নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির লাশ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৭



আহাম্মকরা প্রেমে পড়ে,
মধ্য দুপুরে তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করে।
গাঁজায় টান মারে, সিগারেটে টান মারে!
একটা চাকরি খুঁজে, দশটা থেকে পাঁচটা।
চাঁদের বয়স বাড়ে, সংসার হয়।
এক সময় দেখতে দেখতে চাঁদ হয়ে উঠে গর্ভবতী।
আহাম্মকরা ফুটপাতে বসে থাকে, কালো রাস্তায়।
শুয়ে শুয়ে আকাশ দেখে, ভাবে চাঁদের মন ভালো নেই।
বিরহে দু'ঢোক মারে-
রাতে ঘুম নেই,
দিনে ঘুম নেই,
ছয় ছয়টি মাস কেটে যায় স্মৃতির নেশায়।
মধ্যরাতে টেলিফোন হাসে না,
মধ্যরাতে টেলিফোন কাঁদেও না,
চিৎকার করে বলে না ভালোবাসি...!
মাংস পুড়লে গন্ধ বেরোয়,
স্মৃতি পুড়লে দীর্ঘশ্বাস।
মাংস পুড়লে ক্ষত জাগে,
স্মৃতি পুড়লে হয় লাশ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি; আরেকটু সময় নিয়ে ভাষা ও ভাবনাকে মসৃণ করার চেষটা করেন; উপদেশ দিচ্ছি, তবে কোনদিন কবিতা লিখিনি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: আপনার উপদেশ আমি সাদরে গ্রহন করছি :)
পরের বার থেকে ব্যাপার গুলো মাথায় রাখবো ইনশা-আল্লাহ

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০২

অক্পটে বলেছেন: ভালো লিখেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৮

সৈয়দ ইসলাম বলেছেন:
১নং মন্তব্য। অত:পর ভাল হয়েছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: জি ভাই,
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

আমি মুরগি বলেছেন: প্রথম লাইন পড়েই প্রেমে পড়ে গেলাম! অসাধারণ!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: উৎসাহ প্রদানের জন্য চির কৃতজ্ঞ
অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.