নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত_প্রেমিক

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২



কৈশোর থেকে যৌবনের প্রথম প্রহরে,
বাক্স বন্দি করে বহুবার চাঁদ পাঠিয়েছি তোমার দ্বারে।
তারপর হুট করে অমাবস্যা এলো,
ভিজিয়ে বালিশ ডুবে গেল চাঁদ!
আমার যৌবন গেলো ভেজা বালিশে
জমতে থাকা সন্ধ্যা মালতির নালিশে-নালিশে।
এরপর--বহু রমনীর বুক ছুঁয়েছি, ঠোঁট ছুঁয়েছি,
রক্তাক্ত করেছি মধু পূর্ণিমায়!
তবুও কাউকে কৈশোরের মতো বাক্স বন্দি করে চাঁদ দেওয়া হয়নি,
কারো কোলে মাথা রাখার সাধ জাগেনি।
ভালোবাসার লিপ্সা টানেনি!
আজকাল বড্ড একা লাগে, জানো?
বিছানার পাশে কোন রমনীর দেহের উপর চাঁদের আলো বড্ড বিভৎস লাগে।
আমার যন্ত্রনা হয়,
শরীর পুড়তে থাকে,
দহন হয় বুকের ভেতর!
ইচ্ছে হয় পাশে শুয়ে থাকা রমণীটি একবার বলুক-
আজকের চাঁদ আমায় দেবে প্রিয়তম?
আমিও পরক্ষণে তার চোখে তাকিয়ে হেসে বলবো-
"মধ্যবিত্ত প্রেমিকের আর কিবা দেয়ার আছে বলো, তার প্রেমিকাকে?
অনন্ত আকাশের রূপালি চাঁদ ছাড়া!"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

আরিয়ান রিয়ান বলেছেন: ভালো লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
দোয়া রাখবেন যেন ভালো লিখতে পারি

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: অনন্ত চাঁদ কয়জন দিতে পারে।

সুন্দর +

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা সেটাও ঠিক
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর+

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
দোয়া রাখবেন যেন ভালো লিখতে পারি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.