নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু তুমি অপেক্ষা করো, আমাদের মিলন হতে বড্ড দেরি হবে....!

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:৪৬



মাধরী ছেড়ে যাওয়ার পর ভেবেছিলাম আত্মহত্যা করবো।
এপিটাফে লিখে ফেলেছিলাম-
মৃত্যুর মানে শেষ নয়, সূচনা নতুন অধ্যায়ের!
শরৎ সন্ধ্যায় নিরব শহরে-
জোছনার মায়াকারা চাঁদের সাথে হাঁটতে হাঁটতে,
গাঁজার নেশায় কেন দাঁড়িয়েছিলাম তোমার উঠানে,
তা নিয়ে ছোটখাটো যুদ্ধ হতে পারে কুড়ি বছর পর..!
সংসার নামক রণাঙ্গনে দুটি দেব সেনাপতি নিয়ে;
চালিয়ে যেতে পারো নিষ্ঠুর স্বৈরশাসন...!

আমি বড্ড খামখেয়ালি,
চারদিনের ময়লা প্যান্ট,
ক্ষুধার্ত পেট আর প্রত্যাশা বইতে না পারার এক ভাঙ্গা কাঁধ নিয়ে,
যখন চোখে রেখে চোখ বললাম আমার একটি আকাশ ছিলো,
যা আজকাল সদা মেঘাচ্ছন্ন!

হেসে বলেছিলে-
"নীল রঙা বেলুন আছে আমার কাছে; চাইলে ধার নিতে পারো!
মেঘ মুছে যাওয়া পর্যন্ত না হয় বেলুন দিয়ে আকাশ বানাও!
বসে থাকো কিছুটা সময় বৃষ্টি অপেক্ষায় চাতক হয়ে!
জীবনে কি বা আছে আর?
একদিন মিশে যেতে হবে মাটিতে!
আহার হতে হবে শতগুণ ছোট পিপিলিকার!
এর চাইতে, বরং বাঁচো!"

বিশ্বাস করো,
সেদিন বুঝেছিলাম;
ছাব্বিশ বছরের জীবনে মাধবীরও অধিক ভালোবাসতে পারি আমি কোন রমণীকে!

পরদিন সকালে এপিটাফে লিখে দিলাম-
"এ শহরে ভালোবাসা এসেছে;
মৃত্যু তুমি অপেক্ষা করো, আমাদের মিলন হতে বড্ড দেরি হবে!"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বলতে হয় হিট; বেশ লাগলো বক্তব্য, ছন্দ, গঠন, সবকিছু।

২| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: বেশ।

৩| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: উদ্ধৃতি চিহ্ন দেবার কারণ কী? কোট করলেন নাকি অন্যকিছু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.