নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.. আমি অভ্র দিয়ে লিখি ...

~ ভাষা হোক উন্মুক্ত ~

~স্বপ্নজয়~

তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃস্টি খোঁজোনি তুমি, তাই বৃস্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।

~স্বপ্নজয়~ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে ...

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:০৪





বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখি গো নিলানা খবর মনেতে



তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর

আমাকে মনে করে সারাটি বেলা

যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি

ভুলে কি গেছ সব হৃদয়ের কথা



তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে

হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা

যত মিনতি থাকে করেছি তোমাকে আমি

আসনি ফিরে আছি একা



বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখি গো নিলানা খবর মনেতে

=============================================



মাঝে মাঝে কিছু গান মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়েও ক্ষান্ত হয়না, বার বার বাজতে থাকে। এর কোন কোনটা মন ভাল করে দেয়, কোনটা টেনে নিয়ে যায় অনেক দূরে কোথাও, হারিয়ে ফেলা কোন একটা সময়ে। হয়তো সেই গানটা সেই সময়ে ছিলইনা, কিন্তু কিভাবে যেন গানের সাথে সেই সময়ের একটা যোগসুত্র গড়ে ওঠে। কখনও গানটা শোনার পর এমন হয়, কখনও বা এমনিতেই মনে পরে গানটা।



আজ সকাল থেকে তৌসিফের গাওয়া এই গানটা আমার মাথার মধ্যে ক্রমাগত বেজে যাচ্ছে :| কিছুতেই থামাতে পারছিনা। সকালে কাজ আছে, ঘুমুতে যাব, তাও যেতে পারছিনা X( তার সাথে যোগ হয়েছে মৌশুমী বৃষ্টি। সকালে ঝকঝকে রোদ ছিল সারা আকাশ জুড়ে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। খুব বেশী না, ঝিরঝিরে বৃষ্টি। বিকেলে চেয়ার পেতে একচিলতে বারান্দাটার বসে ছিলেম অনেক্ষন। পরে এক সময় উঠে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। জানি উইন্টারের এই প্রচন্ড শীতের বিকেলটা বৃষ্টিতে ভেজার জন্য একেবারেই অন্যপযুক্ত। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি। সেই ধারাতেই আজকেও ভিজেছি বৃষ্টিতে। মন ভাল হয়নি তো কি হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।



ব্লগে দেয়া এই ছবিটা বৃষ্টির এনিমেশন, ক্লিক করলেই দেখতে পাবেন ... ছবিটা তাদের জন্য - যারা আমার মত বৃষ্টি ভালবাসেন।

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখি গো নিলানা খবর মনেতে



তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর

আমাকে মনে করে সারাটি বেলা

যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি

ভুলে কি গেছ সব হৃদয়ের কথা



তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে

হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা

যত মিনতি থাকে করেছি তোমাকে আমি

আসনি ফিরে আছি একা



বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমার পথে

সখি গো নিলানা খবর মনেতে

=============================================



মাঝে মাঝে কিছু গান মাথার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়েও ক্ষান্ত হয়না, বার বার বাজতে থাকে। এর কোন কোনটা মন ভাল করে দেয়, কোনটা টেনে নিয়ে যায় অনেক দূরে কোথাও, হারিয়ে ফেলা কোন একটা সময়ে। হয়তো সেই গানটা সেই সময়ে ছিলইনা, কিন্তু কিভাবে যেন গানের সাথে সেই সময়ের একটা যোগসুত্র গড়ে ওঠে। কখনও গানটা শোনার পর এমন হয়, কখনও বা এমনিতেই মনে পরে গানটা।



আজ সকাল থেকে তৌসিফের গাওয়া এই গানটা আমার মাথার মধ্যে ক্রমাগত বেজে যাচ্ছে :| কিছুতেই থামাতে পারছিনা। সকালে কাজ আছে, ঘুমুতে যাব, তাও যেতে পারছিনা X( তার সাথে যোগ হয়েছে মৌশুমী বৃষ্টি। সকালে ঝকঝকে রোদ ছিল সারা আকাশ জুড়ে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। খুব বেশী না, ঝিরঝিরে বৃষ্টি। বিকেলে চেয়ার পেতে একচিলতে বারান্দাটার বসে ছিলেম অনেক্ষন। পরে এক সময় উঠে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির মধ্যে। জানি উইন্টারের এই প্রচন্ড শীতের বিকেলটা বৃষ্টিতে ভেজার জন্য একেবারেই অন্যপযুক্ত। কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি। সেই ধারাতেই আজকেও ভিজেছি বৃষ্টিতে। মন ভাল হয়নি তো কি হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।



ব্লগে দেয়া এই ছবিটা বৃষ্টির এনিমেশন, ক্লিক করলেই দেখতে পাবেন ... ছবিটা তাদের জন্য - যারা আমার মত বৃষ্টি ভালবাসেন।

মন্তব্য ৫১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:০৯

কাক ভুষুন্ডি বলেছেন: তৌসিপ কিডা? চিনিনা :(

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:১৫

~স্বপ্নজয়~ বলেছেন: তৌসিফরে চেনা লাগবে না ... গানটা শুনো ... ভাল লাগবে ...

২| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:২৭

ফু বলেছেন: bhai singer ke dorkar hole sydney nia asbo than ami r apne sunbo............

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:২৯

~স্বপ্নজয়~ বলেছেন: তৌসিফ আসছিল সিডনীতে ... ;)

৩| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৩৯

আইসিস বলেছেন: গান টা আমার খুব পছন্দের । :)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: আমারও :)

৪| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৮

ওমর হাসান আল জাহিদ বলেছেন: গানটা আমার বেশ ভালো লাগে।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৪

~স্বপ্নজয়~ বলেছেন: আমারও :)

৫| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৭

হারুন আল নাসিফ বলেছেন: আমারও!

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৫

~স্বপ্নজয়~ বলেছেন: আমারও :)

৬| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:০০

ইমির বলেছেন: অসাধারণ গান। শেয়ার করার জন্যে ধন্যবাদ

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৫

~স্বপ্নজয়~ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৭| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:২৭

নাহিন বলেছেন: মুখরাটা অসাধারাণ।
কিন্তু বাকিটুক তেমন ভালো লাগে নাই :(

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৬

~স্বপ্নজয়~ বলেছেন: আমার কখনই এমন করে মনে পরেনি এই গানটা, আজকে কেন যেন মাথার মধ্যে ঢুকে গেল :|

৮| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৩

এন এইচ আর বলেছেন: একালে ্যখণ কেউ খবর নেয় নাই তখন অনেক শুনছি কিন্তু এখন শুনি কেন?????



কারণ একটাই ভালো লাগে...........।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৪

~স্বপ্নজয়~ বলেছেন: খেক খেক ... আপনে মিয়া চরম বউ পাগলা হবেন :P

৯| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৫

পাথুরে বলেছেন: ভিজেন ভিজেন। কি আছে দুনিয়ায়?

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৬

~স্বপ্নজয়~ বলেছেন: কি আছে দুনিয়ায়? :P

১০| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৩

এন এইচ আর বলেছেন: কন কি??????????

ব্যাপক কান্নার ইমো হবে

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৭

~স্বপ্নজয়~ বলেছেন: কাইন্দা লাভ নাই ;) টাইম উইল সে ... ;)

১১| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৯

মো. লুৎফর রহমান বলেছেন: গানটা আমারও পছন্দের। মোবাইলে নিয়া মাঝে মাঝে শুনতাম। সিডিটা এক বন্ধু(?) মাইরা দিছে। এমপিথ্রি পিসিতে আছে।

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮

~স্বপ্নজয়~ বলেছেন: বন্ধুরে মাইরা সিডি নিয়া আসেন :)

১২| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৪

অনন্ত দিগন্ত বলেছেন: গানটা খুবই সুন্দর ....

মন ভাল হয়ে যাক আপনার ... শুভকামনা রইলো ...

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১

~স্বপ্নজয়~ বলেছেন: হুম ... এখনও আমার মাথার মধ্যে বাজতেছে গানটা /:)

মন ভাল হয়ে গেলেই বাঁচি রে ভাই, মন খারাপ থাকলে আমি খেতেও পারিনা কিছু, ক্ষুধা লাগলেও না :|

১৩| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৫

অনন্ত দিগন্ত বলেছেন: ""নিজের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় নিজের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি। ............ নিজের ইচ্ছেটা পূরণ করেছি তো।""


এখানে নিজের স্হলে "মন" শব্দটি লাগিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ...

মনের ওপর নিয়ন্ত্রনের বোঝা চাপিয়ে দেইনি আমি কোনদিন। সবসময় মনের ইচ্ছেতেই চলেছি। লাভ ক্ষতি যাই হয়েছে হাসিমুখে মেনে নিয়েছি ...... তো কি হয়েছে, মনের ইচ্ছেটা পূরণ করেছি তো।


এটা করার পরেও কি এমন বিমর্ষ হয়ে থাকতে পারবেন ? .... নিজের মনকে শৃংখলে আবদ্ধ অন্ধকার কুঠুরীতে দম বন্ধ অবস্হায় না রেখে মুক্ত হাওয়ায় ছেড়ে দিন ... দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে ।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৩

~স্বপ্নজয়~ বলেছেন: অ্যাঁ ... :|

১৪| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪২

শাওন৩৫০৪ বলেছেন: বৃষ্টিরে খুবই ভালা পাই....গানডায় অবশ্য সাউন্ড মিক্স, যেইডা আমি এক্কেরে হুন্তারিনা....তবুও কুনোসময় হয়তো ভালো লাইগা যাইবো..
আপনের সিরিজ কৈ?



অ.ট.: ব্লগীং করা কারে কয়?

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

~স্বপ্নজয়~ বলেছেন: আমারও একই সমস্যা ... ভোকাল ভাল মত না বাজাইলে ভাল্লাগেনা ;)

অ.ট.: ব্লগীং করা মানে ইচ্ছা মত ব্লগর ব্লগর করা :D

১৫| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:২১

রাতমজুর বলেছেন:
:)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

~স্বপ্নজয়~ বলেছেন: :D:D

১৬| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

কালোপরী বলেছেন: আমার প্রিয় গান গুলোর একটা। :)

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩২

~স্বপ্নজয়~ বলেছেন: আমারও অনেক ভাল লাগে :)

১৭| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৭

অমাবশ্যার চাঁদ বলেছেন: গানটা আমারও ভাল লাগে। মাঝে মাঝেই গানটা শুনি।


২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক সুন্দর গানটা :) ছবিতাও :)

১৮| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

অক্ষর বলেছেন: উনার গাওয়া অন্য গানগুলাও ভালো লাগছে

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪১

~স্বপ্নজয়~ বলেছেন: হুম ... কয়েকটা গান বেশ ভাল লাগে :)

১৯| ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৩

পলাশমিঞা বলেছেন: মাইগ্গো মাই ইতা মেঘে ভিজলে সর্বনাশ হইব :(

২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৬

~স্বপ্নজয়~ বলেছেন: মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা ভাল মিয়া ভাই ;)

২০| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ছবিটা অসাধারন সুন্দর। গানটা ভালোই, তবে বেশি শুনলে অসুবিধা। মন খারাপটা মনের সাথে মিশে যায় :(

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

~স্বপ্নজয়~ বলেছেন: হুম ... গানটা আমার মাথার মধ্যে ঢুইকা গেছিলো, অনেক কষ্টে বের করছি :)

২১| ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০

বড় বিলাই বলেছেন: বৃষ্টির ছবিটা দেখেতো আমারও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ইচ্ছা করছে না, ভিজতে ইচ্ছা কড়ে এখনই, কিন্তু সমস্যা হল এই মুহূর্তে এখানে বৃষ্টি নাই।

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক সুন্দর ছবিটা ... আপনার অসাধারন চোখে দুটোর মতই ;)

২২| ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০

বড় বিলাই বলেছেন: *ইচ্ছা করছে

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

~স্বপ্নজয়~ বলেছেন: :)

২৩| ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৭

আলী আরাফাত শান্ত বলেছেন: খাইছে!!!

তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে আছি একা:(:(:(

পুরাই ছ্যাকা কাব্য!!!!

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

~স্বপ্নজয়~ বলেছেন: ছ্যাকাতে না কি ভিটামিন আছে :(

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩০

বাবুনি সুপ্তি বলেছেন: বৃষ্টি দেখে মন খারাপ হয়ে গেল।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

~স্বপ্নজয়~ বলেছেন: কেন? :(

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: গানটা আমারো খুব পছন্দের...........

২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭

~স্বপ্নজয়~ বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.