![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
নামের পিছনে ধর্মের পরিচয় বইতে বইতে, ভুলে গেলাম আমরা মানুষ!
ইনি বলেন আল্লাহ মহান,
তিনি বলেন কৃষ্ণ মহান!
ব্যস লড়াই হলো; রক্তে ভিজে গেলো মাটি।
ভেজা মাটিতে কারো রক্ত নীল হলো না
কারো রক্ত কালো হলো না;
লাল, শুধু টকটকে লাল!
এই রক্ত গুলির মধ্যে কারো নাম ছিলো না, ধর্মের পরিচয়ও ছিলো না।
হিন্দুর রক্ত মুসলমানের রক্ত মিশে এক হলো।
কেউ দেখে বলতে পারবে না-
মাটির ঐ কোণার রক্ত জতীনের,
আর এই কোণার রক্ত ইসমাইলের।
স্বয়ং ইশ্বরও পারবেন না এদের রক্ত আলাদা করতে!
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে,
পূর্ব থেকে পশ্চিমে-
লাল রক্ত প্রবাহিত হয়।
প্রবাহিত হয় হিন্দু থেকে মুসলিমে,
মুসলিম থেকে বৌদ্ধে, বৌদ্ধ থেকে খ্রিষ্টানে!
কাঁটাতারের এপার কিংবা ওপার
রক্ত কিন্তু লালই থাকে!!
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা সেটা ঠিক বটে
২| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে কবিতা ।
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, ভালো লাগলো কবিতা।
মানুষ মনুষেই থাকুক, বেঁচে থাকুক মানবতা।
শুভকামনা জানবেন।
২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যার জন্য
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: সব কিছু আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে !