![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া,সামাজিক যোগাযোগ রক্ষা করা,লেখা-লেখি,ভ্রমন,খেলা-ধুলা।
কিছু কথা (ব্যাথা) মস্তিষ্কের মধ্যে নয়, মনের মধ্যে বাস করে,মস্তিষ্কের স্নায়ুগুলো কোন না কোন সময় কর্মহীন হয়ে যায়,মুছে যায় তার স্মৃতি গুলো...........।কিন্তু মনের মধ্যে বাস করা স্মৃতি গুলো কখনোই হারিয়ে যায় না,যখন গভীর রাতে ঘুমে রাজ্যে বিভোর হয়ে যাই আমরা সবাই, হঠাৎ যখন ঘুম ভেঙ্গে যায় তখন মনের মধ্যে বাস করা স্মৃতি গুলো বুকের ভিতরে চিন চিন করে জেগে উঠে...........................।
মাছের কাটা গুলো যেমন গলার মধ্যে আটকে জানান দেয় আমি এখন ও আছি, ঠিক তেমনি স্মৃতিগুলো ও হৃদপিন্ডের প্রতিটা কম্পন বুঝিয়ে দেয় আমি হারিয়ে যাই নি......কেহ ই দেখে না সেই রক্তের চিহ্ন গুলো,বুকের ব্যথাটা এমন ই এক ব্যথা যেখানে কোন ঔষধ বা মলম লাগানো যায় না........ব্যাথা গুলো অতি যতন করে পুষে রাখতে হয় বছরের পর বছর ধরে। কিন্তু এই ব্যাথা টুকু যে কিছুতেই লুকানো যায় না শত চেষ্টা করে ও সুখ,হাসি যেন নিলাম করে দেয় জীবন থেকে .................................................................... মাঝে মাঝে বুকটা চিরে দেখাতে ইচ্ছে করে .........................।কিন্তু তাতেই বা লাভ কি সে কেউ যে কোন সময় ই বুঝেতে চায় না নির্মম যন্ত্রণাটুকু.......
©somewhere in net ltd.