নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ-য-ব-র-ল জীবন নিয়ে চলছি।

স্বপন খাঁন

মাঝেমধ্যে নিজেকে কেন জানি প্রতিভাবান বলে মনে হয়! কেন মনে হয়, তা খুঁজতে খুঁজতে প্রতিভা শেষ করে ফেলছি।

স্বপন খাঁন › বিস্তারিত পোস্টঃ

সৌদিতে উপহাসের শিকার এক বাংলাদেশির জন্য ভালোবাসা

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

রিয়াদে সোনার দোকানের অলঙ্কারের দিকে তাকিয়ে থাকা এক বাংলাদেশির ছবি নিয়ে ইন্টারনেটে উপহাসমূলক মন্তব্য করেছিলেন এক ব্যক্তি। তার করা অপমানসূচক মন্তব্যে মর্মাহত হয়ে ওই বাংলাদেশিকে খুঁজে বের করে তাকে নানা মূল্যবান উপহারসামগ্রী দিতে শুরু করেন দেশটির নাগরিকরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্লিনার হিসেবে কাজ করেন ৬৫ বছরের ওই বাংলাদেশি। নাম নাজের আল-ইসলাম আবদুল করিম। বেতন পান ৭০০ রিয়াল ।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক ব্যক্তি তার একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায় একটি সোনার দোকানের জানালায় সাজিয়ে রাখা অলঙ্কারের দিকে তাকিয়ে আছেন আবদুল করিম। ছবিটির সঙ্গে ব্যঙ্গাত্মক লেখা জুড়ে দেন ওই ব্যক্তি। তিনি লেখেন, 'এই লোকটি শুধু আবর্জনার দিকে তাকিয়ে থাকার উপযুক্ত।' ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু এই অপমানসূচক মন্তব্য আহত করে আবদুল্লাহ আল-কাহতানি নামের একজন টুইটার ব্যবহারকারীকে। তার একাউন্টের নাম হচ্ছে 'ইনসানিয়াত' বা 'মানবিকতা'। তিনি আবদুল করিমের প্রতি এতটাই সমবেদনা বোধ করেন যে; তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন।

আবদুল্লাহ আল-কাহতানি’র এই উদ্যোগ টুইটারে সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়। নানাভাবে সন্ধান চালিয়ে, ছবিটি পরীক্ষা করে অবশেষে আবদুল করিমকে খুঁজে বের করাও হয়। তারপর টুইটার ব্যবহারকারী অন্য সৌদি নাগরিকরা আবদুল করিমকে নানা রকম উপহার পাঠাতে শুরু করেন। এসব উপহারের মধ্যে রয়েছে আইফোন-সেভেন’সহ দুটি মোবাইল ফোন, চালের ব্যাগ, মধু, নগদ টাকা, ঢাকায় ফেরার জন্য প্লেনের টিকেট এবং সোনার অলঙ্কার।

আল-কাহতানি সিএনএনকে বলেন, যারা আবদুল করিমকে খুঁজে বের করতে সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আবদুল করিম জানান, ওই পৌরসভার ক্লিনার হিসেবে তিনি তার কাজই করছিলেন। সোনার দোকানের সামনে থাকার সময় কেউ যে তার ছবি তুলেছে তা তিনি টেরই পাননি। তবে বিপুল পরিমাণ উপহার পেয়ে তিনি খুবই খুশি। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮

স্বপন খাঁন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৮

আহা রুবন বলেছেন: আবদুল্লাহ আল-কাহতানির মতো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও বাসের যোগ্য। তাকে সালাম, সহস্রবার।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫২

মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: সৌদি পুরুষদের দক্ষিণ হস্ত বাঙালি মেয়েদের মালিক হয়ে গেছে

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য....

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো শেয়ার।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২১

স্বপন খাঁন বলেছেন: ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.