![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া,সামাজিক যোগাযোগ রক্ষা করা,লেখা-লেখি,ভ্রমন,খেলা-ধুলা।
কিছু লিখতে পারলে মনটা কিছুটা হালকা হতো। মুখ ফসকে অনেক কথাই তো বলে ফেলি আমরা, কিন্তু তা যদি লিখা যেতো তাহলে যে সমস্যার কোন অন্তু থাকতো না। কেননা কিছু সময় আসে যা কখনো লেখা হয় না বা সম্ভবপর হয়ে উঠে না। ইদানিং কেন জানি নিজের উপর বিশ্বাস ও অন্যর উপর শ্রদ্ধা ভক্তি একেবারে তলানিতে অবস্থান করেছে। যদি একা বসি তখন ভাবনার মেঘ গুলি বার বার উকি দেয় আমি যা করছি বা চিন্তা করছি তা অন্যর বিপক্ষে যাচ্ছে না তো।জিবন ও জগতকে চিনা বা জানা এক কঠিন কাজ। আরো কঠিন কাজ হলো এগুলো কে সঠিক ভাবে কাজে লাগানো বা সংঘটিত কাজ গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করা। কিন্তু কাজ টা কঠিন না,কিশোর জীবনে অকাঙ্খাকে ব্যক্তি জীবনে প্রয়োগ করা যেতে পারা বা করা। বস্তুত কিশোর বয়সেই জীবনের ভাবনা গুলোর সঠিক বাস্তবায়ন করা যায় তাহলে ই জীবনের ভাবনার ই প্রতিফলন আমাদের ভবিষ্যৎ জীবন। তবেই সে জীবন সার্থক হয়ে উঠে।
©somewhere in net ltd.