নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

আপনিও তো জানেন; কবিতার আগুনের চেয়ে ভয়ঙ্কর আগুন আর নেই.....!!

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৫



মাধবী,
আপনি অন্য কারো বিছানায় শুয়ে
বিছানার চাঁদর খামচে ধরলে- আমার মৃত্যু হয়।

আপনি হয়ত জেনে থাকবেন,
বারবার মরে যাওয়া ভীষণ লজ্জার
এবং, স্বেচ্ছামৃত্যু কঠিনতম অপরাধের।

সবচে ভালো হয় ;
আপনি বরং আমার বুকটা কেটে ফেলুন
বা দিকটায় হাত দিয়ে হৃদপিণ্ডটা তুলে নিয়ে একটা শিকে এফোঁড়ওফোঁড় করুন।
আপনি তো জানেন, আপনাকে নিয়ে
আমার লেখা কিছু কবিতা আছে- ড্রয়ারের এক কোণায়।
আপনি সেগুলো বের করুন এবং গ্যাসলাইটে চাপ দিন।

মনে করার চেষ্টা করুন,
আমাদের প্রেমের বয়স যখন সাতাশি দিন
ভালোবেসে আমি তখন আপনাকে বলেছিলাম,
কবিতার আগুনে নরকবাসীদের পোড়ানো হয়-
সুতরাং আপনিও তো জানেন ;
কবিতার আগুনের চেয়ে ভয়ঙ্কর আগুন আর নেই


মাধবী,
আপনি যেহেতু অন্য কারো বিছানায় শুতে চাচ্ছেন
এবং আমি চাচ্ছি আপনাকে মুক্তি দিতে
আপনি কেবল সতেরো সেকেন্ড ধরে
আমার হৃদপিণ্ডটা কবিতার আগুনের উপর ধরে রাখুন-
ব্যর্থ প্রেমিকের হৃদপিণ্ড তো খুব অল্পেই নাই হয়ে যাবে।

হৃদপিন্ড নেই মানে- আপনি নেই
আপনি নেই মানে- নিঃশ্বাসটুকু নেই
আমি নিশ্চিৎ- শেষবারের মত আমার মৃত্যু হয়েছে।

এবার একটু দয়া করুন ;
আমার লাশটা কোথাও পুতে ফেলুন,
মেঝেতে লেপ্টে থাকা রক্তটুকুও ধুয়ে ফেলুন
এবং মৃত্যুর খবরটা চেপে গিয়ে
আপনার নতুন প্রেমিকটির কাছে চলে যান

আর হ্যা,
আমি খুব ভাল ভাবেই জানি,
আসন্ন চাদনী রাতে তার কাঁধে মাথা রেখে মদের গ্লাসে চুমুক দিতে দিতে
আপনি আমার নামটা ঠিকই ভুলে যাবেন...!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ বস
ভাল লাগে যখন দেখি আপনার এই নগন্যের ব্লগ ভিজিট করেন

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: আপনি কে বলুন তো!! এমন একটি হৃদয় হরণ করা খুনে কবিতা লিখলেন?

আমি তো এই সব কবিতা কুড়িয়ে আমার পোস্ট সাজাই, তা জানেন।
অসম্ভব প্রভাব বিস্তারকারী কবিতা এটি।

স্যালুট!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: এত ভাল মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না বস,
ভাল লেগেছে জেনে আমিও আনন্দিত,
চাইলে আপনি আপনার পোষ্ট সাজাতে পারেন সমস্যা নাইঘ
আসলে রাত যত গভির হতে থাকে আমার কবিতার আগুনের প্রতি উম্মাদনা ততই বাড়তে থাকে চেষ্টা করি শব্দের পাহাড়ে হাতুড়ি সাবল চালিয়ে মনটাকে শান্ত করতে...!

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে! কত কষ্ট থেকে এমন কবিতার সৃষ্টি হতে পারে মাধবীরা কখনো বুঝবে না।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

শরীফ বিন ঈসমাইল বলেছেন: এক কাপ রং চা আর নিকোটিন নামক এক প্যকেট আবেগ ই পারে এমন কিছুর সৃষ্টি করতে :P
মাধবী রা না বুঝাই ভাল একবার যদি বুঝতে পারে তাহলে তারা স্বপ্ন দেখা ভুলে যাবে
শুধু জেগে নয় ঘুমিয়ে রঙ্গিন স্বপ্ন দেখতে গেলেও তাদের আত্মায় শিহরন জেগে উঠবে তাই তারা অবুঝ ই থাকুক..!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.