![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
প্রতি সন্ধ্যা নামলে ইচ্ছে হয় ডুব দিতে মদের গ্লাসে!
প্রথম যৌবনে যে নারী চুমু এঁকেছিল বুকে
তাকে মনে পরে ক্লান্ত পায় বাড়ি ফেরার পথে।
কি অদ্ভুত সে অনুভূতি,
ছুটছি তো ছুটছি অনন্তকাল; এর শেষ নেই!
ভালোবেসে আঘাত পেলে পুরুষ উড়ে যায় কর্পূর এর মতো!
নারী হয়ে যায় শীতলজল!
সমাজের চাপে অপর পুরুষের ছবি এঁকে নেয় চোখে!
আচ্ছা, এতে ভালোবাসা থাকে?
নাকি শুধু বেঁচে থাকার চেষ্টা?
সকালের চা'য় চেষ্টা, দুপুরের ভাতে চেষ্টা
বিকালের গানে চেষ্টা, রাতের বিছানায়...
অনিচ্ছায় কাপড় খুলতে খুলতে
কখন ভালোবাসা হারায় তা যদি জানতো পৃথিবী,
তাহলে প্রতিটি প্রেমের মৃত্যুতে নিজেকে দিতো যাবতজীবন!
দিন গড়ায় আমিও ভালোবাসতে শিখি,
ভালোবাসি মদের গ্লাস, ব্রোথেলের যুবতী,
তপ্ত দুপুর, বিকেলের চা, কলা-বন,সিগারেট।
ভালোবাসি শিব ঠাকুর
কল্কি বেদ ত্রিপিটক কোরান!
শুধু নারীকে ভালোবাসতে পারি না!
ভালোবেসে আঘাত পেলে পুরুষ হয়ে যায় ভয়ানক অগ্নিগিরি
ধ্বংস আনে কষ্ট আনে
হাসতে হাসতে মৃত্যুকে বুকে টানে....!!
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: For small creatures such as we the vastness is bearable only through love.
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হয়ত বা
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
ল বলেছেন: মনোমুগ্ধকর।
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
নাহিদ০৯ বলেছেন: ছবিটা সরিয়ে ফেলবেন প্লিজ। মনে রাখতে হবে অনেক আন্ডারএইজড রিডার ও আছে ব্লগে।
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ওকে বস ধন্যবাদ
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: @নাহিন৯ রাইট
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: জি বস
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন: ছবিটা সরিয়ে ফেলবেন প্লিজ
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ছবি টাতে কি প্রব্লেম যদি একটু জানাতেন ?
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।