![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
আমার বুক ভর্তি চোখ ভর্তি পিছ পকেটে আটকে থাকা
পাতলা এক ব্যাগ ভর্তি, শুধুই অভাব শুধুই অভাব।
ঠোঁটের কোণে আটকে থাকা তিনটি টাকার এক সিগারেট,
জ্বলতে থাকার যন্ত্রণাতে গুমরে মরে গুমরে মরে।
তারার চোখে কষ্ট জাগে ভিজতে থাকে মাথার বালিশ
আমার অনেক নালিশ আছে আমার অনেক কথা আছে,
কেউ শুনে না কেউ জানেও না।
কতো রকম স্বপ্ন ছিলো, কতো রকম আশা ছিলো!
শুনলো না কেউ জানলোও না কেউ-
কতোটুকু কষ্ট পেয়ে নষ্ট হলো একটি গোলাপ!
কাঁচের গ্লাসে হাহাকারে জীবনটা ব্যর্থ হলো,
তুমি গেলে ভালোবাসা গেলো।
এখন আমার বুক ভর্তি চোখ ভর্তি
পিছ পকেটের পাতলা ব্যাগ ভর্তি-
শুধুই অভাব শুধুই অভাব আর অভাব।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: জীবনকে এভাবে দেখতে চাই না। সব স্বপ্ন বেঁচে থাকুক, সব আশা পূরণ হোক।
অনেক ভাল লিখেছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা নিশ্চয় চাইবো সকলের সব স্বপ্ন বেঁচে থাকুক, সব আশা পূরণ হোক
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
দিপু দিপু বলেছেন: সুন্দর!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আপনার সুন্দর মন্তব্য দেখে আমার ও অনেক ভালো লাগলো ভাইয়া
ধন্যবাদ
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৩
ওমেরা বলেছেন: জীবন বড় কঠিন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আর তারচেয়ে বেশী কঠিন এখানে টিকে থাকার লড়াই গুলো
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: সবারই কম-বেশি কোন না কোন অভাব আছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা নিশ্চয় আছে
সবার কম বেশী সুপ্ত চাহিদা রয়েছে
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
তারেক ফাহিম বলেছেন: অভাব অাছে বলেতো জীবন সুন্দর
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ্যা ঠিক
সমস্যা আছে বলেই আমারা এত সম্ভাবনার সপ্ন দেখতে পারি
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
স্বার্থহীন বলেছেন: ভালো লাগলো।