নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করুন আমি জানতাম আমি মাতাল ছিলাম না....!!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭



মদ খেয়ে যেবার মরে যেতে ইচ্ছে করেছিলো, সেবার আমি মাতাল ছিলাম না,
জীবনের সব ব্যর্থ প্রতিচ্ছবি ভেসে ভেসে আসছিলো কেবল,
ঝুলন্ত ব্রিজের মাঝখানে যখন হাত ছুড়ে দেই
নিচে পড়তে পড়তে আমার মনে হচ্ছিলো- আমি উপরের দিকে উঠে যাচ্ছি,
হাওয়ায় ভাসতে ভাসতে পৃথিবীর একমাত্র সুখী মানুষের ভাষাচিত্রে আমি আমার ছবি উল্টে পাল্টে দেখি শুধু।
জলের আওয়াজ শুনতে শুনতে শেষতক আমার সব ভ্রম, নেশা, উম্মাদনা ভ্রষ্ট হয়ে তরল মাটির স্পর্শে আমার হুশ হারিয়ে যায়,
আমার মনে হলো আমার মৃত জীবন স্বার্থক।
কে বা কারা আমাকে তুলে নিয়ে নতুন বউয়ের মতো সাজিয়ে রেখেছে হাসপাতালের নরম চাদরে মনে নেই,
যদি কাছে পাই তারে প্রণামের মতো নত হয়ে একবার আছাড় দিতে ইচ্ছে করে।
কেনইবা এ নিঠুর বেঁচে থাকা!
আজকাল ছন্দহীন জীবনের সুর পিছু নিতে নিতে ঘরছাড়া আমার সুখ,
আমার চলমান মানসিক প্রশান্তি।
এইসব বেকার অস্তিত্বে একজন নপুংসক কবি হয়ে উঠে,
যে কবিতাটা আজো কেউ লিখতে পারেনি, যে কবিতা আজো কেউ শুনেনি,
সে কবিতা আবৃতি করতে করতে বৃষ্টি নামিয়ে ফেলে চোখ।
অথচ ইতিহাস ধরে রাখেনি এমন আর্তনাদ,
বজ্রপাতের ঝংকারে কেউ লিখে রাখেনি সে প্রতিবাদ,
সে কেবল বাজতে বাজতে ফুরিয়ে গেছে, হাঁটতে হাঁটতে থমকে গেছে,
নিভে গেছে ঝড়ের বাতাসে প্রদীপের মতো,
ঘুমিয়ে গেছে অন্তলীন মাতালের মতো।
তবুও আমি জানতাম আমি মাতাল ছিলাম না,
কেননা মাতাল হলে কেউ প্রথম প্রেমিকার নাম ভুলে যেতে পারেনা,
কেউ শুনতে পায়না রাতের গায়ে আকাশ লেগে থাকলে বুকের ভিতর সমুদ্রের স্রোত,
ধরতে পারেনা পৃথিবীর এই এক অন্যরকম জীবনবোধ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কাব্যবনিতায় কবি তার কবিতাটির প্রাণ দাড় করিয়েছেন। সাথে লাইক।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য, ভালবাসা এবং শুভকামনা রিইল আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.