নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনা এবং জানার প্রবল ইচ্ছা।

শুপ্ত

বই পড়া,সামাজিক যোগাযোগ রক্ষা করা,লেখা-লেখি,ভ্রমন,খেলা-ধুলা।

শুপ্ত › বিস্তারিত পোস্টঃ

বিবেকের তাড়া.......

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

আজকাল দেখছি মানুষ তার নিজস্ব বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে,কেননা কারোর মাঝে এখন আর আবেক কাজ করে না কারোর মাঝে। যান্ত্রিক হয়ে পড়ছে দিন দিন মানুষ গুলো কেমন যেন যান্ত্রিক হয়ে পড়ছে। কারোর মাঝে এখন আর কোন দায়িত্ববোধ কাজ করে না। সবাই কেমন যেন আনমনা হয়ে পড়েছে। কিন্তু মানুষ গুলো কেন এমন হয়...................................... তাদের কি কোন সামাজিকতা নেই , তাদের কি নেই কোন সামাজিক দায়বদ্ধতা নেই,তাদের কাছ থেকে কি সমাজ,সংসার ভাল কিছু আশা করতে পারে না???? মানুষ গুলো যেন পশুর চরিত্র বহন করতেছে.......সবাই যেন নিজ ধর্ম কর্ম ভুলে যাচ্ছি। কিন্তু কেন???

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৯

বিজন রয় বলেছেন: দুঃখজনক।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

শুপ্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:((

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

শুপ্ত বলেছেন: বুজে উত্তর দাও......

৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমরা আসলে সময়ের দাস। সময় যেভাবে চলে আমরা ঠিক সেভাবেই তাল মেলাই।

আমাদের কিছুই করার নাই। তাই দু;খের ইমো দিসিলাম।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

শুপ্ত বলেছেন: তা ও আবার অনেক পরে বুজলেন মহাশয়

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

ফরিদ আহমাদ বলেছেন: যান্ত্রিক হয়ে উঠুক,প্রশান্তি পদচুম্বন করবে।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জ্বি বস!!!!!

অনেক পরে বুজলাম কারন মাথায় ঘিলু মান ভালু না।

আপনি কেমন আছেন?

৬| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৬

শুপ্ত বলেছেন: বুদ্ধি,বিবেক আর মনুষ্যত্ব যাদের মাঝে কাজ করে না তাদের পরিচয়টা নিয়েই সন্দেহীন তাব নয় কি???

৭| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই যান্ত্রিক হয়ে গেছি আমরা
ভাল থাকুন

৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:০০

অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই, দুঃখজনক বর্তমান জাতিভেদ, বিবেকহীনতা আর অমানবিকতা গ্রাস করছে মানুষের চিন্তা চেতনাকে! আমরা মানুষের সহনশীলতা দেখাতে ব্যর্থ। ঘুণে ধরেছে সমাজ ব্যবস্থায়, সামাজিকতায়!
ভালো লাগলো ভাই, ভালো থাকবেন ----

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:২৬

শুপ্ত বলেছেন: সালাম নিবেন । ভাই তবু ও আমরা মানুষ জাতি এ নিয়েই আমাদের বাচতে হবে,চলতে হবে।ধন্যবাদ আপনাকে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.