| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বৃক্ষ
খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..
নিঃশব্দ রাত ঝিঝির ডাক
অজানা টানে হেটে যায়
চিলেকোঠার
পানে..
চোখ বুঝে স্বপ্ন ছুড়ি
মনের ছন্দে ..
ঘোর অন্ধকারে
এক ঝাক স্বপ্ন ধরা দেয় কিশোরীর
কেশে..
হঠাৎ আলোড়ন., ঠোঁটের কাঁপন
চোখের তারাই
স্বপ্ন কথন.. বেখেয়ালি মনের
তুলিতে নাচন ..
হ্নদয় পটে একে যায়
কল্প কাহন ..
মাঝ আকাশে চাদঁ. দমকা বাতাস
চমকে যাওয়া দেহ
খসে পড়া ওড়না .. সচকিত চোখ .বিমুগ্ধ
দৃষ্টি..
আকাশ কুসুম ভাবনা...
২|
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭
স্বপ্ন বৃক্ষ বলেছেন: আগের মন্তব্য কই গেল?
৩|
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ব্লগে স্বাগতম
আপনি এখন ওয়াচে আছেন জেনারেল হতে একটু সময় লাগবে তারপর মন্তব্য করতে পারবেন।
আপনার কবিতা যেন নীল আকাশের সবিতা
ভালো লেগেছে ।
মাঝে মাঝে আসবো
নতুন কিছু লিখলে আমার ব্লগে একটু ডু মেরে আসবেন।
ভালো থাকুন শুভ কামনা
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০
স্বপ্ন বৃক্ষ বলেছেন: অসম্ভব ভাল লাগল আপনার মন্তব্য টা.. উৎসাহিত হলাম নতুন ভাবে.. শুভ কামনা আপনার জন্যও ..![]()
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫
স্বপ্ন বৃক্ষ বলেছেন: আজব.. অন্য কারও পোস্টে মন্তব্য করতে পারছিনা .. নিজের পোস্টে নিজেই মন্তব্য করব নাকি? ?