| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বৃক্ষ
খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..
কৈশোরের পাগলামো.. পুরোটাই কাল্পনিক ....
কৈশোরে অতি ভদ্র ছেলে,
কিছুটা হাবাগোবা ও বটে,
কিশোরী দেখলে ভাবনার উদয় ঘটে.
যদিও মুখচোরা বটে।
মাধ্যমিক পরীক্ষার শেষে,
পড়ালেখা ছেড়ে অবসর মেেল।
বয়স কত? ১৬ প্রায় শেষে
সামনেই সতেরোতে।
হঠাৎ বাসা পরিবর্তনে
বদলে গেল তার
জীবনের চরিত্রে।
নতুন বাসা নতুন রুম মেলে,
তার মাঝে বড় পাওয়া রুমের
সাথে ছোট্ট চিলেকৌঠা।
কে জানতো দিন বদলে এ
চিলেকৌঠাই হয়ে উঠবে প্রানবন্ত।
কারন সেই পুরোনো
ছোট্ট বারান্দার বিপরীতে
আরেকখানা চিলেকৌঠা আর
তার মাঝে এক কিশোরীর বিচরণ।
সাদাকালো জীবন হঠাৎ
করে হয়ে গেল কেমন!
একটু দেখা অনেকটা অনুভূতি
বিনা বাক্যে কত কথার আকুতি,
কিশোর মনের ক্যানভাসে
হাজারো স্বপ্ন ভাসে.।
কখনও ভুলে কখনো সচেতনে
দৃষ্টি নিবদ্ধ চিলেকোঠায়
এক পলকের নেশাতে
অদ্ভুত শিহরণ জাগে...
চোখে চোখে কথা বলা
নিরবে চেয়ে থাকা ...
কখনো মিষ্টি হাসি
অভিমানের দুষ্ট ভেংচি ..
©somewhere in net ltd.