| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বৃক্ষ
খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..
আমার শ্রদ্ধেয় এক প্রিয় জনকে নিয়ে কোন এক
সময় লেখা কবিতা খানা...![]()
দৃষ্টি তোমার এতই তীক্ষ্ণ
এতই বিস্তৃত
যেথায় আমি হারিয়েছি
আমার অস্তিত্ব.।।
তাকিয়ে আছ তুমি
তাকিয়ে আছি আমি
সময় যায় বয়ে
কালের কালান্তরে,
দেখা হয়না তোমায়
বিলীন হয়েছি তোমার আখি পানে,
এ যে আকাশের কৃষ্ণ চাদঁ
তোমার দু চোখের মধ্যমণি
সূর্য যেথায় লাজুক লতা
পরিয়েছ তাকে রাখি।
মানুষ বলে তারা নাকি বিজয়ী
জয় করেছে চন্দ্র মঙ্গল
আরো কত কি.....
ভাগ্যিস তারা দেখেনি
তোমার আবেশিত জোড়া চোখ
নয়তো নিমিষেই বিলীন হতো
তাদের সাফল্যের মুকুট!!
নয়নে তোমার হাজার কথা
চাইলেও যায় না পড়া
আমার ও কি সাহস আছে
দেখাবো এতো বড় দৃষ্টতা!!
আমি যে অতীব ক্ষুদ্র
সাধ্য আমার ততই সীমিত।।
হায় এ কোথায় আমি হারিয়েছি!
ভবগুরে আমি স্বপ্ন বুনছি!
একি সত্যিই তোমার চোখ?
নাকি রুপকথার রাজ্যের
কোন এক মায়াবী আয়না
যেথায় নিখোঁজ হাজারো রাজকুমার
যেথায় গিয়ে আর ফেরা যায়না ...
তোমার এই রহস্য দৃষ্টি
বিধাতার অপরূপ সৃষ্টি!
যখনই পড়েছে নয়নে নয়ন
নিঃস্ব আমি খুজে চলেছি
ভালবাসার এক পশলা বৃষ্টি.।।।
©somewhere in net ltd.