![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
আমি বন্দুকের নলটা তোমার দিকে তাক করি
যেন ট্রিগারটা চেপে দেব এমন একটা ভাব
আমি চোখের সামনে তোমাকে আর দেখি না তখন
দেখি আমার পরম বিশ্বাসের মানুষটি সামনে
যে আমাকে ভালোবেসেছিল নিঃশর্ত, বোধহয়..!!
আমি গুলি করতে পারিনা আর...
আমি কাকে গুলি করবো
কাকে মেরে হবো খুনি আজ--
যাকে একদিন আমি বিশ্বাস করেছিলাম
মনযোগ দিয়ে শুনেছিলাম যার ব্যথা, তাকে!
বন্দুকের নলটি এবার আমার দিকে ঘুরে যায়
নিজেই গুলি করে বসি নিজেকে...
ইদানীং নিজেকে হত্যা করতে করতে
আলস্য পেয়ে বসেছে পৃথিবীকে--
আর কতবার হত্যা করতে হবে নিজেকে বলতে পারো...?
আর কতদিন পেরুলে দেখবো
তুমি এবং তোমরা ভালো হয়ে গেছো--
তোমরা আর মানুষ ঠকাও না এখন...!!
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: জি যথার্থ বলছেন
এরা এমন সব বিষয় গুলো আমাদের শিক্ষা দিয়ে যায় যেটা সামনের পথ চলতে অনেক বেশী পথ প্রদর্শক হিসাবে কাজ করে
২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মানুষের দুর্বলতাকে নিয়ে খেলা করা মানুষের সহজাত প্রবৃত্তির মধ্য অন্যতম। কথায় আছে, ঠকবেন যেখানে শিখবেন সেখানে। সুতরাং একজন ঠকিয়ে গেলেও অনেক কিছু শিক্ষা দিয়ে যায়।