![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !
প্রিয়
স্বপ্নময়ী ,
সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!
সেদিন পূর্নিমা ছিল ! রাত টা কেমন জানি জেগেই ছিল ! আমিও জেগেই ছিলাম !জোছনার প্লাবনে আমি তোমার ঘ্রাণ পেয়েছিলাম ! জেগে থাকা রাত সাথে জোছনার সাথী তারার দল মিলে আমাকে নিয়ে এলো তোমার দুয়ারে !
একি তুমি দেখি সেজে আছো জোছনা সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতেই আমার সমস্ত ভ্রমণ ক্লান্তি নিমিষেই ম্নান ! ঝুল বারান্দার বোকা ফুলগুলো জোছনায় মেতেছে তোমার দীঘল চুলের সাথে পাল্লা দিয়ে ! মুহূর্তে মাতাল আমি তোমার প্রেমে পড়ে যাই সেই প্রথম দিনের মত --- সহস্র মাইল দূর থেকে আমি এক চন্দ্রাহত প্রেমিক !
জানো গত রাতে এখানে ঝুম বৃষ্টি নেমেছিল ! মনে পড়ে গেল অলস বিকেল গুলোর কথা ,বৃষ্টি ফোটা তোমার চুল বেয়ে গড়িয়ে পড়ে আর আমি নির্বাক, শব্দ হীন !! বারবার তোমায় হারিয়ে যাওয়াতেই আমার সমস্ত ক্লান্তির অবসান ! জানি তোমার আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা , মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার প্রিয় ঝুল বারান্দায় !!
তুমিহীনা রাতগুলো বড্ড দীর্ঘ মনে হয় ! তাই তোমাকে খুঁজে ফিরি জোছনার ছায়ায় , বৃষ্টিধোয়া আকাশে তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে মুহুর্তে !
তোমার ঘুম ভাঙ্গুক পাখিদের গান শুনে , অলস দুপুর কাটুক স্নিগ্ধতায় , বিকেলের ছাদ হোক রংধনুয় রাঙ্গা , রাত্রি কাটুক জোছনা স্নানে !
আমি আছি তোমার বারান্দার ঘাসফুলে , মেঘমালার ধোঁয়াশাতে , পাখিদের সুরে , চাঁদের বুড়ির ঠিক বা পাশটায় !
তোমাতেই আমি , আমাতেই তুমি !
তোমার স্বপ্নবাজ !
উৎসর্গঃ ব্লগার শ্রাবণ জল আপু !
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
স্বপনবাজ বলেছেন: প্রেমময় চিঠি লিখেছিলাম ! কি জানি তাতেও বিরহ এসে ভর করে ! ধন্যবাদ আপনাকে !
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ৩য় ভালোলাগা। অনেক ভালো লাগল লেখাটি।
সুন্দর। +
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই !
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
একজন আরমান বলেছেন:
তুমিহীনা রাতগুলো বড্ড দীর্ঘ মনে হয় ! তাই তোমাকে খুঁজে ফিরি জোছনার ছায়ায় , বৃষ্টিধোয়া আকাশে তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে মুহুর্তে !
দারুন।
কিন্তু কথা হল এতো আবেগের মূল্য কি কারো কাছে আছে?
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
স্বপনবাজ বলেছেন: হয়তো আছে না হয় আবেগের মরণ হতো অনেক আগেই !
ধন্যবাদ আরমান ভাই !
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
একজন আরমান বলেছেন:
জানি নারে ভাই। আমার কাছে কেন জানি মূল্যহীন মনে হয় !
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
স্বপনবাজ বলেছেন: হয়তো এমনি !
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
শ্রাবণ জল বলেছেন: আমি আছি তোমার বারান্দার ঘাসফুলে , মেঘমালার ধোঁয়াশাতে , পাখিদের সুরে , চাঁদের বুড়ির ঠিক বা পাশটায় !
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া!!
একটু বিরহ থাকলেও এটা প্রেমময় চিঠি ই।
ধন্যবাদ জানাব নাকি কৃতজ্ঞতা , বুঝতে পারছিনা!!
সত্যি বলতে কি- যেদিন অসমাপ্ত চিঠিটা পোস্ট করেছিলেন, আমি সবার আগে শেষ লাইন চেক করেছিলাম!! :#
মন ভাল হয়ে গেল এত সুন্দর পোস্টের উৎসর্গপত্রে নিজের নাম দেখে!!
মন ভাল করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ!!
পুরো পেইজ লোড হচ্ছে না এখন। তাই ভাল লাগা জানাতে পারছিনা।
আবার আসব।
অনেক ভাল থাকুন।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ আপু ! কারো মন ভালো করতে পারলে আরো বেশী ভালো লাগে !
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: একি তুমি দেখি সেজে আছো জোছনা সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতেই আমার সমস্ত ভ্রমণ ক্লান্তি নিমিষেই ম্নান ! ঝুল বারান্দার বোকা ফুলগুলো জোছনায় মেতেছে তোমার দীঘল চুলের সাথে পাল্লা দিয়ে ! মুহূর্তে মাতাল আমি তোমার প্রেমে পড়ে যাই সেই প্রথম দিনের মত --- সহস্র মাইল দূর থেকে আমি এক চন্দ্রাহত প্রেমিক !
সুন্দর! সুন্দর! সুন্দর স্বপ্নবাজ!!!
+
+++
+
শুভকামনা!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ !
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: তোমাতেই আমি, আমাতেই তুমি..
দারুন চিঠিকাব্য
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই !
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
মাক্স বলেছেন: ভালো লাগলো। ইদানিং অনেক ভালো লিখছেন!
শুভকামনা রইলো।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ! আপনার মত একজন লেখকের কাছ থেকে এমন মন্তব্য বেশ তৃপ্তিদায়ক !
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অষ্টম ভাল লাগা ভাইজান, এতো ভাল লিখেন কি করে ভাই!!!!
অসাধারণ! সিমপ্লি!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ! আপনার কবিতা ও সেরকম হয় , চাইলেও অমন করে লিখতে পারিনা !
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন করে কি বলব তোমার লেখার মাঝে আমি বারবার মুগ্ধ হই। যারা এখন ব্লগে লেখালিখি করেন তাঁদের মধ্যে তোমার লেখা অনন্য ।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
স্বপনবাজ বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমিও যারপরানই আল্লাদিত ! এভাবেই পাশে থাকুন !
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০
রেজোওয়ানা বলেছেন: Nice writing!
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু আমার ব্লগে আসার জন্য এবং মন্তব্য করার জন্য !
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
বাংলার হাসান বলেছেন: অনেক ভালো লাগল +++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
আমিনুর রহমান বলেছেন:
সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!!
অসাধারণ লিখা প্রিয় অভি।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই !
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৩
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর করেই আবেগ প্রকাশ করেছেন
কিন্তু, শেষের অংশটা বোল্ড - কেন ঠিক বুজলাম না।
শুভকামনা নিরন্তর।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
শেষের অংশটা বোল্ড করা কারণ এই চিঠিটি শেষ করতে পারিনি ব্যাক্তিগত কারণে ! সবার অনুরুধে বাকী টা লিখলাম , বাকী অংশ টা তাই বোল্ড রেখেছি ,যারা আগের টি দেখেছেন যাতে বুঝতে পারেন !
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২
রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর লেখা।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো স্বপনবাজ
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো!
শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
সািহদা বলেছেন: তোমার ঘুম ভাঙ্গুক পাখিদের গান শুনে , অলস দুপুর কাটুক স্নিগ্ধতায় , বিকেলের ছাদ হোক রংধনুয় রাঙ্গা , রাত্রি কাটুক জোছনা স্নানে !
অসাধারণ লিখা ....................শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ ! শুভকামনা নিরন্তর !~
২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
অনেক ভালো লাগা নিও ভাইয়া
এতো সুন্দর করে লিখো !!!
অসাধারণ !
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
স্বপনবাজ বলেছেন: পাঠে আন্তরিক ধন্যোবাদ আপু !
ভালো থাকুন সব সময় !
২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলাদেশী দালাল বলেছেন:
ক্লান্তি ময় দিন শেষে সুদীর্ঘ রাত্রি
অন্তহীন পথে আমি তীর্থ যাত্রি।
শুভকামনা
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা !
২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
ভিয়েনাস বলেছেন: তার জানালার পাশে একটা গোলাপবেলীর গাছ ছিল,, চৈত্র বৈশাখের শুভ্র সকালের ঝিরঝিরে হিমেল বাতাসে গন্ধে মাতিয়ে রাখত তার জানালা.... লেখায় বেলিফুলের কথা পড়ে মনে পড়ে গেল।
স্নিগ্ধময় সুন্দর লেখায় অনেক ভালো লাগা জানালাম।
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
স্বপনবাজ বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ !
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর, অনেক ভালোলাগলো...............
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ! শুভকামনা !
২৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
রাইসুল সাগর বলেছেন: চিঠিটা ভালা হইছে অনেক। +। শুভকামনা সব সময় জানিবে।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যোবাদ সাগর ভাই ! ভালো আছেন আশা করি !
২৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬
শুকনোপাতা০০৭ বলেছেন: চিঠি আমার খুবই পছন্দ... আর আপনার চিঠি গুলো খুবই সুন্দর
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
স্বপনবাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !
২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
এক আলোকবর্ষ দূরে বলেছেন: অসাধারণ চিঠি। যদিও চিঠির ভাষা কিঞ্চিত কঠিন হয়ে গেল বৈকি। তাতে কি? ভালবাসলে কঠিনভাবেই ভালবাসতে হয়। কি বলেন স্বপনবাজ ভাই?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
স্বপনবাজ বলেছেন: তাই তো ! দুর্বোধ্যতা ভালোবাসার প্রথম শর্ত ! ব্যাপার টাই এমন , ধরা যায়না , ছোয়া যায়না , ফেলে দেয়া যায়না !
অনেক ধন্যবাদ আপনাকে ! সাথে থাকুন সব সময় !
২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
এক আলোকবর্ষ দূরে বলেছেন: সাথে থাকবো মানে!!! এত সুন্দর চিঠি লেখেন আপনি। আপনার ব্লগে তো মনে হয় আমাকে আবারও আসতে হবে আপনার লেখা পড়তে।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ! এমন মন্তব্য আশা জাগানীয়া ! চাইলে আগের পোষ্ট গুলো পড়তে পারেন ! শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !
শুভরাত্রি !
২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
নক্ষত্রচারী বলেছেন: চিঠি লিখতে ইচ্ছা করতেসে এখন
ভালো লাগলো অনেক ।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ! সাথে থাকুন সবসময় !
২৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
স্বপনবাজ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ! শুভকামনা থাকলো !
৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অনেক সুন্দর
এভাবে ভাবতে পারি (সবাই পারে হয়তো) কিন্তু লিখতাম পারিনা
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার অনুভুতির প্রকাশ! ভাল হয়েছে।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
৩২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক ভালো লাগলো লেখা !
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ রাফাত ভাই !
৩৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
অদৃশ্য বলেছেন:
প্রেম হলো দু'টি আত্মার প্রগাঢ় বন্ধন.... যখন দুই আত্মার মাঝখানে দৃশ্যের কিছুটা দূরত্ব তৈরী হয় তখনই সেখানে বিরহ ভর করে.... আমি বলি সেটা প্রেমেরই অবিচ্ছেদ্দ অংশ....
প্রেমানুভূতি তীব্র হবার জন্য সেটার খুবই প্রয়োজন.... আপনার লিখাতে সেসবের স্পর্শ পেলাম...
স্বপনবাজ
অত্যন্ত সুন্দর হয়েছে লিখাটি...
শুভকামনা...
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !
৩৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
আহমেদ জী এস বলেছেন: স্বপনবাজ,
"স্বপ্নময়ী"কে নিয়ে অনেক আবেগমথিত চিঠির সিরিজ করেছেন । পড়তে পড়তে মনে হলো, একটি সুন্দর ভালোবাসা ঘুমিয়ে আছে আপনার মধ্যে ।
হঠাৎ মনে হলো এরকম একটি লেখা তো আমিও লিখেছিলাম "নিরূদিষ্ট একটি লেখা …" নামে । আপনার মতো করেই । দেখবেন ?
Click This Link
আপনার "স্বপ্নময়ী" যেন বাস্তব হয়ে ওঠে.....
শুভেচ্ছান্তে
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০
স্বপনবাজ বলেছেন: অবশ্যই দেখবো ভাই !
আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য !
হ্যাঁ হয়তো ঘুমিয়ে আছে না হয় মরে গেছে !
৩৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: জানো গত রাতে এখানে ঝুম বৃষ্টি নেমেছিল ! মনে পড়ে গেল অলস বিকেল গুলোর কথা ,বৃষ্টি ফোটা তোমার চুল বেয়ে গড়িয়ে পড়ে আর আমি নির্বাক, শব্দ হীন !! বারবার তোমায় হারিয়ে যাওয়াতেই আমার সমস্ত ক্লান্তির অবসান ! জানি তোমার আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা , মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার প্রিয় ঝুল বারান্দায় !!
আশ্চর্য!এখানে আমি কমেন্ট কেন দিইনি বুঝলামনা! আগেও ২বার পড়েছি!! প্রি্যতে রাখার মতো চিঠিগুলো.....এতো গভীরতা!!
তোমাতেই আমি , আমাতেই তুমি ! ++++
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
স্বপনবাজ বলেছেন: হুম দেননিতো ! এসে ঘুরে গেছেন !
ধন্যবাদ আপনাকে আবার আসার জন্য !
৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।
ভাল্লাগসে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে , দেরীতে হলেও আসার জন্য !
৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: তোমার ঘুম ভাঙ্গুক পাখিদের গান শুনে , অলস দুপুর কাটুক স্নিগ্ধতায় , বিকেলের ছাদ হোক রংধনুয় রাঙ্গা , রাত্রি কাটুক জোছনা স্নানে !
২০ তম ভালোলাগা
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক !
৩৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪২
শোশমিতা বলেছেন: আবেগ ময় সুন্দর লেখা
ভালো লাগলো!
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৫
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু !
৩৯| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৩
খেয়া ঘাট বলেছেন: লিখার শিরোনামেই পাঠককে মোহগ্রস্থ করে ফেলেছেন, বাকিশুধু মুগ্ধ হওয়ার অপেক্ষা। দারুন।
২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট!
৪০| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:২২
আরমিন বলেছেন: প্লাসায়িত ! সুন্দর লেখা!
২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৫
স্বপনবাজ বলেছেন: কৃতজ্ঞতা আরমিন29!
শুভকামনা সবসময়ের!
৪১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮
মায়াবী ছায়া বলেছেন: ভালো লিখেছেন । শুভকামনা । ভালো থাকুন ।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া !
৪২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
শ্রাবণ জল বলেছেন: আবার পড়তে এলাম। ২ টা পড়া হল। একটা বাকি।
আমি এত সুন্দর করে চিঠি লিখতে আর কাউকে দেখিনি, ভাইয়া।
আরও অনেক অনেক চিঠি পোস্টের অপেক্ষায় থাকলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
স্বপনবাজ বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ! যার জন্য লিখা সে যদি দেখতো আর কি !
সময় সুযোগ মত চিঠী পোষ্ট করার ইচ্ছা আছে আপু !
শুভকামনা জানবেন !
৪৩| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: অন্য একটা লেখার লিঙ্ক ধরে আপনার এ লেখাটাতে এলাম। সুন্দর চিঠি লিখেছেন। খুব ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শিপন মোল্লা বলেছেন: তুমিহীনা রাতগুলো বড্ড দীর্ঘ মনে হয় ! তাই তোমাকে খুঁজে ফিরি জোছনার ছায়ায় , বৃষ্টিধোয়া আকাশে তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে মুহুর্তে !
বিরহের চমৎকার বহিঃপ্রকাশ। আশা করি বিরহ কেটে যাক অচিরেই।
প্রথম ভাল লাগা রেখে গেলাম।