নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

জার্নি বাই প্লেন (অসমাপ্ত ভালবাসা)

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৬



ঈশান কি অবস্থা তুমি এখনো ছবি উঠাচ্ছো সময় হয়ে গেছে চলো প্লেনে সবাই উঠে যাচ্ছে চলো না একটু তাড়াতাড়ি।

ঈশানঃ প্লিজ প্রিয়তি এইটা আমাদের প্রথম বিয়ের প্রথম হানিমুন তাই একটু বেশি পাগলামি তো করাই যায় তাই না। চলো স্মাইল দাও।
ঈশান তুমি না পারো ও প্রথম হানিমুন ঠিক আছে কিন্তু কথা হলো প্রথম বিয়ে এটা কেমন কথা হু?

ঈশানঃ না মানে যদি এমন হয় তুমি মারা গেলা তখন তো দ্বিতীয় বিয়ে করতে হবে তখন সেটা হবে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় হানিমুন।

ঈশান বেশি হয়ে যাচ্ছে কিন্তু এই একটা সময়ে তুমি এসব বলছো, তুমি জানো আমি কখনো বিমানে উঠিনি আর অনেক ভয় ও পায় আর এই সময় এসব কথা।
এত্ত দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে হলে ৭ বছর প্রেম করলা কেন?

ঈশানঃ প্রিয়তি বাবু সরি। আমি জানি তো আমার প্রিয়তি বাবু এখন ভয় পাচ্ছে। আচ্ছা পাগলী বিমানে উঠলেই বুঝবে এখানে ভয় পাবার কিছুই নেই।
উইন্ডো সিট টা তোমার ওকে।

না ঈশান আমার কোনো শখ নাই।

ঈশানঃ আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করতো?
তোমার মনে হয় আমি থাকতে তোমার কিছু হতে দিবো।

ঈশান তুমি না। হয়ছে এত্ত অয়েল দিতে হবে না।

ঈশানঃ ১ মিনিট ছবি গুলা আপলোড দিয়ে নেই। সবাই জানোক ঈশান আর প্রিয়তি নেপাল যাচ্ছে তাদের হানিমুনে।

ঈশান একটা কাজ করো পোস্টে লিখে দাও বেশি বেশি শেয়ার চাই।

ঈশানঃ মজা নেও নাহ আমার সাথে। চলো যায়, সিঁড়ি দিয়ে তুমি আগে যাও আমি আম্মুকে একটা ফোন দিয়ে নেয়।

আমি গিয়ে বসলাম এরিমধ্যে ঈশান এসে পড়লো।

ঈশানঃ ডিয়ার বউ সিট বেইল টা কি আমি পড়িয়ে দিবো?

৭ বছরের রিলেশন আমাদের আমি তোমাকে ভালো করেই চিনি। তুমি চাচ্ছো এই কাজ টা তুমি নিজে করতে সেটা মুখে বললেই হয়।

ঈশানঃ কি রোমান্টিক নাহ। কত কিছুর পরে আমাদের বিয়ে আর দেখতে দেখতে ৭ দিন চলে গেলো।তোমার হাতের মেহেদী এখনো আছে দেখেছো তোমার স্বামী তোমাকে কতো ভালোবাসে।

ঈশান আল্লাহ কে ডাকো আমার এখন রোমান্টিক মোড একদম নেই তুমি তোমার এসব রোমান্টিক কথা পরে বইলো প্লিজ।ঈশান দেখো কেমন জানি একটা ঝাঁকুনি দিলো।

ঈশানঃ প্রিয়তি মাই বেবি প্লিজ এত্ত ভয় পাচ্ছো কেন?
এরকম করলে হবে নাকি , এমন হয় বিমান টা ফ্লাই করেছে তাই এমন হয়েছে।

ওকে ওকে ভয় পাচ্ছিনা।

ঈশানঃ আচ্ছা প্রিয়তি চলো আমরা একটু ফ্ল্যাশব্যাক করি নিজের এই ৭ বছর তাহলে দেখবে সময় খুব তাড়াতাড়ি চলে যাবে আর তোমার ভয় ও করবেনা।

ঈশান এর জন্যি তো তোমাকে এত্ত ভালোবাসি। তুমি আমাকে বুঝো যদিও মাঝেমাঝে মজা ও করো ইচ্ছে করে।এইটা তোমার সেই আদি অভ্যাস।
ঈশান তোমার মনে আছে সেই বড় আপার বিয়েতে আমাদের প্রথম দেখা। তুমি এমন ভাবে এসেছিলে মনে হচ্ছিল তোমার ভাইয়ের নাহ তোমার নিজের বিয়ে।

ঈশানঃ প্রিয়তি এইটা নিয়ে আর কতো হাসবা। ছোট ছিলাম ৮ বছর আগের কথা।

ঈশান তোমার মনে আছে আমাকে প্রপোজ করতে গিয়ে আপুকে প্রপোজ করে ফেলেছিলে।

ঈশানঃ আরে অন্ধকার ছিল ভাবলাম এইটাই ঠিক সময় কেউ দেখবে না কিন্তু সেই সময় তুমি উঠে চলে গেলে আর ভাবি বসে গেলো খাটে আমি তো জাস্ট হাত টা নিছি আর রিং টা পড়াই দিছি।

আরে আমার বুদ্ধু হয়ছে আজ সেদিন আপুকে প্রপোজ করাতেই আমাদের বিয়েতে আপু সাহায্য করেছে, তার তোমার ভালোবাসা সত্যি মনে হয়েছিল।

ঈশান কিছু বলছো না কেন?
একি ঈশান ঘুমিয়ে পড়লো, ঈশান ঘুমাচ্ছে তাকে আরো বেশি কিউট লাগচ্ছে। এসব মাঝেমধ্যে স্বপ্ন মনে হয় সেই সময় একটা চিমটি কাটি নিজেকে আর ফিল করি এটা স্বপ্ন নয় ঈশান আজ সত্যি আমার হয়েছে।
এরিমধ্যে আমার ও টায়ার্ড লাগছে তাই ঈশান এর কাঁধে ঘুমিয়ে পড়াই ভালো মনে হলো।
হঠাৎ বিমান টা অনেক ঝাঁকুনি দিতে শুরু করলো আমি ঈশান এর হাত টা জোড় দিয়ে ধরলাম তখনি ঈশান উঠলো ঘুম থেকে। ঈশান কিছু বুঝে উঠতে পাচ্ছেনা তারমধ্যে পাশের সিটের যাত্রীরা ও চিৎকার করছে।

আচ্ছা ঈশান এমন হচ্ছে কেন?
ঈশানঃ বুঝতে পারছিনা প্রিয়তি, কিন্তু তুমি ভয় পেয়ো না আমি আছি তো।

আমি ঈশান এর হাত টা আরো জোড় দিয়ে ধরলাম আর বুঝলাম কিছু একটা সমস্যা হচ্ছে সবাই কান্নাকাটি শুরু করলো আর আমি ঈশান এর দিকে চেয়ে ছিলাম।
ঈশান ও ভয় পাচ্ছে।
একি ভয় ঈশান এর চোখে তাহলে কি সত্যিই কিছু হতে চলেছে।
১ মিনিট এর মধ্যে বিমান টায় ক্রাশ করলো তখনো ঈশান এর হাত টা ধরেই ছিলাম।আগুনে গাঁ পুড়ে যাচ্ছে আমদের কিছুক্ষণ এর মধ্যে কেয়ামত এর হালকা নজিরা বুঝি দেখলাম আমরা। অনেক কষ্টে শেষ পর্যন্ত আত্নাটা চলে গেল ঈশান এর আর আমি মরার জন্য অপেক্ষা করছিলাম।ঈশান হাত তখনো আমার আঙ্গুল গুলো ধরে আছে।

শেষ পর্যন্ত হয়তো আমিও চলে যাবো না ফেরার দেশে...

মুল গল্প: সুমনা হক

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: এই ছবিটা দেখে আমার সায়েম সাদাত এর কথা মনে পড়ে গেল ।
হা ঠিক ধরেছেন অভিনেতা ছিলেন , ভিটামিন টি নাটক করেছিলেন ,সদা হাসোজ্জল ছিলেন ।
লাভ ম‍্যারেজ ছিল ,ফাইট করে বিয়ের কয়েক দিনের মাথায় যিনি মারা যান ।
ভালোবাসা গুলো কতো ক্ষনিকের তাইনা । সফল হয়েও অকালে সব ছেড়ে যেতে হয় । সেদিন চোখের জল আটকানো যাচ্ছিল না । ওনার ব উ কে ফলোয়িং এ রেখেছিলাম অনেক দিন ।
এই ছবি দেখে ততটা ই খারাপ লাগছে । জীবন অর্থহীন মনে হচ্ছে ।
সায়েম এর ছবি দিলাম ।
এই ছবিটা দেখে আমার সায়েম সাদাত এর কথা মনে পড়ে গেল ।
হা ঠিক ধরেছেন অভিনেতা ছিলেন , ভিটামিন টি নাটক করেছিলেন ,সদা হাসোজ্জল ছিলেন ।
লাভ ম‍্যারেজ ছিল ,ফাইট করে বিয়ের কয়েক দিনের মাথায় যিনি মারা যান ।
ভালোবাসা গুলো কতো ক্ষনিকের তাইনা । সফল হয়েও অকালে সব ছেড়ে যেতে হয় । সেদিন চোখের জল আটকানো যাচ্ছিল না । ওনার ব উ কে ফলোয়িং এ রেখেছিলাম অনেক দিন ।
এই ছবি দেখে ততটা ই খারাপ লাগছে । জীবন অর্থহীন মনে হচ্ছে ।
সায়েম এর ছবি দিলাম ।

২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: কত সুখের স্বপ্ন মূহুর্তেই নিভে গেল

৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

এম আর তালুকদার বলেছেন: উফ !!!! মন্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৬

ওমেরা বলেছেন: কি ভয়ংকর ! আল্লাহ মাফ কর!

৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওহ্ কি বলবো ভাষা নেই। সবাইকে তাদের সবাইকে আল্লাহ রহম করুন।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:১৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাই, লেখাটা কী আপনার নিজের? নাকি অন্যের লেখা না বলে নিজের নামে চালিয়ে দিচ্ছেন?

৭| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: অপমৃত্যু দিও না প্রভু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.