![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
রাস্তার আলো কমে আসছে।
দেখা হবে হয়ত ভোরে কিংবা না।
স্বপ্নের সময় এনেছি সীমানায়।।
রোদ দেখা যায় ,আমার থেকে একটু দূরে।
তুমি কাদবে বলেছিলে ,সূর্যের চোখে চোখ রেখে ।
রক্ত ঝরেছিল চোখে ,
অন্য এক সময়ে মনে আছে কি।।
আমার সীমানা জুড়ে রক্তের কষ্ট
ভয়ানক এক কষ্ট ।
কাদতে পার
যত ইচ্ছে তত
হাসতেও পারো
ইচ্ছের বিরুদ্ধে এক মহাযুদ্ধে...
রাস্তার আলো কমে আসছে
হয়ত হবে না দেখা
সীমাহীন স্বপ্নের গল্পের হবে শেষ ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রেমের পুর্নতা মিলনে নয় বিচ্ছেদেই তাই দেখা না হলেই ভালো
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
আকিব হাসান জাভেদ বলেছেন: গল্প শেষ হবে । তবে প্রেমের গল্প কখনো শেষ হয় না । সে ফিরে আবার আসবে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: অতীত বারবার নাকি ঘুরে আসে...
রোমিও জুলিয়েটরা এক হয় না কোন কালেই শুধু তাদের নাম বদলায়, আর বদলায় শরীর...
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
হাবিব বলেছেন: দেখা না হলেই ভালো