালো থাকুন !
৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা চিল উড়ে যায় তর বাড়ির দিকে , আমি তাকে বলে দেই আমার হাওয়া হয়ে যাবার খবর ! চিল কি শুনতে পায় অভিমানী মৃত আত্বার কথা ????
তোমার লেখায় সবসময় একটা ভিন্ন মাত্রার ভাব থাকে আমি সেই ভাবগুলো হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি।
++++++++++++
অনেক গুলো প্লাস রইল
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮
স্বপনবাজ বলেছেন: একরাশ ধন্যবাদ কান্ডারী ভাই !
সাথে থাকুন সব সময় !
৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩
আশিক মাসুম বলেছেন: সেইরাম !! খুব খুব ভালো লেগেছে। ++++
১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১
স্বপনবাজ বলেছেন: আপনারে দেখেও সিরাম লাগতেছে !
ধন্যবাদ মাসুম ভাই !
৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে আছি সবসময়
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
স্বপনবাজ বলেছেন: তবে তাই হোক !
১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২
মাক্স বলেছেন: ++++
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অনেক !
১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
অদ্ভুত সুন্দর !!
কত সুন্দর করে লিখ ভাইয়া!!
কি করে পারো !
অনেক ভালোলাগা রেখে গেলাম ... শুভ সকাল !
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ আপু ! সাথেই থাকুন !
১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
s r jony বলেছেন:
খুবই চমৎকার ++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ জনি ভাই !
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
একজন আরমান বলেছেন:
আমি দেখতে পাই আমার মুঠোফোনে তোর অজস্র ডাক , দেখতে পাই মুঠোফোনে তোর পাঠানো কথা মালার আগমন !
দেখতে পেলেও আফসোস থাকতো না !
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯
স্বপনবাজ বলেছেন: আহারে !
ধন্যবাদ আরমান ভাই !
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
বাংলার হাসান বলেছেন: দারুন +++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ জানবেন হাসান ভাই !
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
মেহেরুন বলেছেন: ছোট কিন্তু চমৎকার। এক কথায় অসাধারন লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপনবাজ বলেছেন: ধন্যোবাদ আপু !
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
আমার নদীর জল , আমার বিকেলের হাওয়া , আমার পাখিদের গান তোকে উপহার দেই রোজ ! বিনিময়ে পাই তোর আকাশের মেঘের ছায়া , তোর স্নিগ্ধ সকাল !
চমৎকার একটা লেখা পড়া হলো!!!
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
ঘুড্ডির পাইলট বলেছেন: শিরুনাম দেইখা ভুত এপ এম টাইপ মনে করছিলাম !
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
স্বপনবাজ বলেছেন: হুম ! মনে করতেই পারেন , যাই হোক ধন্যবাদ !
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা রইলো।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ! আপনার আগমনে পুলকিত !
২০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
অদৃশ্য বলেছেন:
সুন্দর
এইটাইপের লিখাগুলো সবসময়ই ভালোলাগে... আরও সুন্দর লিখা আসুক এই প্রত্যাশা...
শুভকামনা...
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ! সাথেই থাকুন !
২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
শিপন মোল্লা বলেছেন: খুব কঠিন প্রেমে না পরলে এমন লিখা যায় না।
চমৎকার হয়ছে।
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
স্বপনবাজ বলেছেন: তাই কি ?? প্রেম কি কঠিন না তরল বুঝতারিনা !
ধন্যবাদ অনেক !
২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: ভাব আর ভাষার জালে আটকে গেছি ভাই ।
খুবই চমৎকার+++++++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ মামুন ভাই !
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
সাম্প্রতিক পরিস্থিতি এ ধরনের লেখাগুলো পড়তে বিঘ্ন ঘটাচ্ছে খুব !!
তবুও যতটুকু পড়লাম ..
তাতে ...
মুগ্ধ পাঠ !!
ভালো থাকবেন
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
স্বপনবাজ বলেছেন: আপনি ও ভালো থাকবেন !
২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
জাকারিয়া মুবিন বলেছেন:
খুব ভাল্লাগসে।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার, মায়াবী পোস্ট!
মুগ্ধপাঠে ১৭তম ভাল লাগা রেখে গেলাম। + +
'আত্বা' শব্দটা শিরোনামে এবং পোস্টের ভেতরেও কয়েক জায়গায় ভুল বানানে এসেছে। সঠিক বানান হবে 'আত্মা'।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। সমসাময়িকদের মধ্যে তোমার লেখা আমার বেশ ভালো লাগে।
শুভেচ্ছা রইল।