নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

শুধু তাদের নাম বদলায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০১



প্রীতিলতা.......!
শুনলাম তোমার স্বামী নাকি ডাক্তার,
দেহের প্রতিটি শিরা উপশিরা তার নখদর্পনে
কিন্তু তোমার বুকের ভিতরে যে এক ছোট্ট শিশুর
বসবাস তা সে হয়তো আজ অব্দি খোঁজেই পায়নি।
প্রতিদিন বিছানায় তোমার দেহের প্রতিটি অংশ খুবলে খাবার পরও
সে হয়তো তোমার ঠোঁটের নিচের দুটি তিল নিয়ে কখনো মাথা ঘামায়নি!
তোমার নজরুল প্রিয় আমার ছিলো রবীন্দ্রনাথ,
তর্ক করতাম প্রায়শ দু'জন..
আচ্ছা তোমার স্বামী কি নজরুল রবীন্দ্রনাথ নিয়ে
আমাদের মত তর্কে লিপ্ত হয়?
নাকি বাঙ্গালীর ভুড়ি মোটা স্বামীগুলির মত দেহ ভোগ
করেই ডেকে নিয়ে আসে কুম্ভকর্ণকে?
তুমি প্রায়শ বলতে তোমাকে নিয়ে কবিতা লিখার জন্য!
শুধু তোমাকে নিয়ে..
প্রীতিলতা আর নির্মল সেনের মত ভালোবাসার কবিতা,
তাদের ভালোবাসা আর আত্মত্যাগের কথা বলে কেঁদে দিতে প্রায়,
ফটিকের মত ভালোবাসার কাঙ্গাল হয়ে আমারও যে মৃত্যু
হবে তা হয়তো তুমি জানতে!
তাই অবচেতন মনে আমাকে তাই ডাকতে...
তুমিই আমাকে প্রথম বলেছিলে অতীত বারবার নাকি ঘুরে আসে...

প্রীতিলতা-নির্মল সেনরা এক হয় না কোন কালেই
শুধু তাদের নাম বদলায়
আর বদলায় শরীর...

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লিখেছেন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রসংসার জন্য ধন্যবাদ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রেম নেই অনেকের মাঝে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ঠিক বলছেন ভাই
শুনতে খারাপ লাগলেও প্রেম এখন চামড়ার ভাজে এসে আটকে আছে

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার, ভালবাসা রইলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
এই নগন্যের পক্ষ থেকে ভালবাসা জানবেন

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: প্রেমিক রূপের ভালোবাসা মলিন হয় স্বামী রূপে ।
সেই প্রকৃত স্বার্থক বর , যখোন মেয়েটি তার ভালোবাসায় মগ্ন হয়ে অতীত ভুলে যাবে ।
বাস্তবতা জটিল , রোবটিক বটে ।
কবিতা অনেক ভালো লাগলো ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: অনেক জটিল এবং কঠিন কথা বলছেন তবে কথা গুলো বাস্তব
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.