| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বৃক্ষ
খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..
প্রেয়সী দাও না তোমার পরশ
আমি আরেকবার মাতাল
হয়ে হারাতে চাই হুশ!!
আমি আরেক বার কবি হতে চাই
আরেক বার হবো আবেশিত...
বিস্ফোরণের অপেক্ষায় হৃদয়ের
আবেগ যত সঞ্জিত...
একটু ঠোঁটের ছোঁয়ায়
পুলকিত মনের দ্বার ...
তবে কি আজ বাধ
ভেঙে ছে স্বর্গলোকের সিংহ
দ্বার ..?
দাও না প্রেয়সি আর কত অপেক্ষা,
পায়ে ঠেলে স্বর্গদুয়ার.
আছি বসে তোমার ছোঁয়ার...
অতপর____________
__________________
ধন্য ধন্য পেয়েছি যা এ বেলায়
হিসেবের ধার ধারিনা ..
যদি পৌছে যায় মৃত্যু বেলায়....।
©somewhere in net ltd.