নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

এ শহরে আমার কোন প্রেমিকা নেই.........!!

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩



এ শহরে আমার কোন প্রেমিকা নেই,
যে কয়জন ছিল একসময় তারাও মৃতপ্রায়,
যে কয়দিন বেঁচে ছিলাম একা
ততদিন দুচোখে ঘুম ছিলনা
উম্মাদের মতো ছড়িয়ে গিয়েছি অন্ধকারের শেষ বিন্দু পর্যন্ত শহরের রন্ধ্রে রন্ধ্রে।

একদিন একটা বাসন্তী ঘ্রাণ আমার নাসিকার খুব কাছ দিয়ে পালিয়ে যেতে চেয়ে থমকে দাড়ায়,
চোখে চোখ মিলতেই প্রেমে পড়ে যাই;
আমার তখন ঘুড়ি-ছেড়া মন,
বাঁধনহীন উড়তে উড়তে কখন যে অজানা পলাশ ফুলে সুতো আটকে গেছে বুঝতে পারিনি।

তারপর এ শহরে আমি আর ফিরতে পারিনি,
দমকা হাওয়া সুতো ছিঁড়ে গাছ থেকে ছিটকে পড়ে হাঁটতে হাঁটতে যখন শহরে এসে ঢুকি
শহরটা তখন বড্ড বদলে গেছে।
আমার প্রাক্তন প্রেমিকাদের সংসারে ফুটফুটে বাচ্চা জন্মেছে;
"কেউ কথা রাখেনি"
সবাই এক নিরাপদ আবাসনে বেঁধে নিয়েছে নিজেকে।
"কেউ ভালোবাসেনি"
সবাই একঘরে করে দিয়েছে আমাকে।

শেষমেশ যে কয়দিন বেঁচে ছিলাম একা
ততদিন দুচোখে ক্লান্তি ছিলনা;
মাতালের মতো নেশাগ্রস্থ বুলি আওড়িয়েছি রাজপথের সম্মুখ দরজা ধরে।

শহরের সব প্রেমিক ঘুমিয়ে পড়েছে,
আমি শহর ছেড়ে ঘরে ফিরছি,
শহরের প্রেমিকারা আজ একা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: প্রেমিকা না থাকাই ভালো।
শুধু ঝামেলা ডেকে আনার দরকার কি?

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: জি ভাইয়া, এ শহরে আমার কোন প্রেমিকা নেই,
আমি আজ ঝামেলা মুক্ত, তাই আমি শহর ছেড়ে ঘরে ফিরছি আজ...

২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর প্রকাশ !

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমিকাদের অবস্থা্ই দেখি সবচেয়ে খারাপ!!! একা একা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রেমের পুর্নতা মিলনে নয় বিচ্ছেদেই তাই প্রেমিক আজো একা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.