নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

যমুনা টেলিভিশন এর কাছে প্রশ্ন, দায়িত্ব টা কি? আপনাদের নিউজ মিডিয়ার ...?

১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০২

কয়েকদিন যাবত দেখছি হোলী উৎসব বা নোংরামি যে যাই বলুক না কেন সেটা নিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা আবারো দেশের মুখ খুব উজ্জল করছে বিশ্বের সামনে।
হোলি প্রথমত কি.....?
যদি সহজ ভাষায় বলি তাহলে রঙ্গ এর উৎসব..!
যদি ধর্মিয় ভাবে বলি তালে হিন্দু বা সনাতন দের ধর্মিয় একটি উৎসর যা তাদের ভগবার শ্রীকৃষ্ন এর স্বরণে তারা করে।

এখোন আসি বাংলাদেশী টপিকে ।
বাংলাদেশ এ কিছু হিন্দু ভাই বোনেরা থাকে তো তারা উৎসব করবে, শুধু তারা কিন্তু আমরা এখানে অন্য বানি শুনতে পাচ্ছি তাহল ধর্ম যার যার হলি সবার....!!
আহা কি মানবিকতা ...!
তাহলে আমরা কেন এটা শুনি না যে ধর্ম যার যার কোরবানির গরুর গোস সবার...!!

আসলে এরা কোন ধর্মের না যারা এগুলো করে বা বলে এরা হল এ সমাজের কিট-পতঙ্গ, মানুষ রুপি একটা একটা জারোয়ার,
কোন এক জন বলেছিল “যদি দেখ কোন ছেলে তোমাকে রানীর মত সম্মান করে তাহলে ভেবে নিও সে কোন রানীর কোলে বড় হয়েছে” এটা থেকে আমরা বুঝতে পারি এসব ছেলে পেলের জন্ম কোথায় কোন ডাস্টবিনে হয়েছে।

মুল কথায় আসি আর সেটা হল যমুনা টেলিভিশন যারা এই নিউজ করছে সেই বিখ্যাত রিপোর্টার সে যখন এই রিপোর্ট করছে তখন এক হিজাব পরা মেয়ের সাক্ষাৎকার নেওয়ার সময় রিপোর্টারের সামনে তার মুখে রং দিয়ে ভরে দেওয়া হচ্ছে এবং জনাব রিপোর্টার সেটা দেখছে এবং ছেলেকে কিছু বলছে না মাইক হাতে দাড়িয়ে আছে। আমার খুব জানতে হচ্ছে হয় রিপোর্টার কি হাতে চুড়ি পরে রাস্তায় বের হন..??
যদি না হন তাহলে ছেলেকে কেন কিছু বললেন না..? যদি বলা হয় তাহলে কোন নেই ফুটেজ গুলো নাই ?? এমন কি তার চেহারা পযর্ন্ত কেন ক্যমেরাতে দেখানো হল না ?? উল্টো মেয়েটার যে বিরক্তিকর অবস্থা সেটা তুলে ধরা হল ……  
আপনাকে কি ট্রেনিংএর সময় বলে দিছে রাস্তায় যা হোক কোন কিছু করবানা Without Video ???
আপনার বয়স তো কম না, যদি মেয়েটার যায়গাতে আপনার মেয়ে থাকত...?? বোন থাকত.....??? স্ত্রী থাকত.....??? মা থাকত.....??? তাহলেও কি সেইম ভাবে শধুই ভিডিও করতেন??
আসলে জানেন সমস্যা টা কোথায়?? ওই সব বেজন্মা জানোয়ারদের ভিতর না আপনার আমার মত শিক্ষিত দায়িত্বশীল মানুষের জন্য এই অবস্থা আমরা আসলে এদের উৎসাহ দেই, TRP বাড়াতে আমরা সবকিছু করতে পারি সবকিছু.............!!

আর কত দিন ??
কত দিন এভাবে চলবে বলবেন কি ?? আর কত ভাবে উৎসাহ দিবেন এই জানোয়ার দের ??? কবে জাগবে বিবেক??? আদ্য কি আছে বিকেক নামেন কিছু না বাস্তবে এর কোন অস্তিত্ব নাই এটা কাল্পনিক বস্তু?????
কোন দায়িত্ব কি আছে আপনার আমার এই সমাজে না আপনি আমিও কিট- পতঙ্গে পরিনত হয়েছি???


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয় সব আচার, অনুস্ঠান নির্ধারিত যায়গায় হওয়ার কথা; সেটা মেনে চলা হোক।

আপনি একটু জংগী মনোভাবের ব্লগার; আপনার মতো লোকজন সমাজে উত্তেজনা ছড়ায়।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: আসলে ভাই ওই দৃশ্যটা দেখার পরে এমনিতে মেজাজটা গরম হয়ে যায়, ক্যমেরার সামনে লোকজন এমন করছে

২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: বড়ই খুতঁখুতে আপানি, নিজের কোন ধর্মীয় উৎসব পালন করেন না আপনি, সেটা নিশ্চিত।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধর্মীয় উৎসব পালন বলতে যদি বেহায়াপনা কে বোঝায় তাহলে আমি সেটা পালন করতে চাই না

৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

অতঃপর হৃদয় বলেছেন: এখন তপ আবার উৎসব তৈরি করা হয়। অমুক ডে তমুক ডে এই সেই ইত্যাদি। কাজের উৎসব পালন না করে ওকাজের উৎসব পালন করতে ব্যস্ত আমরা।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: খেয়ে দেয়ে কোন কাজ না থাকলে যা হয় আরকি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.