নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেমন জানি! খাম খেয়ালিপনা আর অলসতা, এই দুটোকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছি,তবু শিল্পপতি হতে পারলাম না। যার মাসুল দিতে হয় সবসময়, কিন্তু তবুও ছাড়তে পারিনা। হাজারো অসাধারনের মাঝে সাধারন কেউ।

স্বপ্ন বৃক্ষ

খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..

স্বপ্ন বৃক্ষ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে মাঝি

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইচ্ছে তো আজ ছেড়া ঘুড়ি হাজার কথায় বিনা দারি,

দিবালোকে স্বপ্ন খুজি,

আকুল ধারায় স্রোতের মাঝি।

ইচ্ছে তো আজ অচিন কবি,

বাক্যে বিনা কাব্য প্রেমি।

কখন ও বা জলছবি তুলি হীনা রঙের ঝাপি,

ইচ্ছে তো আজ রঙ্গিন বাশি,

হাওয়া হীনা গানের কলি।

ইচ্ছেকেন সময় ঘড়ি থমকে যেথাই কাটা সবই!



ইচ্ছে কেন খোলা আকাশ, নীলের মাঝে রৌদ্র প্রহর,

হঠাৎ করে বদলে যাওয়া মেঘের নায়ে ব্রিষ্টি বহর..

ইচ্ছেতো আজ রঙ্গিন ছাতা

বর্ষা ঝড়ে কচুপাতা, ইচ্ছে তো আজ পড়া চুড়ি ব্রিষ্টি মাথায় লুকোচুরি,

কখন ও বা নৌকাচালক বৈঠা হাতে দুরন্ত বালক, বিকট সুরে বেজে ওঠা আসমানেতে বর্জ্র ঝলক..



ইচ্ছেটা কি মায়ের হাতে দুপুড় বেলার মিষ্টি আহার অবাধ্যতার কারণ হয়ে মায়ের হাতের আলতো প্রহার।

ইচ্ছে কেন হঠাৎ করে থমকে যাওয়া দুটি চোখ!

চিলেকৌঠার দক্ষিন ধারে মায়াবতীর লজ্জামুখ..।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.