![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
অতৃপ্ত শীৎকার হাহাকারে,
ব্যর্থ অতীত দরজায় কড়া নাড়ে।
শীতল নীরবতায় সঙ্গমযোগ্য এমনও রাত,
স্মৃতি মৈথুন শেষে কেবলই ব্যথার বীর্যপাত!
তবুও এই মোহগ্রস্ত রমণ আর কতকাল
বিরামহীন অস্থির ভাবনারাও উন্মাতাল
কতোটা হল পাথরের ক্ষয় তীব্র আবেগ বেসামাল!!
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়,
তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
- স্বপ্ন
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮
স্বপ্ন ফেরারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত লেখা!