নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেমন জানি! খাম খেয়ালিপনা আর অলসতা, এই দুটোকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছি,তবু শিল্পপতি হতে পারলাম না। যার মাসুল দিতে হয় সবসময়, কিন্তু তবুও ছাড়তে পারিনা। হাজারো অসাধারনের মাঝে সাধারন কেউ।

স্বপ্ন বৃক্ষ

খুবি সাধারণ একজন মানুষ ..অমি সাধারণ থাকতেই পছন্দ করি। কিন্তু বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস , হোক সেটা আকাশ কুসুম। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি মনুষটা বড্ড আলসে। ভাল কি খারাপ লিখতে ভাল লাগে...দেশকে নিয়ে বড় বড় বুলি আওরাতে ইচ্ছুক নয়.।যা কিছু সম্ভব করে দেখানোর পক্ষপাতি..

স্বপ্ন বৃক্ষ › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তের ডায়েরী

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

মধ্যবিত্ত, বেকারত্ব আর সামর্থ্য শব্দ গুলোর মাঝে কোন এক চিরস্থায়ী সম্পর্ক যে রচিত তা সন্দেহাতীত। প্রতিটি মধ্যবিত্ত পরিবার আর সে পরিবারের সন্তানেরাই শুধু জানে তাদের শুস্ক হাসির পিছনের ইতিহাসের ভান্ডার কত যে সমৃদ্ধ।

নতুন কোন গল্প তো না, পাজরের নিচে চেপে রাখা অগল্প গুলোর কিছু গপ্পো..

সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে এ চরিত্র গুলোর মন্চায়ন, সেমিস্টারের টাকার চাহিদা,এ পার হতে মাথা নিচু করে হাত পাতা, ওপারের দীর্ঘশ্বাস, আর মাঝে অসহায়ত্বের আভাস! তখন এ পারের মানুষটার শ্বাস ও যে কত বিশাক্ত হয়ে উঠে তা শুধু ইশ্বর ই জানেন, আর জানে এমন আরো মধ্যবিত্তের অভাগা মানুষ গুলো।

অসুস্থ বাবার অসহায়ত্ব দেখে ও এ নিস্কর্মা গুলো বেচে থাকে হাসি মুখে, সবাই শুধু হাসিটাই দেখে, তার গভীরতা বুঝে না।

সৃষ্টি কর্তাটা ও কেমন জানি! সব দেখে ও দেখেন না। আর আমরা তবুও জীবন টা কে ছাড়তে পারিনা, কোন এক পরশ পাথরের অপেক্ষাতে।

পরশ পাথরের গল্প হবে আরেক দিন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪০

মহা সমন্বয় বলেছেন: সৃষ্টি কর্তাটা ও কেমন জানি! সব দেখে ও দেখেন না। আর আমরা তবুও জীবন টা কে ছাড়তে পারিনা, কোন এক পরশ পাথরের অপেক্ষাতে।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫

স্বপ্ন বৃক্ষ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.