নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

শেষ বলে কিছু নেই

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১



অবশেষে জেনেছি আমি ছাড়া তোমায় আর কেউ ভালোবাসে না।
একদিন সব কিছুকে পিছনে ফেলে তোমার কাছে ছুটে গিয়েছিলাম
ভালোবাসার ঢালি হাতে এক গুচ্ছ বিশ্বাস নিয়ে।
অথচ সেদিন তুমি আমার বুকের উপর বসে ছিলে ভালোবাসার তলোয়ার হাতে।
শুনেছি তোমার চারিদিকে আজ ভালোবাসার দারুন ক্ষরা।
বাসের ভিড়ে লোকালয়ের আড়ালে
আমায় ভেবে এখন তোমার কান্না লুকাতে হয়।

শেষ বলে কিছু নেই !
আমি আধোবুজা চোখে স্পষ্ট দেখতে পাই,
তুমি আর আমি খুব কাছাকাছি
আজ নয়তো কাল, কিংবা সাত জনমের শেষ দিন
হয়তো আবারও দেখা হবে।
সেদিন আমি ভালোবাসার সুতোয় যত্ন করে
বিশ্বাসের নকশী কাঁথায় এফোঁড়-ওফোঁড় করে ফুটিয়ে তুলবো
শেষ হয়ে যাওয়া ভালোবাসার ফুল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: সুন্দর কাব্য ভাবনা।।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগেনি। :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

হাফিজ হুসাইন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.