নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

পুরুষরা কেন দাড়ি রাখেন?

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২



অ্যাপেলের স্রষ্টা স্টিভ জোবস কিংবা আন্দ্রে পির্লো বা হাসিম আমলা। একটু পিছনের দিকে তাকালে কার্ল মার্ক্স বা আইজ্যাক নিউটন। এরা সকলেই বিভিন্ন বিভাগে বিভিন্ন সময়ের সফল মানুষ।

এছাড়া আরও একটা বিষয়ে এদের মিল রয়েছে। জানেন সেটা কী? এই সব মানুষগুলোরই রয়েছে মুখ ভর্তি দাড়ি। তবে কী এদের সফল চরিত্রের সঙ্গে কোথাও দাড়ির সম্পর্ক রয়েছে?

একজন টল, ডার্ক, হ্যান্ডসাম পুরুষের সঙ্গে দাড়ি থাকলে মহিলা মহলে তাঁর 'টিআরপি' থাকে চরমে। তাই স্বাভাবিক ভাবেই আমাদের ধারণা পুরুষরা দাড়ি রাখেন মেয়েদের কাছে 'ড্যাশিং' দেখানোর জন্য।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন আসল কারণ মোটাও তা নয়। পুরুষদের দাড়ি রাখার সঙ্গে মেয়েদের আকর্ষণের কোন সম্পর্ক থাকে না। দাড়ি আসলে পুরুষালি ব্যক্তিত্বের প্রতীক। অনেকের মাঝে নিজের আধিপত্য প্রকাশের চিহ্ন হল দাড়ি।

বিজ্ঞানীরা আরো বলছেন, একজন 'ক্লিন সেভড' পুরুষের তুলনায় একজন দাড়ি যুক্ত মানুষ অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন হন। অনেকের মাঝে রাজত্ব করার ক্ষমতা এদের চরিত্রে বেশি থাকে। দাড়ি রাখার পিছনে, মহিলাদের মাঝে নিজেকে আকর্ষণীয় করে তোলার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হল অন্যান্য পুরুষ সঙ্গীদের মাঝে নিজেকে আলাদা করে তোলা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: দাঁড়িতেই পুরুষদের ভাল দেখায়।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: তা অবশ্যই ঠিক কিন্তু সেভ করলে অনেক কে আবার বেশী হ্যান্ডসাম লাগে...!!

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

কালনী নদী বলেছেন: সংক্ষেপে সারমর্ম সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ...!!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

রায়ান মুন্সী বলেছেন: এতো সেভ করি, তবু দাঁড়ি ঘন হয় না!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: চালিয়ে যান হয়ে যাবে....!!
আগে যখন দাড়ি ওঠে নাই তখন সখের বসে সেভ করতাম আর বড় ভাইয়ের ঝাড়ি শুনতাম আর আজ এত ঘন দাড়ি যে ৭সপ্তাহ সেভ না করলে পুরাই দেব দাস লাগে!

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: সেভ করার ঝামেলায় অনেকেই যেতে চায় না। বত`মানে সেভ করার প্রচলন মনেহয় কপো`রেট কালচার থেকেই এসেছ।

আমারও প্রতিদিন সেভ করতে হয়। যদি না সেভ করা লাগতো তবে হয়তো করতাম না। দাড়ীকেই সাইজ করে রাখতাম.. :)

০২ রা মে, ২০১৬ সকাল ১০:২৭

শরীফ বিন ঈসমাইল বলেছেন: দাড়ী আসলে পুরুষের সৌন্দর্যো
যদিও সবাই রাখতে পারে না যেমন আমি সেভ করা-ই লাগে...!

৫| ০২ রা মে, ২০১৬ সকাল ১০:১৯

সালেহ মতীন বলেছেন: যে যাই বলুক, দাড়ি আমার অহংকার, দাড়ি আমার ভালোবাসা।

০২ রা মে, ২০১৬ সকাল ১০:২৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মত অহংকার যদি সকলের হত.....!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.