নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

পরিচয়

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০


নামের পিছনে ধর্মের পরিচয় বইতে বইতে, ভুলে গেলাম আমরা মানুষ!
ইনি বলেন আল্লাহ মহান,
তিনি বলেন কৃষ্ণ মহান!
ব্যস লড়াই হলো; রক্তে ভিজে গেলো মাটি।
ভেজা মাটিতে কারো রক্ত নীল হলো না
কারো রক্ত কালো হলো না;
লাল, শুধু টকটকে লাল!
এই রক্ত গুলির মধ্যে কারো নাম ছিলো না, ধর্মের পরিচয়ও ছিলো না।
হিন্দুর রক্ত মুসলমানের রক্ত মিশে এক হলো।
কেউ দেখে বলতে পারবে না-
মাটির ঐ কোণার রক্ত জতীনের,
আর এই কোণার রক্ত ইসমাইলের।
স্বয়ং ইশ্বরও পারবেন না এদের রক্ত আলাদা করতে!

পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে,
পূর্ব থেকে পশ্চিমে-
লাল রক্ত প্রবাহিত হয়।
প্রবাহিত হয় হিন্দু থেকে মুসলিমে,
মুসলিম থেকে বৌদ্ধে, বৌদ্ধ থেকে খ্রিষ্টানে!
কাঁটাতারের এপার কিংবা ওপার
রক্ত কিন্তু লালই থাকে!!

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: সব কিছু আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে !

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা সেটা ঠিক বটে

২| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে কবিতা ।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, ভালো লাগলো কবিতা।

মানুষ মনুষেই থাকুক, বেঁচে থাকুক মানবতা।


শুভকামনা জানবেন।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.