নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা !

১১ ই মে, ২০১৩ রাত ১:৪২

শহুরে বাতাসে নেই উপেক্ষার ছাপ ! কাল্পনিক কিছু স্বপ্ন ঘিরে ধীরে ধীরে বিলীন হয়ে যাবার থেকে স্বপ্ন গুলোকে গলা টিপে মেরে ফেলাই কি উত্তম নয় ?? স্বপ্নের সাথে কিছু সম্পর্ক , যা আপাত দৃষ্টিতে নিতান্তই অর্থহীন ! স্বপ্নের সাথে কফিনে ঢুকে পড়বে একরাশ শব্দগুচ্ছ ! ওরা ওখানে ছটফট করতে থাকবে কেউ দেখবেনা ! তাতে অতি উত্তম একটা ব্যাপার হয়ে যাবে ...কিছু শব্দের বলিদান বিনিময়ে বেঁচে থাকা জেদের পিঞ্জিরা ছাড়া !

হিম বাতাস, আঁধারে বৃষ্টি ছায়া , জেগে থাকা শুন্যতা কাল্পনিক স্বপ্নের দলে আশা জগানিয়া !

রাত্রিক্লান্ত শব্দের দল ক্লান্ত পাখির ডানায় ভর করে উড়ে যেতে চায় কফিন টার বা পাশ দিয়ে ! শব্দযন্ত্রণার মুক্তি সেতো নিষঙ্গ চিলের ডানায় ভর করা যন্ত্রণা ! ক্লান্ত পথিক তাই জেগে থাকা বৃষ্টি ফোঁটায় মিলিয়ে দেয় না বলা শত কথা !



এখন গভীর রাত , বাতসে হীম শিতলতা , প্রকৃতিতে ভেজা মগ্নতা ! সহস্র বছরের শব্দের দল এখন জলকণায় মিশে একাকার ! শুন্য উপত্যকার মুক্ত পাখি হয়ে শব্দেরা এখন উড়ে বেড়াবে রাত্রি জুড়ে !

বৃষ্টিভেজা ক্লান্ত রাত আর তার সঙ্গী কত শত কথা ! জাগতিক মোহের আহ্বান আর মৃত স্বপ্নের উচ্ছ্বাসে রাতের বৃষ্টিতে এক প্রচ্ছন্ন মায়া ছড়িয়ে অর্থহীণ সম্পর্কের অপমৃত্যু !

এখন গভীর রাত , কি অদ্ভুত আঁধারের বৃষ্টি কিবা আঁধারের নগ্নতায় বিষাদের ছাপ নেই !

ধীর , স্থির , কল্পনা শক্তি হারিয়ে যায় আঁধারে !

হুট করে মনে হয় কি হবে কথাগুলো শুন্যে ভাসিয়ে দিয়ে , অর্থহীন সম্পর্কের সাথে গলাটিপে মেরে ফেলি হাওয়ায় উড়তে থাকা চিল টাকে ! ডানাটাকে পুড়িয়ে দেই অভিমানের ভস্মে ! কথাগুলো বন্দী থাক সেই কফিনে !

কেউ যদি শুনতেই চায় তবে কফিন খুললেই মুক্ত পাখি হয়ে তাকে গান শুনাবে ! বৃষ্টিরাতের গান , আঁধারের কান্নার গান কিংবা কাল্পনিক কোন সুখের কবিতা !

রাত্রিক্লান্ত পথিক তাই হাওয়ায় নয় কফিনেই পেরেক ঠুকে শেষ পেরেক টি , যাত্রা টা তবে না বলাই হোক ! নিঃশব্দ বিদায় ই শ্রেয় ! তাতে কাঠিন্য চোখে পড়েনা , নিজের মত করে উপসংহার টেনে ম্লান হাসিতে চোখ বন্ধ করে দেয়া যায় !

আজ রাত জুড়ে বৃষ্টি পড়ুক ! জলকণা পথিকের ক্লান্তিতে ভর করুক , স্নিগ্ধ হোক নৈঃশব্দিক পদচারণা ! আবার একদিন জোছনা হবে , জোছনার আগুনে ফেটে পড়বে কফিন , মুক্ত পাখি খুঁজে নেবে গন্তব্য ! তাই উত্তম ! বৃষ্টিভেজা রাতে অপেক্ষা জোছনার ... জোছনায় তুমি কাঁদবে , কোন এক বৃষ্টিরাতে ক্লান্ত এক গল্প হাসবে !

আজ তবে জলমগ্নতা চলতেই থাকুক ! আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা !

উৎসর্গঃ একজন আরমান , কাল্পনিক_ভালোবাসা , আমিনুর রহমান , আশিক মাসুম , কান্ডারী অথর্ব , কুনোব্যাঙ ! কিছু অসাধারণ মানুষ !

অ টঃ পোষ্ট দেয়ার কোন ইচ্ছা ছিলনা , সামুতে অনেক দিন পর লগইন করতে পেরে খুশিতে কিছু একটা পোষ্ট করার জেদ চাপলো ! তাই আবোল তাবোল লিখলাম !

মন্তব্য ৮২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: উতসর্গে আমার নাম মনে মনে ধরে নিলাম ।

১১ ই মে, ২০১৩ রাত ১:৪৯

স্বপনবাজ বলেছেন: সেটাই পাইলট ভাই ! ধরে নেন ! আবোল তাবোল যা লিখলাম তা কতটা মন্দ হয়েছে সেটা বলেন !

২| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪৬

বোকা ডাকু বলেছেন: "ধীর , স্থির , কল্পনা শক্তি হারিয়ে যায় আঁধারে ! "

বেশ ভাল লাগ্ল অভি ভাই। তবে বৃষ্টি হলে আরও ভাল লাগত। :) :) :)

১১ ই মে, ২০১৩ রাত ১:৫০

স্বপনবাজ বলেছেন: পোস্ট জুড়েই তো বৃষ্টি !
ধন্যবাদ ডাকু !

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রথম কমেন্টটা কি আমার ?

১১ ই মে, ২০১৩ রাত ১:৫০

স্বপনবাজ বলেছেন: আমার ব্লগে স্বাগতম মন্ত্রী ! হেইডা তো মনে লয় পাইলটের ! আপ্নে কি তার বিমানে নাকি ?

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধুরু , পাইলট না আমার সাথে চ্যাটে ছিলো ?? কমেন্ট করলো ক্যামতে ???



আবোল তাবোল হইলেও একটা গভীর পর্যবেক্ষণ আছে লেখায় । ভালো লাগলো ।

১১ ই মে, ২০১৩ রাত ১:৫২

স্বপনবাজ বলেছেন: যাই লিখি একটা মেসেজ দেয়ার চেষ্টা করি , কমেন্ট দেখে মনে হয় সবাই বুঝে ! কষ্ট করে আর সারমর্ম লিখতে হয় না ! আমি ছোট বেলা থেকে সারমর্মে কম নাম্বার পাই !

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫১

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল হইছে দাদা

১১ ই মে, ২০১৩ রাত ১:৫২

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মিতা !

৬| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৫

বোকামন বলেছেন:


চমৎকার একখানা লেখায় আবোল তাবোল বেমানান লাগছে ভাই।
বড্ড বেমানান লাগছে .....

১১ ই মে, ২০১৩ রাত ১:৫৭

স্বপনবাজ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন , সুন্দর মন্তব্যের জন্য !
শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৬

কালোপরী বলেছেন: :)

১১ ই মে, ২০১৩ রাত ২:২৫

স্বপনবাজ বলেছেন: :(

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৭

প্রিন্স হেক্টর বলেছেন: ঠিকাচে মাইনাচ ;)

১১ ই মে, ২০১৩ রাত ২:২৬

স্বপনবাজ বলেছেন: আপনেরে ও মাইনাচ !
তার মানে গিয়া দাঁড়ালো +

৯| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রাত্রি আর আঁধার অনুভবের লেখা ভালো লেগেছে।।

১১ ই মে, ২০১৩ রাত ২:২৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই ! আপনার বৃষ্টির কবিতা তিনটাও ভালো লেগেছে !

১০| ১১ ই মে, ২০১৩ রাত ২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো লাগলো।

১১ ই মে, ২০১৩ রাত ২:২৮

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভাই !
বারবার কাল্পনিক শব্দটা লিখার সময় আপনার চেহারা ভেসে উঠেছে !

১১| ১১ ই মে, ২০১৩ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:

মুগ্ধ হয়ে ২ বার পড়লাম। তোমার ভাবনাগুলো সত্যিই অনেক চমৎকার।

রাত্রিক্লান্ত পথিক তাই হাওয়ায় নয় কফিনেই পেরেক ঠুকে শেষ পেরেক টি , যাত্রা টা তবে না বলাই হোক ! নিঃশব্দ বিদায় ই শ্রেয় ! তাতে কাঠিন্য চোখে পড়েনা , নিজের মত করে উপসংহার টেনে ম্লান হাসিতে চোখ বন্ধ করে দেয়া যায় !

১১ ই মে, ২০১৩ রাত ২:৩২

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন আমিনুর ভাই !

১২| ১১ ই মে, ২০১৩ রাত ২:৩৪

কালোপরী বলেছেন: স্মাইল দিলে কারো মন খারাপ হয় নাকি ???

১১ ই মে, ২০১৩ রাত ২:৩৯

স্বপনবাজ বলেছেন: লেখকের মন খারাপ হয় নাই ! মন খারাপ হইছে আঁধারের বৃষ্টিফোটা গুলোর ! ধন্যবাদ আবার আসার জন্য !

১৩| ১১ ই মে, ২০১৩ ভোর ৪:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
জোছনায় তুমি কাঁদবে , কোন এক বৃষ্টিরাতে ক্লান্ত এক গল্প হাসবে !
আজ তবে জলমগ্নতা চলতেই থাকুক ! আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা !


সমাপ্তি বেশ লাগল।

চতুর্থ ভাললাগা কিন্তু আমার। :)

১১ ই মে, ২০১৩ ভোর ৪:০৯

স্বপনবাজ বলেছেন: হুম ! ধন্যবাদ

১৪| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আবোল তাবোল লিখা ভাল লেগেছে।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

১৫| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:৩৩

লাবনী আক্তার বলেছেন: খুব ভাল লাগল।

১১ ই মে, ২০১৩ রাত ৮:০০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

১৬| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:০৮

বৃতি বলেছেন: ভাল লাগলো স্বপনবাজ :)

১১ ই মে, ২০১৩ রাত ৮:০১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

১৭| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:১৫

মামুন রশিদ বলেছেন: মুক্ত গদ্য ভালো লাগে । আপনারটা পড়ে ঘোর লেগে গেলো । এলোমেলো ভাবনার অপার্থিব সাতকাহন ।

১১ ই মে, ২০১৩ রাত ৮:০৪

স্বপনবাজ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই , সুন্দর মন্তব্যের জন্য !

১৮| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

এরিস বলেছেন: রাত্রিক্লান্ত পথিক তাই হাওয়ায় নয় কফিনেই পেরেক ঠুকে শেষ পেরেক টি , যাত্রা টা তবে না বলাই হোক ! নিঃশব্দ বিদায় ই শ্রেয় ! তাতে কাঠিন্য চোখে পড়েনা , নিজের মত করে উপসংহার টেনে ম্লান হাসিতে চোখ বন্ধ করে দেয়া যায় ! স্বপনবাজ, কান্না পেল কেন আমার??? আমিতো সহজে কাঁদি না...!!

১১ ই মে, ২০১৩ রাত ৮:০৬

স্বপনবাজ বলেছেন: কান্না কেন পেল ?? নিঃশব্দ বিদায় shobdho ta dayi mone hoy !
কৃতজ্ঞতা জানবেন এরিস , সুন্দর মন্তব্যের জন্য !

১৯| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:১১

s r jony বলেছেন: এইসব "আবোল তাবোল" লেখায় আমার নাম উৎসর্গ না করায় ভালই হইছে ;)

১১ ই মে, ২০১৩ রাত ৮:০৭

স্বপনবাজ বলেছেন: ধরে নেন ! ;)

২০| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ইদানীং একটা জিনিস বুঝতারসিনা, মাইনশে দুর্দান্ত সব কবিতা লিখা দাবী করে এইটারে কবিতা কইলে মাইন্ড খামু! এইটারে কইতে হইবে আবোলতাবোল! তা ভাই আপনারা নাম যাই দেন, কবিতা বাদ দিয়া এইসব আবোলতাবোল লিখা শুরু করেন সবাই, মি লাইক দিস!

আর উতসর্গে আমার নাম আমিও মনে মনে ধরে নিলাম! :P

শুভকামনা!

১১ ই মে, ২০১৩ রাত ৮:১০

স্বপনবাজ বলেছেন: :( :(
ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

২১| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:০৭

বাংলার হাসান বলেছেন: আমার নাম নাইক্কা, বাঁইচ্চা গেছি। =p~ =p~ =p~ =p~

১১ ই মে, ২০১৩ রাত ৮:১১

স্বপনবাজ বলেছেন: ধরে নেন ! ;)

২২| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪

বোকা ডাকু বলেছেন: না অভি ভাই বলছিলাম আমার এখানে বৃষ্টি পরলে ভাল হত। :( :( /:) /:)

১১ ই মে, ২০১৩ রাত ৮:১১

স্বপনবাজ বলেছেন: হুম ! ;)

২৩| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো+

১১ ই মে, ২০১৩ রাত ৮:১১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

২৪| ১১ ই মে, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
আমি জানতাম আপনি এই কাজ করবেন ! কেন বলেন তো? ;)

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপনবাজ বলেছেন: হাহাহাহাহা ! বলা যাবে না !

২৫| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:
এখন গভীর রাত , বাতসে হীম শিতলতা , প্রকৃতিতে ভেজা মগ্নতা !

সত্যিই অনেক ভাল লাগছে।
অডিও মিস করছি কেও যদি পড়ে শুনা তো আর আমি একটা সিগারেট ধরাতাম!!!

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !
ধরান না করল কে
Click This Link

২৬| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ মোবারক !!! !:#P !:#P !:#P ;) ;) ;)

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

স্বপনবাজ বলেছেন: ঈদ মোবারক !!! :-P :-P B:-) B:-) B:-) B:-)

২৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১৪

বটবৃক্ষ~ বলেছেন: আজ রাত জুড়ে বৃষ্টি পড়ুক ! জলকণা পথিকের ক্লান্তিতে ভর করুক , স্নিগ্ধ হোক নৈঃশব্দিক পদচারণা ! আবার একদিন জোছনা হবে , জোছনার আগুনে ফেটে পড়বে কফিন , মুক্ত পাখি খুঁজে নেবে গন্তব্য ! তাই উত্তম ! বৃষ্টিভেজা রাতে অপেক্ষা জোছনার ... জোছনায় তুমি কাঁদবে , কোন এক বৃষ্টিরাতে ক্লান্ত এক গল্প হাসবে !
আজ তবে জলমগ্নতা চলতেই থাকুক ! আঁধার জুড়ে বৃষ্টি ছায়া লিখে যাক আরেক টি বিষাদী কবিতা !


কেমন বৃষ্টিমগ্ন হয়ে পড়ছিলাম!!

মাসুম ভাই অথবা কান্ডারী ভাই এখনো ল্যান্ড করে সারতে পারেননাই!! মানে দেখেননাই !! উনাদের কোন একজনের উতসর্গটা আমার সাথে এক্সচেন্জ করেন পিলিজ!!!! ;) 8-| :#) :#)
আর আরমান ভাই!উতসর্গিত হইয়া বেশি বিনয় কইরেননা কিনতু! পসন্দ নাহইলে আমারে দিয়া দেন !!
/:) /:) /:)

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩

স্বপনবাজ বলেছেন: বৃষ্টিমগ্ন করার কারনে লিখা !
ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !
মাসুম ভাই অথবা কান্ডারী ভাই এখনো ল্যান্ড করে সারতে পারেননাই!! মানে দেখেননাই !! উনাদের কোন একজনের উতসর্গটা আমার সাথে এক্সচেন্জ করেন পিলিজ!!!!
আর আরমান ভাই!উতসর্গিত হইয়া বেশি বিনয় কইরেননা কিনতু! পসন্দ নাহইলে আমারে দিয়া দেন !!

ডান !

২৮| ১২ ই মে, ২০১৩ রাত ১:১৭

বটবৃক্ষ~ বলেছেন: সব্বোনাশ!! ঈতিমধ্যে কান্ডারী ভায়া চলে এসেছেন!!! :-* :-*

ঈয়ে সরি আমার কুনু দুষ নাই!!! B-) :#)

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০৪

স্বপনবাজ বলেছেন: উনি এমনি ! :-P :-P B-)) B-))

২৯| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগলো

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !

৩০| ১২ ই মে, ২০১৩ রাত ৮:২৩

রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ!খুব সুন্দর হয়েছে ভাইয়া :)

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা !

৩১| ১২ ই মে, ২০১৩ রাত ১১:৩২

মেঘরোদ্দুর বলেছেন: শিরোনাম আবোল তাবোল দিলে আরো ভালো হত। যদিও বিষয়টা শিরোনামের বিপরীত। আপনার জেদ সার্থক হয়েছে। সুন্দর একটা মুহূর্ত অতি সাবলিলভাবে উপস্থাপন করা হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকুক।

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২২

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
শুভকামনা থাকলো !

৩২| ১৩ ই মে, ২০১৩ ভোর ৪:৪৭

একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
ঈদ মোবারক !!!



কাহিনি কি? :-B :-B :-B

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৬

স্বপনবাজ বলেছেন: সামুতে লগইন করতে পারা ঈদের খুশির সমতুল্য !

৩৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার! তবে এমন একটা লেখার শুরুতেই বানান ভুল দেখতে ভালো লাগছহে না।

শুহুরে-শহুরে।

শুভদুপুর।

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
আসলে বানানের ব্যাপারে আমি একটু অমনোযোগী !
মোবাইলে লিখেছিলাম , পরে আর খেয়াল করা হয় নি ! এখনি ঠিক করে নিচ্ছি !
সাথেই থাকুন !

৩৪| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: আশা জগানীয়া ! > আশা জাগানিয়া
ছটপট > ছটফট
বেচে ( বিক্রি করা অর্থে ) > বেঁচে
নিষঙ্গ > নিঃসঙ্গ
শিতলতা > শীতলতা
ফোটায় > ফোঁটায়
উচ্ছাসে > উচ্ছ্বাসে
অর্থহীণ > অর্থহীন

চিল টাকে ! ডানা টাকে > চিলটা কে ! ডানাটা কে
পেরেক টি , যাত্রা টা > পেরেকটি , যাত্রাটা
পড়েনা > পড়ে না
নৈঃশব্দিক > নৈঃশাব্দিক
শুনাবে > শোনাবে । শুনতে চাওয়া হয় কিন্তু শুনাবে - শুনতে ভালো লাগে না ।
প্রথম প্যারায় দুইবার উত্তম শব্দের প্রয়োগ ও চোখে লেগেছে। এরকম আরও আছে , খুঁজলে পাওয়া যাবে।

লেখাটা কয়েকজনকে উৎসর্গ করেছেন দেখলাম। সে হিসেবে বানান ভুল ব্যাপার না । কিন্তু একটা লেখা হিসেবে বিবেচনা করলে এতগুলো বানান ভুল আসলে দৃষ্টিকটু।

ব্লগে আবার স্বাগতম ।

১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৯

স্বপনবাজ বলেছেন: মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ! উৎসর্গ টা কি খুব মুখ্য ! বানান ভুল সব সময়ই দৃষ্টিকটু ! মোবাইলে লিখায় ভুল টা আরো বেশী হয়েছে , পরে আর খেয়াল করে দেখা হয় নি , আপনাকে অনেক ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য ! ঠিক করে নিচ্ছি , সাথেই থাকুন !

৩৫| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

মাক্স বলেছেন: +++

১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মাক্স !

৩৬| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭

অদৃশ্য বলেছেন:




shob miliye chomotkar hoyese likhati.... ghor laga smyer kotha... vabna...



shuvokamona......

১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৯

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ! সাথেই থাকুন !

৩৭| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১০

ভিয়েনাস বলেছেন: বৃষ্টিভেজা রাতে অপেক্ষা জোছনার ... জোছনায় তুমি কাঁদবে , কোন এক বৃষ্টিরাতে ক্লান্ত এক গল্প হাসবে ! .... আবোল তাবোল লেখায় গভীরতা অনেক বেশী,

ভালো লেগেছে

২১ শে মে, ২০১৩ রাত ১২:৩২

স্বপনবাজ বলেছেন: আপনাদের এমন মন্তব্য পাই বলেই আবোলতাবোল লিখা পোস্ট করার সাহস পাই! কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভিয়েনাস!

৩৮| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: লিখাটি পড়ে মনে হলো-আপনি আপনার নিকের স্বার্থকতা প্রমাণ করেছেন।
সুন্দর বলবো নাকি বলবো সিম্পলি বিউটিফুল।

২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট! আপনার আগমনে কৃতজ্ঞতা!
অ ট : আমি আপনার মোরাল গল্পের ভক্ত হয়ে গেছি!

৩৯| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

মেহেরুন বলেছেন: Click This Link

২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

স্বপনবাজ বলেছেন: ok ... মেহেরুন আপু!

৪০| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

ছোট্ট নিথী বলেছেন: মিষ্টি! +++

২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৪

স্বপনবাজ বলেছেন: অনেক দিন পর ছোট্ট নিথীর আগমন! শুভেচ্ছা!

৪১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

ছোট্ট নিথী বলেছেন: ধন্যবাদ! :)

২১ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

স্বপনবাজ বলেছেন: ওয়েলকাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.