| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বৃক্ষ
খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..
কয়েক দিন আগে আমার পাশে বাসার চুরির ঘটনাকে নিয়ে লেখা
..
কম্পিত রাস্তাই ছুটন্ত মানব,
মুখ্য যেথায়
প্রানের আশা।।
ধাবিত জনরোষ তার পিছে
চোখে যাদের খুনের নেশা।
ব্যর্থ তার এ প্রচেষ্টা,
থেমে যায়
ছুটে চলা,
অন্তরে তবু ক্ষীণ আশা,
বাচবে কি এ যাত্রায়।
গ্হ কর্তা ডাক ছাড়ে কে আছ বাধো তারে,
দেখছি বেটার সাহস মেলা
করছে চুরি দিন দুপুর বেলা..
খুলেছে দরজা ভেঙ্গেছে তালা,
খুলিল চপাট
ভাঙ্গিয়া আলমিরা,
লুটিল সোনা, লুটিল অর্থ,
পুড়িল তাহার ঝুলায়,
ছুড়িল ইহা দালানের
প্রাদদেশে যেজন ছিল তাহার অপেক্ষায়।
হায়রে বেচারা
লুন্ঠিত সম্পদ ঠিকি করেছিস প্রাচার,
নিজ গমনে কেন খেলি এত বড় আচাড়।
পড়িয়া ধরা.
খেয়েছিস পীড়া
হয়েছিস আধামরা,
তারপর কি হল অবশেষে ঠাই
হল তোর পরিচিত সেই জেলখানা,
গ্ হস্তের
মাথাই তো ঠিকি দিলি চটকানা।
এতো কিছুর ফলাফল পন্ড হল শ্রম,
মাঝ থেকে দিলি বেশ
বিনোদন,
অতপর কিছুদিনের অবসর তারপর
হানা দিবি অন্যকারো ঘর..
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
স্বপ্ন বৃক্ষ বলেছেন: ধন্যবাদ
জানবেন দাদা..
সহযোগিতা কামনা করি..![]()
২|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
স্বপ্ন বৃক্ষ বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা..
সহযোগিতা কামনা করি..
৩|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
বটবৃক্ষ~ বলেছেন: হ্যাপি ব্লগিং!! আপনি তো আমার স্বজাতি! বৃক্ষ~~
আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা!
এন্ড ইদ মুবারাক।
কিছু বানান ঠিক করে নিলে পঠনে শান্তি হবে!
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১
স্বপ্ন বৃক্ষ বলেছেন: অনেক
অনেক ধন্যবাদ জানবেন.. পরামর্শ
আন্তরিক ভাবে গ্রহন করলাম..
এবং এরূপ
সহযোগিতা আশা করি সবসময়.. আপনাকে ও ঈদ
এর অনেক অনেক শুভেচছা..
আন্তরিক ধন্যবাদ, ঈদ মোবারাক..
৪|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
স্বপ্ন বৃক্ষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন.. পরামর্শ আন্তরিক ভাবে গ্রহন করলাম.. এবং এরূপ সহযোগিতা আশা করি সবসময়.. আপনাকে ও ঈদ এর অনেক অনেক শুভেচছা..
আন্তরিক ধন্যবাদ, ঈদ মোবারাক..@ আমার স্বজাতি..![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবিতা
ব্লগে স্বাগতম।