নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সমুদ্রচারী নাবিকদের ফেলে যাওয়া দৃষ্টি রেখা ধরে

আমি খুজেঁ ফিরি

ব্যর্থ হৃদয়ের আস্ফালন !

নীলাভ জলছায়া ছুটে চলে অজস্র শব্দতরী দ্রবীভূত করে!

আমি ছুটে চলি নাবিকের চোখে ভর করে, নিঝুম দ্বীপের বিষন্ন সিগ্যাল এর আঁকা উড়ন্ত মানচিত্র মেপে মেপে!

রাত নামে উজ্জ্বল মেঘের দেশে!

রাত তো নয় যেন অনিকেত অন্ধকার

অন্ধকারে তারার ছায়ারেখা ধরে ভেসে বেড়ায় সহস্র বছরের শব্দঝংকার! চোখের ভাজে ধরা পড়ে অগণিত শুন্যতার শব্দদল! সে এক তীব্র ছায়াপুত্তলিকা ঘেরা স্মৃতির ঘোর !

হিমশিতল হাওয়া গায়ে মেখে, সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আমি হারাই নৈঃশব্দ্য ঘুমে!

আমার চিন্তাজগতে তখন তোমার রাজত্ব!

গভীর সমুদ্র জুড়ে অন্ধকারে তুমি এঁকে চললে হাওয়া ফুলের নকশা, তার ঘ্রাণে রাত্রিজুড়ে ভেসে উঠে মায়াবী সূর! যখন আলো ফুটে নীলের দেশে তখনই মনে পড়ে আরে হ্যাঁ ছুটে চলছি আবিরাম সেই ঘোরলাগা সুরের সন্ধানে! সেই সুর গিলে খাবে নীলাভ জলে জমে থাকা সহস্র বছরের সব শব্দ যন্ত্রনাকে!

একদিন ফিরে আসবো, এসেই হারাবো তোমার জলমগ্ন চোখের ভিতরে। তারপর তোমায় শোনাবো অচেনা সুরের মায়াবী সংগীত, তুমি সে সুরে মগ্ন হয়ে আঁকতে থাকবে বিষাদ মুক্তির ফুলেল নকশা!

জলছায়া আর অনুজ্জ্বল রোদের দেখানো পথে আমি ছুটে চলি সেই মায়াবী সুরের সন্ধানে!

আমি কি গাইতে পারবো অচেনা সুরের সে মায়াবী সংগীত ...তোমায় আকাতে পারবো বিষাদমুক্ত নকশা ...সে নকশা দেখে সমস্ত ব্যর্থ হ্রদয় ছুঁয়ে ফেলবে এরিসের রক্তিম লাল গোলাপ!

ুউৎসর্গঃ প্রিয় ব্লগার একজন আরমান ! যিনি খুঁজে বেড়াচ্ছেন সেই মায়াবী সুর !

মন্তব্য ৮৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রাইসুল সাগর বলেছেন: বাহ। চমৎকার কথাগুলোতে +। শুভকামনা জানিবে সব সময়।

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ সাগর ভাই ! ভালো থাকুন সবসময় !

২| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ! ভালো লাগলো ।১ম +++

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

৩| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
লগ আউট করে ফেলেছিলাম কিন্তু তোমার পোস্ট চোখে পরায় আবার লগইন করলাম শুধু মন্তব্য করতে। তোমার পোস্ট এর মত খুব চমৎকার লেখনির পোস্ট সামুতে খুব কমই দেখা যায়।

২০ শে মে, ২০১৩ রাত ৮:৪০

স্বপনবাজ বলেছেন: আপনার এমন মন্তব্য সব সময়ই আমাকে অনুপ্রেরণা জোগার স্যার !

৪| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এন্টেনার উপর দিয়া গেলো :(( :(( :(( :((

২০ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

স্বপনবাজ বলেছেন: বলেন কি মন্ত্রী :| :| :| :| :|

৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

স্বপনবাজ বলেছেন: মোবাইল থেকে মন্তব্য প্রতিউত্তর দেয়ার বাটন খুজেঁ পাচ্ছিনা, তাই উত্তর দিতে একটু দেরী হবে! শুভকামনা সবার জন্য!

২০ শে মে, ২০১৩ রাত ৮:৫২

স্বপনবাজ বলেছেন: জ্বি !

৬| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আশিক মাসুম বলেছেন: খুব খুব খুব ভালো লাগলো।


+

২০ শে মে, ২০১৩ রাত ৯:০২

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই ! ভালো আছেন আশা করি !

৭| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন:
আমি কি গাইতে পারবো অচেনা সুরের সে মায়াবী সংগীত ....

সুন্দর ++++

২০ শে মে, ২০১৩ রাত ৯:০৩

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক !

৮| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মামুন রশিদ বলেছেন: নিঝুম দ্বীপের বিষন্ন সিগ্যাল এর আকা উড়ন্ত মানচিত্র মেপে মেপে!

একদিন ফিরে আসবো, এসেই হারাবো তোমার জলমগ্ন চোখের ভিতরে।

তারপর তোমায় শোনাবো অচেনা সুরের মায়াবী সংগীত, তুমি সে সুরে মগ্ন হয়ে আঁকতে থাকবে বিষাদ মুক্তির ফুলেল নকশা!

সে নকশা দেখে সমস্ত ব্যার্থ হ্রদয় ছুঁয়ে ফেলবে এরিসের রক্তিম লাল গোলাপ!



চমৎকার, অপূর্ব, মায়াবী ।

২০ শে মে, ২০১৩ রাত ৯:১৫

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
আপনাদের এমন মন্তব্য আবোল তাবোল লিখার সাহস দেয় !

৯| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মামুন রশিদ বলেছেন: নিঝুম দ্বীপের বিষন্ন সিগ্যাল এর আকা উড়ন্ত মানচিত্র মেপে মেপে!

একদিন ফিরে আসবো, এসেই হারাবো তোমার জলমগ্ন চোখের ভিতরে।

তারপর তোমায় শোনাবো অচেনা সুরের মায়াবী সংগীত, তুমি সে সুরে মগ্ন হয়ে আঁকতে থাকবে বিষাদ মুক্তির ফুলেল নকশা!

সে নকশা দেখে সমস্ত ব্যার্থ হ্রদয় ছুঁয়ে ফেলবে এরিসের রক্তিম লাল গোলাপ!



চমৎকার, অপূর্ব, মায়াবী ।

২০ শে মে, ২০১৩ রাত ৯:১৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই !
আপনাদের এমন মন্তব্য আবোল তাবোল লিখার সাহস দেয় !
দুবার মন্তব্য তাই দুবার উত্তর !
মুছলে রিপোর্ট হয়ে যায় কি দরকার আপনারে রিপোর্ট করার !

১০| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

২০ শে মে, ২০১৩ রাত ৯:২৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই !

১১| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৮

ভিয়েনাস বলেছেন: অচেনা মায়াবীসুর হোক চিরচেনা সুর.........

চমৎকার হয়েছে গদ্য কবিতা।

৬ষ্ঠ ভালো লাগা

২০ শে মে, ২০১৩ রাত ৯:২৭

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !

১২| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৫

বোকামন বলেছেন:

লেখকের চিন্তাজগতের গভীর দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ !

২০ শে মে, ২০১৩ রাত ৯:২৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ প্রিয় বোকামন ! এমন মন্তব্য ব্যাপক উৎসাহ জোগায় !

১৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো লাগল। বানান নিয়ে একটু সতকর্তা অবলম্বন করা প্রয়োজন আছে। :)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
চেষ্টা থাকবে .

১৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২২

প্রিন্স হেক্টর বলেছেন: পেলাচ। :)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩১

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ হেক্টর !

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৩

তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর কথা গুলো................

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক অনেক সুন্দর।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !

১৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০৪

বটবৃক্ষ~ বলেছেন: ++ Diye gelam.Ektu por pore montobbo dibo.....:)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: ওকে

১৮| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৭

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা রইলো।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !

১৯| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

রেজোওয়ানা বলেছেন: Khub sukhpatho :)

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা থাকলো !

২০| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর লেখা

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! শুভকামনা থাকলো !

২১| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
জলছায়া আর অনুজ্জ্বল রোদের দেখানো পথে আমি ছুটে চলি সেই মায়াবী সুরের সন্ধানে!


পাঠে মুগ্ধ!!!

১২তম ভাললাগা।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ! শুভকামনা থাকলো !

২২| ২০ শে মে, ২০১৩ রাত ১:০০

বটবৃক্ষ~ বলেছেন: বোকামন wrote:

লেখকের চিন্তাজগতের গভীর দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ !

হুম... জলছায়া আর অনুজ্জ্বল রোদের পথে হেঁটে নাবিক খুব শীঘ্রই সেই কাংখিত মায়াবী সুরের সন্ধান পাক......এই কামনা রইলো.....:)
সন্ধান পেলে জানাবেন নিশ্চই?? :)

কবির তীক্ষ্ণ কথামালা চিন্তা জগতে রাজত্ব করবার মতই শক্তিশালী বটে!! নো ডাউট!! অগুনতি +++++++++হবে !

২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

স্বপনবাজ বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা !

২৩| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৩

s r jony বলেছেন: চমৎকার কথাগুলোতে +।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪২

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ জনি ভাই !

২৪| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:





'' নাবিকের ফেলে যাওয়া দৃষ্টিরেখা ধরে আমিও চলি

চলি
উড়ন্ত সিগ্যালের শূন্যে আঁকা মানচিত্রের পথ ধরে
সুরের সন্ধানে

সেখানে ছিলো জলের মগ্নতা ও বিষাদশূন্য প্রিয়তমার মুখ''

________

স্বপনবাজ

অত্যন্ত সুন্দর হয়েছে লিখাটি... তাই ওভাবেই বলে গেলাম...


শুভকামনা...

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

স্বপনবাজ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন !
শুভকামনা আপনার জন্য ও !

২৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:

দুর্দান্ত হয়েছে কবি স্বপ্নবাজ।

মায়াবী গদ্য কবিতায় +++

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ জানবেন আমিনুর ভাই !

২৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: নাহ আপনি বড্ড বেশী বানান ভুল করেন !

এত ভালো লেখাও কিন্তু বানানের কারণে পাঠে ব্যাঘাত ঘটায়।
লেখাটা ভালো ছিল।
শুভকামনা আপনার জন্য।

২০ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

স্বপনবাজ বলেছেন: হুম , কি করবো বলেন ! আপনার বকা খেয়ে যদি এই দিকে একটু মনোযোগী হই !
আন্তরিক কৃতজ্ঞতা আপনার মন্তব্যের জন্য !
শুভকামনা সবসময়ের !

২৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

বাংলার হাসান বলেছেন: বাহ। চমৎকার

২০ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !

২৮| ২০ শে মে, ২০১৩ রাত ১১:২৭

শিপন মোল্লা বলেছেন: এক কথায় চমৎকার। অনেক আবেগি লিখা।
++++

২০ শে মে, ২০১৩ রাত ১১:৪০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !

২৯| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

রুপম শাহরিয়ার বলেছেন: অসাধারন ভাই। বলার বাইরে কবিতা লিখেছেন। তাছাড়া যখন আপ্নার কবিতা পড়ছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিল।
চমৎকার পরিবেশের চমৎকার কবিতা।

২০ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ রুপম শাহরিয়ার ! আমার ব্লগে স্বাগতম !

৩০| ২১ শে মে, ২০১৩ রাত ১২:২৯

মাক্স বলেছেন: বরাবরের মতই সুন্দর লিখেছেন!

২১ শে মে, ২০১৩ রাত ১২:৪১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মাক্স

৩১| ২১ শে মে, ২০১৩ রাত ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এন্টেনার উপর দিয়া গেলো

আমার অবস্থাও কিছুটা তেমনই :(

২১ শে মে, ২০১৩ রাত ১:৪৯

স্বপনবাজ বলেছেন: কন কি ব্যাঙ ! :(( :(( :((

৩২| ২১ শে মে, ২০১৩ রাত ৩:০৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ১৯তম ভালোলাগা।

২১ শে মে, ২০১৩ রাত ৩:১১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! শুভকামনা সব সময়ের !

৩৩| ২১ শে মে, ২০১৩ ভোর ৪:০১

শোশমিতা বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা!
অনেক অনেক ভালো লাগলো + +

২১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু !

৩৪| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কথা গুলো ভালো লাগলো ।

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ রাফাত ভাই !

৩৫| ২১ শে মে, ২০১৩ সকাল ৮:৫৯

ইয়ার শরীফ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এন্টেনার উপর দিয়া গেলো :(( :(( :(( :((
আমারও

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭

স্বপনবাজ বলেছেন: বলেন কি |-) |-)
ধন্যবাদ পড়ার জন্য !

৩৬| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

নস্টালজিক বলেছেন: সুন্দর!

শব্দচয়নগুলো সমুদ্র ভ্রমণ করায়!


শুভেচ্ছা নিরন্তর!

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

স্বপনবাজ বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা ! শুভকামনা সবসময়ের !

৩৭| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৩৬

একজন আরমান বলেছেন:

আপনার লেখা সম্পর্কে নতুন করে আর কি বলবো?
শুধু কান্ডারী ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাইঃ
তোমার পোস্ট এর মত খুব চমৎকার লেখনির পোস্ট সামুতে খুব কমই দেখা যায়।

উৎসর্গ দেখে অনেকটা আপ্লুত।
আপনার কথার সাথে একমত। ভার্চুয়াল আর এর বাইরের লাইফ আলাদা হলেও। ভার্চুয়াল লাইফের কিছু মানুষের প্রভাব এর বাইরের লাইফেও থাকে থাকবে আজীবন !

অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর শুভকামনা থাকবে আজীবন।

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯

স্বপনবাজ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা আরমান ভাই !
সেটাই ! ভার্চুয়াল লাইফ টা বাস্তবের একটা প্রতিবিম্ভ মায়ত ! যারা আলাদা করে দুটাকে আলাদা করতে চায় তাদের ভালো থাকাটা কঠিন হয় বলে আমি মনে করি !
আপনার জন্য নিরিন্তর শুভকামনা !

৩৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

এরিস বলেছেন: সমুদ্রচারী নাবিকদের ফেলে যাওয়া দৃষ্টিরেখা ধরে
আমি খুজেঁ ফিরি
ব্যর্থ হ্রদয়ের আস্ফালন!
নীলাভ জলছায়া ছুটে চলে অজস্র শব্দতরী দ্রবীভূত করে!
আমি ছুটে চলি নাবিকের চোখে ভর করে, নিঝুম দ্বীপের বিষন্ন সিগ্যাল এর আঁকা উড়ন্ত মানচিত্র মেপে মেপে!
রাত নামে উজ্জ্বল মেঘের দেশে!
রাত তো নয় যেন অনিকেত অন্ধকার
অন্ধকারে তারার ছায়ারেখা ধরে ভেসে বেড়ায় সহস্র বছরের শব্দঝংকার! চোখের ভাঁজে ধরা পড়ে অগণিত শূন্যতার শব্দদল! সে এক তীব্র ছায়াপুত্তলিকা ঘেরা স্মৃতির ঘোর !
হীমশীতল হাওয়া গায়ে মেখে, সমস্ত অন্ধকার মুঠোয় বন্দী করে আমি হারাই নৈঃশব্দ ঘুমে!
আমার চিন্তাজগতে তখন তোমার রাজত্ব!
গভীর সমুদ্র জুড়ে অন্ধকারে তুমি একে চললে হাওয়া ফুলের নকশা, তার ঘ্রাণে রাত্রিজুড়ে ভেসে উঠে মায়াবী সুর! যখন আলো ফুটে নীলের দেশে তখনই মনে পড়ে আরে হ্যাঁ ছুটে চলছি অবিরাম সেই ঘোরলাগা সুরের সন্ধানে! সেই সুর গিলে খাবে নীলাভ জলে জমে থাকা সহস্র বছরের সব শব্দ যন্ত্রনাকে!
একদিন ফিরে আসবো, এসেই হারাবো তোমার জলমগ্ন চোখের ভিতরে। তারপর তোমায় শোনাবো অচেনা সুরের মায়াবী সঙ্গীত, তুমি সে সুরে মগ্ন হয়ে আঁকতে থাকবে বিষাদ মুক্তির ফুলেল নকশা!
জলছায়া আর অনুজ্জ্বল রোদের দেখানো পথে আমি ছুটে চলি সেই মায়াবী সুরের সন্ধানে!
আমি কি গাইতে পারবো অচেনা সুরের সে মায়াবী সঙ্গীত ...তোমায় আঁকাতে পারবো বিষাদমুক্ত নকশা ...সে নকশা দেখে সমস্ত ব্যর্থ হৃদয় ছুঁয়ে ফেলবে এরিসের রক্তিম লাল গোলাপ!


অপর্ণা মন্ময় একটি মন্তব্য করেছিলেন। কবি হয়তো সময়ের জন্যে ঠিক করতে পারছেন না। অনধিকার চর্চা করে লিখে দিলাম। ক্ষমা করবেন। কবিতায় যে ঘোরলাগা সুরের বর্ণনা রয়েছে, সেটা বাস্তবিক পাওয়া গেলে আরমান ভাই কেন, যে কেউ হারিয়ে যাবে, মাটির পৃথিবী ছেড়ে স্বর্গদেশে। কবিতা নিয়ে মন্তব্য করাটা কবির লেখনীর সামনে দুঃসাহস হয়ে যাবে। কাণ্ডারী অথর্ব আর আরমান ভাইয়ের সাথে একমত। ''এরিসের রক্তিম লাল গোলাপ'' এরিসকে বিবাদ ছাড়িয়ে গোলাপ ধরালেন স্বপনবাজ ভাই। :P

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১২

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ এরিস! এরিস ব্যাবহার এর কারণ হচ্ছে এরিস হলো গ্রীক পূরাণ মতে ভালোবাসার দেবতা! তার রক্তের কারণেই গোলাপ লাল হয়েছে, আর সে কারণেই লাল গোলাপ ভালোবাসার প্রতীক! আপনি নিশ্চয়ই জানেন, আপনার নিক এর কথা মনে হবার পর উতসর্গ তে আপনার নাম দেয়ার কথা মাথার ভিতরে ছিল + ভুল গুলো ঠিক করার জন্য ও! কিন্তু আলস্যে হয়ে উঠেনি!
আন্তরিক কৃতজ্ঞতা!

৩৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

এরিস বলেছেন: হীমশীতল না, হিমশিতল। আমিও ভুল করেছি। :P

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৩

স্বপনবাজ বলেছেন: ;) ;)

৪০| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:১৮

শ্রাবণ জল বলেছেন: আশ্চর্য সুন্দর!!

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু !

৪১| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৪

ইনকগনিটো বলেছেন: রাত নামে উজ্জ্বল মেঘের দেশে!
রাত তো নয় যেন অনিকেত অন্ধকার
অন্ধকারে তারার ছায়ারেখা ধরে ভেসে বেড়ায় সহস্র বছরের শব্দঝংকার! চোখের ভাজে ধরা পড়ে অগণিত শুন্যতার শব্দদল! সে এক তীব্র ছায়াপুত্তলিকা ঘেরা স্মৃতির ঘোর !


এই অংশটা খুব সুন্দর।


ভালো থাকবেন।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:০০

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কবি ! শুভকামনা সবসময়ের !

৪২| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৬

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর
ভাল লাগা রইলো ।
ভালো থাকুন ।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !

৪৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম...

১১ ই জুন, ২০১৩ ভোর ৫:০৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !

৪৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যার্থ হ্রদয়ের আস্ফালন! > ব্যর্থ হৃদয়ের আস্ফালন

আমি হারাই নৈঃশব্দ ঘুমে! > নৈঃশব্দ্য ঘুমে

তুমি একে চললে হাওয়া ফুলের নকশা > এঁকে চললে

==== আহারে অলস কবি ! শ্রম ব্যর্থ হচ্ছে নাকি বুঝতাছি না ! আর কিছু বলুম না !

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

স্বপনবাজ বলেছেন: ঠিক করে নিচ্ছি আপু ! :( :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.