![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
চলো, করি অদল বদল
তোমার হাসি আমার কান্না
তোমার দুঃখ আমার সুখ
সব পেরোবে দেহের প্রাচীর
গল্পরা সব উড়বে খোলা হাওয়ায়!
দেখো, খুব যতনে রেখো
ভাবনা আমার চিন্তা তোমার
রাতের তারা দুই জানালার
সবটুকু তো দিয়েই দিলাম
গল্পগুলোর শেষ তোমাকে চাওয়ায়!
যাও সবটা তোমার।
সবগুলো রোদ,
সবটা সাগর,
খুব হাহাকার।
এই, খুশি তো?
নাও, চিনে নাও আমায় এবার।
হালকা আমি
আমায় ছেড়ে যাই হারিয়ে
এবার নাহয়- নষ্টনীড়ে!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
মো:সাব্বির হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে!!