![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
জানি আসবেই-
তাই এলোমেলো হই না আর
বাসন্তি রঙে,
বরঞ্চ তার ফোঁটা কয়েক
এদিক সেদিক ছড়াই হাওয়ায়
রংতুলিতে।
জানি ডাকবেই-
তাই আনমনা হই না আর
শ্রাবণ মেঘে,
বরঞ্চ তার গুটি কয়েক
পুঞ্জ করে ঝড়াই ধারায়
নিঝুম বনে।
জানি ফেরাবেই-
তাই বিরহে পুড়ি না আর
মাঝ গ্রীষ্মে,
বরঞ্চ তার দখিন বায়ে
শ্রান্ত হৃদে বোলাই পরশ
সাঁঝ বেলাতে।
জানি তোমাতেই-
হবে কথোপকথন,জীবন যাপন
রাত পোহালে,
তাই ভাসে মন, প্রতীক্ষা ক্ষণ
ভাবায় না আর
সঙ্গোপনে।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ...!!
মন্তব্যের জন্য।
২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
প্রথমকথা বলেছেন: জানি ফেরাবেই-
তাই বিরহে পুড়ি না আর
মাঝ গ্রীষ্মে,
বরঞ্চ তার দখিন বায়ে
শ্রান্ত হৃদে বোলাই পরশ
সাঁঝ বেলাতে।
খুব সুন্দর কবিতা।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ..!
উৎসাহ যোগানোর জন্য
৩| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম লাগল ।
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ
মুল্যবান মতামতের জন্য
৪| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার লাগল ভাই
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১
উদাস মাঝি বলেছেন: বস দারুন হয়েছে ।